নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
বালিকা তোমায় বলছি...
জীবনে সুখী হতে চাও।
তাহলে যাকে তাকে বিয়ে কর না ।
Doctor কে বিয়ে করো না
কারন সে তোমায় সময় দিবে না, রোগী নিয়ে ব্যস্ত থাকবে!
Engineer কে বিয়ে করনা
কারন সে প্রোজেক্ট আর কাজ নিয়ে ২৪ ঘন্টা ব্যস্ত থাকবে!
Teacher কে বিয়ে করনা
কারন কিছু বছর পর এদের মাথা ঠিক থাকেনা!
Army কে বিয়ে করনা
কারন ওরা বউ কি তাই-ই বোঝে না!
Police কে বিয়ে করনা
কারন ওরা অন্য লোকের পাহাড়া দিবে কিন্তু তোমার না!
Business man কে বিয়ে করনা
কারন ওরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তোমায় নিয়ে না!
Politicians কে বিয়ে করনা কারন
এরা শুধু তোমায় মিথ্যা আশ্বাস দিবে!
ভাবছো তাহলে বিয়ে করবে কাকে!!!
তার সমাধান আছে!!!
তুমি বিয়ে করবে আমার মত বেকারকে !!!
যে তোমায় ভালোবাসা দিয়ে তোমার সব চাওয়া পূরণ করবে
যে তোমায় ছেড়ে কখনো দূরে যাবে না!
তোমার চোখে কখনো পানি আসতে দিবে না
আর কখনো তোমাকে চোখের আড়াল করবে না।
ইতি,
বেকার সমাজ পক্ষ থেকে আমি
তোমার বেকার প্রেমিক।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, আগস্ট, ২০১৮
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯
নীল আকাশ বলেছেন: সুন্দর সাজেশনের জন্য ধন্যবাদ। পরের লেখা দেবার আগে আপনার সাজেশন মনে রাখবো! আমার ব্লগে আবারও আসার জন্য আপনাকে ধন্যবাদ।
২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও পোষ্ট।
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩
নীল আকাশ বলেছেন: ম্যাওপ্যাও দেখে মনে হচ্ছিল চাদগাজী, পরে ঢুকে দেখলাম আরে এটা তো আমাদের রাজীব ভাই! ভাই কেমন আছেন? ভালো তো !
৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮
এ.এস বাশার বলেছেন: দুঃখের বিষয় হ্যারা আমাগো দুঃখটা বুঝে না.......
সম্ভবত আপনার পোষ্টে প্রথম মন্তব্য করলাম..
প্রীতি ও শুভেচ্ছা নিয়েন...
আমি ব্লগে নতুন নিমন্ত্রন করলাম বেড়িয়ে আসার.....
1. আত্ম কথন
2. আনমনে পিছু ফেরার টান
3. কল্পনা ও বাস্তবতার মাঝে!
4. বাবা
5. কল্পনার আর্ট পেপারে আঁকা
6. বৃষ্টি মূখর ক্ষণে
7. নিশীথের গল্প
8. স্বাধীনতা তুমি কার
9. বেহায়া মন
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬
নীল আকাশ বলেছেন: সেই দু:খেই তো এই পোষ্ট টা দিলাম।
আমার ব্লগে প্রথম আসার জন্য স্বাগতম ও ধন্যবাদ।
প্রীতি ও শুভেচ্ছা আপনার জন্যও রইলো।
অবশ্যই আপনার ব্লগে যাবো, পড়ব ও কমেন্ট করবো। আমি সবার ব্লগেই যেয়ে পড়ে আসি।
৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু বেকারকে বিয়ে করলে উপোস না করতে হয় আবার।
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
নীল আকাশ বলেছেন: বেকার রা তো সারাজীবন বেকার থাকবে না..........
৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
আমার লেখা টা মনে হয় সার্থক। আপনি যখন বলেছেন + তখন আর কি লাগে ..........।
আমার ব্লগে আসার জন্য স্বাগতম ও ধন্যবাদ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
বাকপ্রবাস বলেছেন: বেকারের বিজ্ঞাপন করে ফায়দা নাই
প্রেমিকারা প্রেম নয় টাকা চায়
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯
নীল আকাশ বলেছেন: এরকম প্রেমিকা কে দরকারও নেই.......
৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৫
ভাইয়ু বলেছেন: কবিতা পড়ে গ্রাম্য একটা প্রবাদ মনে পড়ে গেল, "নিজের পাছা নাই তাই অন্যের পাছা ধার করে পাদে"
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
নীল আকাশ বলেছেন: শালীন ভাষা ব্যবহার করলে কি কোন সমস্যা হয়?
এটা ব্লগে গ্রাম্য এলাকা নয়!!!
৮| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭
ভাইয়ু বলেছেন: মানে নিজের খাওয়ার পয়সা নাই আবার অন্যরে খাওয়ানোর স্বপ্ন দেখা ৷
যাইহোক আমিও ভাই বেকার ৷
শুভকামনা রইলো
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২১
নীল আকাশ বলেছেন: সব বেকার রা ভাই ভাই। সবার উপরে প্রেম চাই।
আপনার জন্যও শুভকামনা রইল!
৯| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: হা হা
বেকারের ভুল ধারণার পত্র!!!!!
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭
নীল আকাশ বলেছেন: অবশেষে শায়মা আপু আমার ব্লগে এলেন!!!! স্বাগতম।
সব ঝামেলায় তো বেকারই পড়ে, সামান্য একটা বাসা পর্যন্ত ভাড়া দিতে চায়না ?
বেকারদের দু:খ কি আপুনিরা বুঝবে? আপুনিদের জন্যই তো বেকারদের বেশি দু:খ!
বেকারদের দু:খ কেবল বেকার রাই বুঝে!!!!!!!!!!!!
১০| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: আহালে ! এই যে আমিও বুঝলাম!
আমি অবশ্য বেকার না!!!!!!!!
নাই কাজেও আমি খই ভাঁজি!!!!!
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭
নীল আকাশ বলেছেন: যাক, একটা আপুনি তো আমাদের দু:খ বুঝল....
মাঝে মাঝে আমার ব্লগে এসে ভাজা খই দিয়ে যাবেন! খাবো !
বেকার দের তো মাঝে মাঝে খেতেও হয়! !
১১| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: এখন আমি ওয়াফেল নিয়ে বিজি! খই ভাঁজছি না আপাতত...
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
নীল আকাশ বলেছেন: মাঝে মাঝে আমার ব্লগে এসে খই ভেজে দিবেন।
১২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি অলস ও কচ্ছপ শ্রেণীর ব্লগিং করছেন!
১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৮
নীল আকাশ বলেছেন: আপনার ব্লগে তো আরো খারাপ অবস্থা । টিয়া পাখি, হিন্দি সিরিয়ালের নায়িকা আর আর ভেড়ার পাল !
১৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
খ্যাঁক খ্যাঁক খ্যাঁক.....
আপনার কমেন্ট করার হার খুবই কম! আর এতোদিন ব্লগিং করে এত কম মন্তব্য ইম্পসিবল ম্যান!
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
নীল আকাশ বলেছেন: আশা করছি কিছুটা উন্নতি করতে পেরেছি!!!!!!!!!!!!!
১৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
ভ্রমরের ডানা বলেছেন:
পোস্ট করেছি: ৩২টি
মন্তব্য করেছি: ৫৪৫টি
মন্তব্য পেয়েছি: ৩২৪টি
ব্লগ লিখেছি: ৫ বছর ৪ মাস
ছ্যাঃ ছ্যাঃ ছ্যাঃ..... বাজে ব্লগিং পরিসংখ্যান...
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
নীল আকাশ বলেছেন: আমার শেষ লেখাটায় আপনিই বলেছেন "গল্প ভালো হয়েছে! দারুণ প্রচেষ্টা! "
আমি আর নতুন কি বলব।
ব্যস্ততার জন্য খুব একটা লেখা হয় না।
১৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২
ভ্রমরের ডানা বলেছেন:
পরিসংখ্যান আর ওই লেখা এক নয়! আরো লেখুন। ব্যস্ততা আমাদেরও কম নেই!
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাট মন্তব্যের জন্য। চেষ্টা করব আরো লেখার তবে বাকি টা আল্লাহর ইচ্ছে!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯
নীল আকাশ বলেছেন: আপনাকে তো খুজে পাচ্ছি না। অনেক গুলি লেখা দিলাম নতুন। পরিসংখ্যান নিয়ে যে লজ্জা দিলেন! আপনার ঠেলায় পরে বেশ কিছু নতুন লেখা দিলাম।
কষ্ট করে দেখে যেতেন যদি!
ধন্যবাদ।
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
দি রিফর্মার বলেছেন: বেকার ভাই এগিয়ে যান, টাকা পয়সা যা লাগে আমি দিব। তবে চেকে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
নীল আকাশ বলেছেন: একাউন্টে টাকা থাকলে আর ঠিক মতো সাইন দিলে কুনু অসুবিধা নাই। অনন্ত: একটা ডেটিং টাকা দিয়েন । যা দিন কাল পড়েছে? সব কিছুর বেশি বেশি দাম ।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
মাকার মাহিতা বলেছেন: বেকারদের বিয়ে করে খাবে কি?
ক্ষুধা লাগলে সব পানসে লাগি যাবানে...!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
নীল আকাশ বলেছেন: প্রেমে পড়লে ক্ষুধা তৃষ্না সব উবে যাবানে.....
প্রেমিকার একটা মিষ্টি হাসির জন্য কত রাজা বাহাদুর রা সিংহাসন ছেড়ে চলে গেছেন!
পড়েছেন প্রেমে কখনো?
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অভাবীর ঘরে ভালোবাসা থাকে না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
নীল আকাশ বলেছেন: এটা বাস্তবতা। অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়!
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল তবে এত লেখা এক সাথে পোস্ট সকলের লেখা পড়া অসম্ভব হয়ে যাবে ।একটু সময় নিয়ে পোস্ট করলে ভালো হবে।