নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
১। আজকাল ডিজুস ছেলেমেয়েরা ফেসিয়াল টিস্যু পেপার চেন্জ করার মতো BF / GF চেন্জ করে। দুধ থেকে সর টা খেয়ে ছেলেরা ভাগে আর মেয়েরা কাঁদে। সবশেষে ধরা খায় মেয়ের বাপ! ছেলেটা যদি আইটি এক্সপার্ট হয় তাহলে তো আরো খবর আছে। এক হাজার টাকার মোবাইলেও আজকাল HD ক্যামেরা পাওয়া যায়। মজাই মজা শেষ হয়ে গেলে ছেলেরা ব্যস্ত হয় পরে অন্য মেয়ে নিয়ে আর সারা দেশ ব্যাপক বিনোদনের ফ্রি সুযোগ পায়। মোবাইল কম্পানিগুলি তে খোঁজ নিয়ে দেখেন, মোবাইল ডাটা প্যাক সব শেষ কি দেখে! এসব মেয়েরা যে আজন্ম বেকুব তা তারা গলায় ফাঁস লাগিয়ে শেষ বারের মতো প্রমান দিয়ে যায়!
পুরুষ যদি নিত্য নতুন জামা বদলানোর মতো নিত্য নতুন নারী সঙ্গী তথা গার্লফ্রেন্ড পেয়ে যায় সবার অগোচরে, তবে সে কেন একটা মেয়েকে মোহরানা দিয়ে সম্মানের সাথে ঘরে তুলে স্ত্রীর মর্যাদা দিবে! একজন যুবকের কাছে নারী যদি বিয়ে ছাড়াই সহজ লভ্য হয়, তাহলে ঐ যুবকের কী দরকার বিয়ে নামের ঝুট ঝামেলায় নিজেদের জড়ানোর !
২। বিউটি পার্লার গুলি কে আমি ব্যাপক ভয় পাই। ৪ বছর বুয়েটে ৮ সেমিস্টারে যে ইনজিনিয়ারিং আমি শিখতে পারি নি এরা মাত্র একদিনে সেটা অবলীলায় করে দেখায়। আমার এক বন্ধুর বিয়েতে কত কষ্ট করে চিটাগাং থেকে এসে হাজির হলাম এন্টারটেইনমেন্টের জন্য। বন্ধুর ছোট শালীকে দেখে মনের দু:খ কে পাথর চাপা দিয়ে বন্ধুকে শান্তনা দিতে গেলাম। হাজার হোক এটাকে পার করার সময় বন্ধুর কি প্যারা যাবে সেটা ভেবে! বন্ধু আমার কথা শুনে ওর ২৯টা দাঁত বের করে হাসি দিয়ে বলল মিরপুরে নাকি পার্সনা আর ওমেনস ওয়ার্ল্ড নামে দুইটি নতুন বিউটি পার্লার খুলেছে। এদের ব্যাপক পারফোরম্যান্স। পারফোরম্যান্স যে ফাটাফাটি এর বিয়ের ছবি দেখেই বুঝেছিলাম। TNA WWE তে যারা এখনও কালী দেখননি তারা এটা বুঝবেন না। পকেটের টাকা খরচ করে শ্বশুর বাড়ী থেকে যে খাট কিনে দিয়েছিল সেটা কোন দোকা থেকে কিনেছিল জানতে চেয়েছিলাম। মনে বড় ডর লাগে। আমার বন্ধু না আবার ধরা খায়!
বিউটি পার্লার গুলির ব্যাপক ইনজিনিয়ারিং নলেজ নিয়ে যাদের সন্দেহ তাদের জন্য ফেসবুক থেকে এই ছবি টা দিলাম। কারো সাথে মিলে গেলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। ইলেকশন ইনজিনিয়ারিং ও এর কাছে কিছু না! EC বিপদে পড়লে এদের কাছে সর্ট কোর্স করতে পারে নিজেদের জ্ঞানের শাখা পল্লবিত করার জন্য। তাদের জ্ঞানের বড়ই অভাব!
৩। ইদানিং ইউটিউবে একটা বিশেষ শ্রেনীর পারফর্মারদের আর্ভিভাব হয়েছে। এদের কাছে গানের চেয়ে চেহারা দেখানো বেশী গুরুত্বপূর্ন। হাত পা গুলি যেভাবে গানের সময় নড়াচড়া করায় তাতে মনে হয় সুরের চেয়ে এগুলির এক্সাসাইজ বেশী দরকার। ভালো ভালো বাংলা গানগুলি যেভাবে বেড়ালের মত মিউ মিউ করে গাইতে দেখা যায় তাতে বেড়ালও লজ্জা পাবে। মেয়েদের গানও বাদ দেয় না। সবার গলায় যে সব গান হয় না আপনি আমি বুঝলেও এরা সেটা বুঝে না। সবাই এদের আচার আচরন নিয়ে ব্যাপক কৌতুহল বোধ করেন কিন্তু ঘটনা কি সেটা বুঝতে পারেন না। ঘটনাটা আমি ব্যাখ্যা করছি। আশা করি সব কনফিউশন এবারই দূর হয়ে যাবে.......
এদের আচার আচরন দেখলে আমার মেল গিগলো মনে হয়। কিছু মনে করবেন না [গিগলো/GIGOLO শব্দের অর্থ গুগল মামা কে জিগ্গেস করেন, এখানে আর দিলাম না]। এদের একজন আমার অত্যন্ত পছন্দের কিছু গান এমন গলায় গেয়েছিল যে আমার মনে হচ্ছিল মোবাইলের মধ্যে ঢুকে স্যান্ডেল দিয়ে থাবরিয়ে আসি। এদের আচার আচরন গায়কের মতো না। প্রশ্নই উঠে না। গলার কথা আর বল্লামই না। রাস্তার টোকাইরা বা বাসার বাথরুমে কাজের পোলাপানও এটার চেয়ে ভালো গান গায়। এরকম আচার আচরনের ছেলেদের ইন্টারনেটে বেশ কিছু সাইটে পাওয়া যায়। মেয়েরা, বিশেষ করে বেশ কিছুদিন ধরে যারা একা আছেন কিন্ত আগে ছিলেন না তারা এসব ইন্টারনেটে দেখে...........। এর বেশি কিছু না।
৪। কয়েক দিন আগে সামু তে চটি গল্পের এক লেখকের আবিভার্ব হয়েছিল। ধুমকেতুর মতো যেমন এসেছিলেন তেমনি আবার ব্লক হয়ে গায়েব হয়ে যান। তার লেখা পড়ে আমি এমনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে ড্রাফট মন্তব্য টা পোষ্ট টা করতে দেরী হয়ে যায়। ততক্ষনে দেখি সেটা গায়েব! অসুবিধা নাই ড্রাফট মন্তব্য টা সেভ করে রেখেছি। মন বলছে ঔ লেখক কে এখানে পাওয়া যেতেও পারে! ভবিষ্যতে কারো যদি এরকম বেসম্ভব ইচ্ছা করে তার জন্য নিচে এটা তুলে দিলাম। এবার আর মন্তব্য টা পোষ্ট টা করতে দেরী হবে না।
নির্ঘাত নিউমার্কেটের/নীলক্ষেতের ফুটপাতে যেসব চটি বই বিক্রি করে সেখান থেকে কাট পিছ! কি নিদারুন লেখা? আমার হাতে সুযোগ থাকলে আপনাকে লিটারোটিকা অ্যাওয়ার্ড দিতাম। তো ভাই ইন্টারনেটে এত শত এসব চটি সাইট আছে তা বাদ দিয়ে সামুর কথা কেন মনে হলো আপনার? কেউ কেউ জুতা সহ মাইনাস দিতে চাচ্ছেন। আমি জুতার মান সম্মান নষ্ট করলাম না। হাজার হোক আমাদের পায়েই তো দেই! তাই ঝাড়ু সহ মাইনাস উপহার রইল আপনার জন্য।
৫।বাংলাদেশে বিনোদনের ব্যাপক অভাব! এই অভাব পুরনোর জন্য আমি আগে মাঝে মাঝে আমার বড় ছেলের সাথে মিস্টার বিন দেখতাম। ভালোই লাগত। তবে ইদানিং এই অভাব আর বোধ করি না। সকাল বেলা অফিসে এসে বাংলা পত্র পত্রিকা খুললেই বাংলাদেশের রাজনীতিদের যে ডায়ালগ গুলি পড়ি তাতেই সারা দিনের বিনোদন হয়ে যায়। যেমন ধরেন না এই ডায়ালগ টা, "বিএনপির কর্মীরা রানা প্লাজা ধাক্কা দিয়েছে বলেই রানা প্লাজা ধ্বসে পড়েছে"। এরপর আর সারা দিন বিনোদনের কোন দরকার আছে? অফিসে এসেই প্রথমে আমি সারা দিনের বিনোদনের ব্যবস্থা করি, তারপর না কাজ। মন ভালো থাকলে কাজেও মন আসে!
৬। বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে আমার ব্যাপক কৌতুহল। আমি নিশ্চিত সারা বিশ্ব খুঁজেও আপনি এরকম একটা মার্কেট পাবেন না। সবাই এখানে সব কিছু বোঝে। ফেসবুক খুলে দেখেন না? শত শত হাজার হাজার অ্যাডমিন প্রতিদিন আপনাকে ফ্রি ফ্রি শেয়ারের নাম সাজেস্ট করছে। বলেন কোথায় পাবেন এত মানব দরদী জনহিতকর কাজ। সবাই আপনার ভালো চায়। তবে এত ভাল কাজ গুলির মাঝে লোকজন কিভাবে যে ফুতুর হয়ে যায় সেটা ভৌতিক কান্ড। কি নাই এখানে? পুলিশ থেকে শুরু করে গন আন্দোলন, গন অনশন, আদর করে ডেকে এনে মুঁলি বাশ দেয়া, ১০ টাকার জিনিস ৫০০ টাকা করে আম পাবলিক কে হারিকেন দিয়ে ধরিয়ে দেয়া, অর্থ মন্ত্রী থেকে প্রধান মন্ত্রী সবই আছে এখানে। একবার ঢুকবেন তো সারা জীবন আর বের হতে পারবেন না, থুক্কু পারবেন তবে ইয়ে মানে ঘটি বাটি সব রেখে আসত হবে। ১৯৯৬ বা ২০১০ যারা দেখেছেন তারা আরো ভালো বলতে পারবেন। একটা এনালগ আরেকটা ডিজিটাল। বোতল একই তবে মাঝে মাঝে পানি টা পাল্টে দেয় এই আর কি! তবে আমার ব্যক্তিগত ধারনা এজন্য বিএনপি দায়ী। কারন সবসময় বিএনপি বিরোধীদলে থাকলেই এই সব ঘটনা ঘটে।
৭। ফেসবুক আর এর স্ট্যাটাস নিয়ে আমি আরো বড় বিপদে আছি। ফেসবুক দিয়ে আসলে কি করব সেটা আজও বুঝলাম না। অতি সম্প্রতি ফেসবুকে আমার এক যন্ত্র প্রকৌশলী বান্ধবী শাক রান্না করতে যেয়ে ভূলে পাঁচফোরন দিয়ে যে কি বিশাল বিপদ সৃষ্টি করছিলেন তা পড়ার পর এখন থেকে প্রতিবার শাক খাবার সময় পাঁচফোরন আছে নাকি সেটা চেক করে নেই। খাবার মুখে দেবার আগের একটা চেকলিস্ট বানাবো নাকি ভাবছি? আশা করছি খুব শিগগিরি ফেসবুকে এটা পেয়ে যাবো। ফেসবুকে সব কিছু পাওয়া যায়। কি নাই এটাতে? কিছুদিন আগে এক নাতির দাদাকে কবরে শোয়ানোর আগে দাদার সাথে শেষ সেলফি দেখে আমি মুগ্ধ। মার্ক জুকারবাগের ইমেইল আড্রেস টা অনেক খুঁজেছি। পাইনি দেখে পাঠাতে পারিনি, সেজন্য আমি এই জাতীর পক্ষ থেকে অতিশয় লজ্জিত। ভাবছি কবে আজরাঈলের সাথে এদের শেষ ষ্ট্যাটাস টা দেখতে পাবো। কয়েক দিন আগে আমার এক ডাক্তার খালু শ্বশুর ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন। আমার বাসায় বেড়াতে আসার পর উনি যখন বললেন উনার সহ পরিবারে কারো ফেসবুক একাউন্ট নেই, আমি তো আমি আমার ৭ বছরের ছেলে পর্যন্ত অবাক। বলে কি? আমরা ফেসবুক আর এর স্ট্যাটাস নিয়ে যে কি পরিমান ক্রেজি তার একটা নমুনা নীচে দিলাম।
বর্তমান এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে আমার মতো একজন অতি তুচ্ছ আমজনতা কি ভাবে আর মন কি চায় সেটাই তুলে ধরার এক ক্ষুদ্র প্রচেষ্টা। পুরো লেখাটাই আমার ব্যক্তিগত মতামত। কারো সাথে বা মতামতের সাথে মিলে গেলে আমি দায়ী না। পরিস্থিতি দায়ী। একদিন ভাবলাম হুট করে যা মনে আসে সেগুলি এক জায়গায় লিখে রাখলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে সেটাই করে যাচ্ছি। নীচের লেখাগুলি সেখান থেকেই কপি পেষ্ট। নিজের জীবনের কাছ থেকে যে ঘটনা গুলি দেখে মনের মধ্যে প্রতিক্রিয়া তৈরী হয়েছে সেগুলি ধারাবাহিক ভাবে তুলে ধরে যাব যদি সময় ও সুযোগ থাকে। এই এক্সপেরিমেন্টের এটাই প্রথম পোষ্ট। সহ ব্লগারদের প্রতিক্রিয়া দেখে পরের টা দিব নাকি চিন্তা করবো! এরকম লেখার আমার অভাব নেই। আমার মাথায় সারাক্ষনই এরকম উল্টা পাল্টা লেখা ঘুরে............
বিশেষ দ্রষ্টব্য: আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। এটাও সেরকম একটা চেষ্টা। সহ এক ব্লগার ভাইয়ের স্টাইল টা ভালই লাগে। এই লেখার সব দায়দায়িত্ব আমার আর কারও ভাল লাগলে ধন্যবাদ টা তাকে দিবেন।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
নীল আকাশ বলেছেন: আপনাকে আমার ব্লগে প্রথম আসার জন্য সু স্বাগতম।
আমি অতি ত্যাক্ত বিরক্ত হয়ে ফেসবুক ব্যবহার করা বন্ধ করেছি। ষ্ট্যাটাস দেয়ার তো প্রশ্নই উঠে না।
"কিন্তু আদতে আমার মনে হয়েছে যে ফেসবুক সৃষ্টিশীলতা ধ্বংস করে।" - আমার ৭ নম্বর এর শানে নযুল।
আমরা লেবু টিপে টিপে তিতা করা ছাড়া আর কিছু পারিনা।
লেখাটা কনটিনিউ করবো নাকি সেটা জানাতে ভূলবেন না।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
ভাবুক কবি বলেছেন: অভিজ্ঞতার আলোকে যে লেখা লিখিয়াছেন তা নিতান্তই সত্য। মাঝে মাঝে তাই নিজেকেই গুলিয়েই ফেলি। তবুও নিজে নিজে মাঝে মাঝে আবোলতাবোলও লিখি। বেশ ভালো লিখেছেন ভ্রাতা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০
নীল আকাশ বলেছেন: আপনাকে আমার ব্লগে প্রথম আসার জন্য সু স্বাগতম।
"তবুও নিজে নিজে মাঝে মাঝে আবোলতাবোলও লিখি।" - সুকুমারের আবোলতাবোলও কিন্তু দারুন জনপ্রিয়। লেখা বন্ধ করবেন না। কে জানে হয়তও এর চাইতেও ভালো কিছু তৈরী হতে পারে!
"বেশ ভালো লিখেছেন ভ্রাতা।" - যদিও লজ্জ নারীর ভূষন, আপনার কথা শুনে আমার একটূ একটু লজ্জা লাগছে।
লেখাটা কনটিনিউ করবো নাকি সেটা জানাতে ভূলবেন না।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২
নীল আকাশ বলেছেন: আপনার মন্তব্য শুনে আমি নতুন করে লেখার অনুপ্ররনা পেলাম।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
এ.এস বাশার বলেছেন: বেশ শিক্ষনীয়......
হলুদ গোলাপের শুভেচ্ছা নিবেন,,,,
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
নীল আকাশ বলেছেন: লেখাটা কনটিনিউ করবো নাকি সেটা জানাতে ভূলবেন না।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
এ.এস বাশার বলেছেন: গোলাপ দিতে ভুলে গেছিলাম....
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
নীল আকাশ বলেছেন: কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সেটার ভাষা হারিয়ে ফেলেছি।
নিন আমার নিজের গাছের নিজের ফুটান গোলাপ।
লেখাটা কনটিনিউ করবো নাকি সেটা জানাতে ভূলবেন না।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বটে বটে ...
এ দর্শন তো কেবল চক্ষু মেলীয়া হয় নাই সাথে তৃতীয় নয়নও সংযুক্ত দেখীতে পাইতেছি।
যারপর নাই মজাদার লেখা হইয়াছে।
ভাল লাগল
+++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
নীল আকাশ বলেছেন: এতক্ষন পরে আসলেন? আপনাদের জন্যই তো এতক্ষন অপেক্ষা করছিলাম।
"এ দর্শন তো কেবল চক্ষু মেলীয়া হয় নাই সাথে তৃতীয় নয়নও সংযুক্ত দেখীতে পাইতেছি।" - দিন দুনিয়া যে ভাবে যে দিকে যাচ্ছে তাতে খুব শিগ্রি ছয় নয়ন লাগালেও সব কিছু দেখে শেষ করতে পারবো না।
"ভাল লাগল +++" - আপনার মত এক জন সিনিয়র ব্লগারের কাছ থেকে এটা পাওয়া বিশাল ব্যাপার। ধন্যবাদ আপনাকে।
"যারপর নাই মজাদার লেখা হইয়াছে।" - ইনসাল্লাহ আপনার এই লাইন আমার পরের পর্ব লেখার অনুপ্ররণা হয়ে থাকবে।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
কামরুননাহার কলি বলেছেন: লেখাটি ভালো, তবে কিছু হিজিবিজিও আছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
নীল আকাশ বলেছেন: হিজিবিজিও টাই আসল মজা। তৃতীয় নয়ন দিয়ে দেখা চেষ্টা করুন। ঝাপসা দৃশ্য গুলি আরো পরিষ্কার হয়ে যাবে। প্রতিটা পয়েন্টের একটা করে শানে নযুল আছে যেটা আমি পাঠকদের কাছে পৌছাতে চেয়েছি।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: ১। এ যুগের ডিজুস ছেলে মেয়েদের জ্ঞান বুদ্ধি খুব কম। সব চেয়ে বেশি কম হলো তাদের লজ্জা।
২। শুনলে অবাক হবেন বিউটি পার্লার গুলো মাসে কোটি টাকার উপরে ইনকাম করে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
নীল আকাশ বলেছেন: অবশেষে রাজীব ভাই এলেন। পুরো লেখার প্লান টা এসেছে আপনার লেখা দেখে। সুতরাং প্রথমেই আপনাকে একাট দারুন আইডিয়া বের করার জন্য ধন্যবাদ।
"১। এ যুগের ডিজুস ছেলে মেয়েদের জ্ঞান বুদ্ধি খুব কম। সব চেয়ে বেশি কম হলো তাদের লজ্জা।" - ছেলে হোক বা মেয়ে এরা সেই রকম বেহায়া হয়। এদের কর্মকান্ড দেখলে আমার নিজেরই লজ্জা লাগে।
"২। শুনলে অবাক হবেন বিউটি পার্লার গুলো মাসে কোটি টাকার উপরে ইনকাম করে।" - অনুনপোযোগী এই খাতে আপনার আমার কষ্ট করে যোগার করা টাকা গুলি যায়। কি বিচিত্র সেলুকাস!
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
কাওসার চৌধুরী বলেছেন:
আমাদের চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আপনার চমৎকার বিশ্লেষণ; নিজের অভিজ্ঞতা থেকে হলেও এগুলো চরম সত্য৷সবচেয়ে ভাল লেগেছে (৩) ও (৭)৷বাকিগুলোও দারুণ +++
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
নীল আকাশ বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: আমাদের চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আপনার চমৎকার বিশ্লেষণ; নিজের অভিজ্ঞতা থেকে হলেও এগুলো চরম সত্য৷সবচেয়ে ভাল লেগেছে (৩) ও (৭)৷বাকিগুলোও দারুণ ++
চমৎকার একটা বিশ্লেষন ধর্মী মন্তব্য করার জন্য আপনাকে প্রথমেই রক্তিম শুভেচ্ছা। আসলে সম সাময়িক ঘটনা নিয়ে আমাদের লেখা উচিৎ। সমাজ কোন দিকে যাচ্ছে এটা আপনি আমি কোনভাবেই ইগনোর করতে পারি না। কাউকে না কাউকে লিখতেই হবে! আপনার মত এক জন সিনিয়র ব্লগারের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি এটা পাওয়া বিশাল ব্যাপার। আপনাদের মন্তব্য আমার জন্য সিরিজের নতুন পর্বের পাথেও হয়ে থাকবে
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বেশ কিছু চমৎকার বিশ্লেষণ।
ভাল লাগল.........
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
নীল আকাশ বলেছেন: আমার জন্য পুরানো লেখায় এসে কষ্ট করে এসে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি মন্তব্য জানতে চেয়েছেন। আমি তার উত্তরে বলবো প্রেম করিনি বিয়েও করিনি।।।
মনে হয় বেচে গেছি। তবে এই সুখ কতদিন টিকে থাকবে কে জানে।
আর শেয়ার মার্কেটে আমার বাবা ধরা খেয়েছিল। কয়দিন খুব টেনশন ছিলো।
পরে কাটিয়ে উঠেছে।।।
জীবন টা যুদ্ধ ক্ষেত্র মনে হয় মাঝে মাঝে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
নীল আকাশ বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি মন্তব্য জানতে চেয়েছেন। আমি তার উত্তরে বলবো প্রেম করিনি বিয়েও করিনি।।।
মনে হয় বেচে গেছি। তবে এই সুখ কতদিন টিকে থাকবে কে জানে। আর শেয়ার মার্কেটে আমার বাবা ধরা খেয়েছিল। কয়দিন খুব টেনশন ছিলো। পরে কাটিয়ে উঠেছে।।। জীবন টা যুদ্ধ ক্ষেত্র মনে হয় মাঝে মাঝে।
জীবনটা অবশ্যই যুদ্ধ ক্ষেত্র। এই যুদ্ধ ক্ষেত্রে জীবন আমাদের একটাই, তাই সবচেয়ে সুন্দর করে বাঁচার চেষ্টা করুন। ভনিতা, ইতরামী আর দূর্নীতি থেকে যত দুরে থাকবেন, নিজে বাঁচবেন দেশ বাঁচবে।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
ফয়সাল সোহাগ বলেছেন: অনেক চমৎকার বিশ্লেষণ!
ভালোলাগা +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
নীল আকাশ বলেছেন: আমার জন্য পুরানো লেখায় এসে কষ্ট করে এসে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ব্লগে সব সময় পড়ার জন্য আমন্ত্রন রইল।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ফেসবুক আর ইউটিউব ব্যাবহারে বাংলাদেশের অবস্থান কতো ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
নীল আকাশ বলেছেন: আমার জন্য পুরানো লেখায় এসে কষ্ট করে এসে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ফেসবুক আর ইউটিউব ব্যাবহারে বাংলাদেশের অবস্থান কতো ?
জানি না, জানার রুচিও নেই। লেবু টিপে অলরেডি তিতা করে ফেলেছে বাংলাদেশের লোকজন।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: পড়িয়া মজা পাইলাম, আমোদিতও হইলাম। পিৎজা খাওয়ার ছবিটা চমৎকার ছিল। আপনি গোল চিন্হ দিয়ে দেখিয়ে না দিলে বুঝতেই পারতামনা পিৎজা কী জিনিস। চমৎকার লেখা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
নীল আকাশ বলেছেন: বাকপ্রবাস বলেছেন: পড়িয়া মজা পাইলাম, আমোদিতও হইলাম। -
আপনাদের বিনোদনের জন্যই লেখা তবে হিজিবিজিও টাই আসল মজা। তৃতীয় নয়ন দিয়ে দেখা চেষ্টা করুন। ঝাপসা দৃশ্য গুলি আরো পরিষ্কার হয়ে যাবে। প্রতিটা পয়েন্টের একটা করে শানে নযুল আছে যেটা আমি পাঠকদের কাছে পৌছাতে চেয়েছি।
বাকপ্রবাস বলেছেন: পিৎজা খাওয়ার ছবিটা চমৎকার ছিল। আপনি গোল চিন্হ দিয়ে দেখিয়ে না দিলে বুঝতেই পারতামনা পিৎজা কী জিনিস। চমৎকার লেখা।
দিন রাত আমরা সবাই ফেসবুকে এই রকম পিৎজাই খাচ্ছি এবং খেয়ে খেয়ে নিদারুন ষ্টাটাস দিয়ে যাচ্ছি।
১৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
আখেনাটেন বলেছেন: সমাজের অনেকগুলো দুষ্টুক্ষত তুলে ধরেছেন।
এরকম লেখাতে আমার মনে হয় একটি দুটি নির্দিষ্ট জিনিসের প্রতি ফোকাস করা বেটার। সেক্ষেত্রে পাঠক খেই হারিয়ে ফেলে না। এবং নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায় মসৃনভাবে।
আরো লিখুন এইরকম করে। ভালো হয়েছে।
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১
নীল আকাশ বলেছেন: সমাজের অনেকগুলো দুষ্টুক্ষত তুলে ধরেছেন। - আসল কথা টা বলেছেন। আমি এটাই চেয়েছিলাম।
এরকম লেখাতে আমার মনে হয় একটি দুটি নির্দিষ্ট জিনিসের প্রতি ফোকাস করা বেটার। সেক্ষেত্রে পাঠক খেই হারিয়ে ফেলে না। এবং নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায় মসৃনভাবে। - পরের বার দেখি কি করা যায়! পরামর্শের জন্য ধন্যবাদ!
আরো লিখুন এইরকম করে। ভালো হয়েছে। যা, ব্লগের স্যাটায়ারের সব চেয়ে ভালো লেখক যখন বলেছেন, মনে শান্তি পেলাম। কষ্টা টা কাজে লেগেছে.........
শুভ কামনা রইল........।
নীল আকাশ ।
১৬| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০
আরোহী আশা বলেছেন: মজা আর মজা...................
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
নীল আকাশ বলেছেন: আপনি এখানেও মজা পেয়েছেন! দেখে ভালো লাগলো।
২য় পর্ব অর্ধেক লিখে রেখে দিয়েছি। আলসেমির জন্য শেষ করা হয় না........
এত দিন পরে ফিরে আসার জন্য আবারো ধন্যবাদ।
শুভ কামনা রইল।!
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
পদ্মপুকুর বলেছেন: আপনার বর্ণনাভঙ্গি ভালো। বিষয়বিন্যাসও ভালো লেগেছে।
একটা বিষয়, আমি নিজেও ফেসবুক ডিঅ্যাকটিভেট করেছি তিন বছরের বেশি হয়ে গেছে। স্ট্যাটাস নিয়ে বাঙালির ক্রেজতো আছেন, কিন্তু আদতে আমার মনে হয়েছে যে ফেসবুক সৃষ্টিশীলতা ধ্বংস করে।
ভালো থাকবেন। শুভ ব্লগিং।