![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্যক্তিগত ভাবে কিছুই লেখার নেই, বিস্তারিত জানতে চাইলে ফেসবুক থেকে জানতে পাড়েন। ww.facebook.com/nurhasansandwipy
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি কবিতা লিখবো না।
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি গান গাইবো না।
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি সংগ্রাম করবো না।
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি ছবি আঁকবো না।
আমি কি সেই স্বাধীনতা পেয়েছি?
যেই স্বাধীনতার জন্য ভাষণ দিয়েছে মুজিব।
আমি কি সেই স্বাধীনতা পেয়েছি?
যেই স্বাধীনতার জন্য যুদ্ধকরেছেন জিয়া।
আমি আজো ভোরের রবিতে
বাংলার আকাশে তারাদের মাঝে খুঁজে ফিরি।
বাংলার উজ্জ্বল নক্ষত্রদের...।
খুঁজে যায় আমি নিবিড় ভাবে
শেরে বাংলা,ভাসানীদের।
আমি আবার স্বাধীনতা চাই
যে স্বাধীনতা হবে স্বাধীন বাংলার হাতিয়া।
©somewhere in net ltd.