![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্যক্তিগত ভাবে কিছুই লেখার নেই, বিস্তারিত জানতে চাইলে ফেসবুক থেকে জানতে পাড়েন। ww.facebook.com/nurhasansandwipy
প্রত্যেক দিনের গোসল'টাকে আমার জীবনের দ্বিতীয় গোসল বলে মনে করি।কেন না এই দুনিয়া থেকে যে কোন সময় বিদায় নিতে পাড়ি। মহান আল্লাহ্'র হুকুমে যে কোন সময় আজরাইল, আমার জান নিয়ে চলে যেতে পাড়ে।আমার সকল স্বপ্ন,আশা,আকাঙ্ক্ষা ও ভালোবাসা।
যে কোন সময় শেষ হতে পাড়ে।জানি না মহান আল্লাহ্'র এই দুনিয়াতে আর কত দিন শ্বাসপ্রশ্বাস আদানপ্রদান করবো? জানি না কতদিন দুনিয়ার আলোবাতাস গ্রহণ করবো?
যে কোন সময় আমার সব শেষ হতে পাড়ে।তখন সবাই আমাকে নিয়ে ব্যস্ত সময় কাটাবে।আমাকে শেষ গোসল, নামায ও দাফন করার প্রস্তুতি নিবে।
তখন কিন্তু আমি দুনিয়াতে একজন মানুষ হিসাবে নয় একজন লাশ হিসাবে সকলের সহানুভূতি পাবো।সকলের দোয়ার প্রত্যাশায় থাকবো।আমার লাশ দাফনকাজ শেষে। আমি আল্লাহ্'র দরবারে পৌছানোর পর।আমি আল্লাহ্'র ফেরেশতাদের আমার জীবনের সকল ভালোমন্দর হিসাব দিব।
জানি না তখন আমি কেমন হিসাব দিব? যদি আমার হিসাবের খাতায় মন্দকাজ এর পাতাগুলো বেশি থাকে? তাহলে আমি কিন্তু মাফ পাবো না।এটা আমি এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জেনে ছিলাম।আর যদি ভালো কাজের পাতা বেশি থাকে তাহলে আমি জান্নাত লাভ করবো।
তবে আজকাল প্রতিনিয়ত আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি।কেন না চারিদিকে আমার শত্রুদের বসবাস।যারা আমার ভাইয়ের খুনি তারা আমাকে প্রতিঘাত করার জন্য চেষ্টা করছে।তারা প্রতিদিন আমার মৃত্যু কামনা করছে।
হয়তো যে কোন সময় তারা আমাকে মৃত্যু উপহার দিতে পাড়ে।আমি মৃত্যু বরণ করতে পাড়ি।আমার মৃত্যুকে উপলক্ষ করে।আমার পরিবার এর কাছ থেকে একজন বাদি হয়ে মামলা করা হবে খুনিদের জন্য।কিন্তু কি হবে?? আমার মনে হয় কিছুই হবে না।কেন না আমার ভাইয়ের খুনিরা আজকাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেবেড়ায়।হয়তো আমাকে খুন করার পরেও একই অবস্থা হবে।কিন্তু যারা মানুষ রুপে শয়তান তারা কি মহান আল্লাহ্'র কাছে ক্ষমা পাবে??
পাবে না,কেন না এক আল্লাহ্ সব সময় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বিচার করবে।কোন খুনি বা সন্ত্রাসীর পক্ষে বিচার করবে না।
আল্লাহ্ সঠিক বিচারক, এক আল্লাহ্ জিন্দাবাদ।
©somewhere in net ltd.