![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।
নিজের দিকে নিজেই তাকিয়ে রই
স্বার্থের পৃথিবীতে মানুষ এমনি হই
পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্যের সাথে
বিনা কারনে মিলিয়ে গেলে তাতে ।
ক্ষনিকের রঙিন মোহে পড়ে
ভালোথাকার মূহর্তগুলো গেলে ভুলে
অবজ্ঞা আর অবহেলাকে সঙ্গী করে
ভালোবাসা এখনো আছে টাই দাড়িয়ে।
সময়ের স্রোতে ভাসিয়ে দিলে যখন
প্রিয়তার মুখোশ বেড়িয়ে পড়লো তখন
ভালো-মন্দ বুঝার ক্ষমতা হারালে্
আপনকে পর ভেবে দুরে সরে দাঁড়ালে।
চলে যাওয়ার ক্ষনটা দারুন যন্ত্রনাময়
এমন নিষ্ঠুর কষ্ট বাস্তবতায় মানতে হয়।
নকলের ভিড়ে আসল হারালে
সময় যখন ফুরাবে বুঝবে তখন সবে।
চলে গেলে ক্ষতি নেই তাতে
নিয়ে যাচ্ছো রাশি রাশি ভালোবাসা
আর মুঠো মুঠো মধুর স্মৃতি তোমাতে
হারালেও থেকে যাবে অধিক কিছু
আমার এই না থাকা জুড়ে ।
না হয় থাকবো একা – নিশিদিন
অজস্র বেদনায় স্বপ্ন ভাঙ্গা ধরাতে
যাতনার আগুনে পুড়ে আরো নিখাঁদ হবে
খাঁটি সোনার মতো সযতনে সঙ্গোপনে ।
আরো কবিতাঃ
::: পদ্মফুলের নগ্ন পা :::
::: আপন-পর :::
::: তুমি নেবে :::
::: চিঠির আত্মকাহিনী :::
::: জীবনের বাঁকে :::
১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯
নিয়াজ সুমন বলেছেন: জি আপু।
২| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
নিয়াজ সুমন বলেছেন: হাহা হা..
সরল মানুষের সরল কবিতা।
ধন্যবাদ রাজীব ভাই।
৩| ১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬
এম. হাবীব বলেছেন: চমৎকার লেখনি...
১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ হাবীব ভাই, পাশে থাকুন।
৪| ২২ শে মে, ২০২১ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: চলে যাওয়ার ক্ষণটা যন্ত্রণাদায়ক হলেও, মুখোশধারীর চলে যাওয়াটাই আখেরে মঙ্গল।
১২ ই জুন, ২০২১ বিকাল ৩:০৩
নিয়াজ সুমন বলেছেন: ঠিক বলেছেন আহসান ভাইয়া, অনেকদিন ব্লগে আসা হয়নি। তাই দেরীতে উত্তর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালোবাসা অবিরাম..
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: প্রিয়তার মুখোশ খুলে যাওয়াই ভালো, যন্ত্রণার কিন্তু প্রতারণার না।