নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজাম পারভেজ শুভ

নিজাম পারভেজ শুভ › বিস্তারিত পোস্টঃ

আমার সান্ত্বনা

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২


আমি তাকে বলেছিলাম, তুমি আমাকে ভালোবাসো না, ঠিক আছে। তাহলে ঘৃণা করো।
সে উত্তর দেয়, আমি ঘৃণাও করব না।
আমি তাকে বললাম, কত বিরক্ত করেছি তোমাকে আমি! তারপরেও কেন তুমি আমায় ঘৃণা করবে না? সে জবাব দিয়েছিল, প্রত্যেক প্রেমিকেই এরকম করে।
আজকে আবার দুই বছর পর বললাম, ভালোবাসো না ঠিক আছে। ঘৃণা তো করো।
এই সান্ত্বনাটুকু নিয়ে বেঁচে থাকি যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ঘৃণা করে।
আজ সে বলেছে।
সে বলেছে আই হেট ইউ।
অনেক রাগে পড়ে। তাকে আমি এতটাই বিরক্ত করেছি যে সে কি বলবে না বলবে ঠিক পায়নি, এবং ঠিক আমার মতই ব্যতিব্যস্ত হয়ে সে আজ বলেই দিয়েছে। আই হেট ইউ!
এটাই আমার সান্ত্বনা। তোমার মুখ দিয়ে আই হেট ইউ শব্দটি বেরিয়েছে এটাই আমার প্রাপ্তি। ঘৃণা করো আর না করো তুমি বলেছ তো যে তুমি ঘৃণা করো। অন্ততপক্ষে নিজেকে সান্ত্বনা দিতে পারব যে যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে না ঠিকই কিন্তু ঘৃণা তো করে।
এটাই আমার জীবন সম্বল হোক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে পছন্দ করার মতো মেয়ে বাংলাদেশে থাকার সম্ভাবনা কম।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

নিজাম পারভেজ শুভ বলেছেন: বাংলাদেশে না থাকলে আর কি করা যাবে! অন্য কোথাও খুঁজে দেখতে হবে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না,
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
অভয় দিচ্ছি শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
(সুকুমার রায়)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.