![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্যক্তিগত ভাবে কিছুই লেখার নেই, বিস্তারিত জানতে চাইলে ফেসবুক থেকে জানতে পাড়েন। ww.facebook.com/nurhasansandwipy
ফেসবুক বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম গুলোর মধ্যে অন্যতম।ফেসবুক ব্যবহার করে না,এই ধরণের মানুষ বর্তমান সময়ে খুব কম আছে।
যে ব্যক্তির কাছে একটা স্মার্ট ফোন আছে সেই ব্যক্তি ফেসবুক ব্যবহার করে বা ব্যবহার করতে আগ্রহী।
আজকাল আমরা ফেসবুকের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ খবরাখবর সংগ্রহ ও পেয়ে থাকি।তবে সত্যিকার অর্থে বলতে গেলে।বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ মানুষ ফেসবুক বুক টাকে নিজের জীবনের সবচেয়ে পছন্দের বুক (Book) বানিয়ে পেলেছেন।
প্রতিদিন খবরের কাগজ (Newspaper) ও ব্লগ সাইটে (Blog Site) এ ভিজিট করলেও এই সব নীতি কথা শুনা যায় না।যত সব নীতি কথা আমরা ফেসবুকের মাধ্যমে পাই।
আরো সুস্পষ্ট করে বলতে গেলে।ফেসবুক বাংলাদেশের মানুষকে কিছু দিতে পাড়ুক আর নাই পাড়ুক। তবে রাজনীতিগত সম্মান দিয়েছেন।বাংলাদেশের আনাচেকানাচের রাজনৈতিক নেতাদের ফেসবুক আইডি গুরে আসলে দেখা যায় বিস্তারিত সব।
আসলে আমাদের জীবনাটা কি ফেসবুক এর মাঝে সিমা বদ্ধ??
ফেসবুকের মাধ্যমে অনেক অনেক নারী ও পুরুষ লাঞ্ছিত হওয়া খবরাখবর আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি।
সেই লাঞ্ছিত হওয়ার দুইটা কারণ রয়েছে বলে আমি মনে করি।
*ফেসবুকে লাইভ ভিডিও।
*ফেসবুকে কমেন্ট এর ধারাবাহিকতা না থাকা।
#ফেসবুকে_লাইভ_ভিডিও
বাংলাদেশের কিছু মিডিয়া ব্যক্তিত্ব (মেয়ে) রয়েছেন যারা। রাতে বা দিনের বিশেষ কিছু সময়ে ফেসবুকে লাইভ এসে। বেশি লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার আশায়।খোলামেলা টাইপের কিছু ভিডিও সরাসরি ফেসবুকে আপলোড করেন।যে সকল ভিডিও ভাইরাল হওয়া ছাড়া আর কিছুই হয় না।
#ফেসবুকে_কমেন্ট_এর_ধারাবাহিকতা_না_থাকা
আজকাল দেখা যায় ফেসবুকে কিছু ব্যক্তিবর্গ রয়েছেন।যাদের কমেন্ট এর কোন প্রকার ধারাবাহিকতা নেই।নেই কোন শিষ্টাচার।
এই সকল কারণ সহ আরো নানান কারণে আমাদের জীবনযাত্রা অনেক ঝুঁকি পূর্ণ হয়।পরিশেষ একটাই কথা বলতে চাই।
ফেসবুক হোক জীবনের সঠিক সঙ্গী বেঠিক নয়।
ছবিঃইন্টারনেট থেকে নেওয়া।
©somewhere in net ltd.