নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্ম নেয়া খুবই সহজ হয়তো বটে
মানুষ হয়ে মানুষকে চেনা খুবই কষ্ট এ কথা কে না জানে?
আসলে আমার রূপটা হয়তো মানুষের
আমার কাছে কি মূল্য আছে অন্য আরেকটি জীবনের?
অর্থ-সম্পদ, শক্তি-সাহস এগুলো আজ জীবনের অংশ
আমিতো জানতাম হাত পা ই ছিল মানুষের অন্যতম অঙ্গ
নাহ! আসলে আমি এক অন্ধ
তাইতো আমার চিন্তা শক্তি আজ বন্ধ
সুখের মাঝেও একটু ফিরে তাকানো
দুখের সময় নাকটা ছিটানো
মানুষের মাঝে এ সকল গুণ ছিল কি অদৌ?
আমি জানি না তবু কোন তুমি কাঁদো?
তাইতো কাঁদাতো মানুষেরই গুণ ছিল
আমি তো আজ মানুষ নয়!
তবে কি আজ আমি নির্বাক হয়ে তাকিয়ে থাকব?
নাকি আমি সত্যিকারের মানুষ হবো?
©somewhere in net ltd.