নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
ব্লগের নির্বাচিত পোস্টগুলি মাঝে মাঝে খুলে পড়ি।
আজকে সকালবেলা নির্বাচিত পোস্টের পাতা খুলে পড়তে যেয়ে একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকল না।
একটা পোস্ট নির্বাচিত পোষ্ট হবার জন্য আসলে কী কী প্রয়োজন? এর সিলেকশন ক্রাইটেরিয়া কি?
আমার লাস্ট ৩টা পোষ্টের স্ট্যাটাস উপরে দিলাম। এর একটাও নির্বাচিত পোস্টে আসে নি। কী আশ্চর্য্য? কেন আসলো না?
কারনটা আমি ব্লগের মডারেটর, সিনিয়র ব্লগারস এবং সহ ব্লগারদের কাছে জানতে চাই।
আমার বাসর রাত আর শবনমের প্রায়শ্চিত্ত গল্পটা কী এখানে আসার উপযুক্ত নয়? আপনাদের কাছে মতামত চাই!
আমার প্রশ্নের সদোত্তর না পাওয়া পর্যন্ত নতুন লেখা দেয়া ঠিক হবে কিনা সেটা ভেবে দেখার বিষয়!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
নীল আকাশ বলেছেন: আমি তো সেটা জানতে চাচ্ছি? সম্পাদকের পছন্দের ক্রাইটেরিয়া কি? কি বিষয়ের উপর বিবেচনা করে সেটা নির্বাচিত পোষ্টে দেয়া হয়।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীলআকাভাই,
বিষয়টি সম্পূর্ণভাবে মডুদের বিবেচনাধীন। এমনভাবে বিষয়টি না দেখাই কাম্য বলে আমার ধারনা। পাশাপাশি একথা বলবো নিজের লেখার মান আরও বাড়িয়ে পোস্ট দিন, মডিরা নিশ্চয় একদিন বিবেচনা করবেন। ♥♥
দ্রোহ কাউকে পরিপূর্ণতা দেয়। নির্বাচিত না হওয়ার যদি ক্ষোভ থাকে তাহলে আমরা আগামীতে আরও ভালো পোস্টে পাওয়ার আশাকরি ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
নীল আকাশ বলেছেন: বড় ভাই, আমি কি জন্য প্রশ্ন তুলেছি সেটা নিশ্চই বুঝতে পারছেন? নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ার ও করি না।
নির্বাচিত পোষ্টে একটু ঘুরে আসুন। কয়েক দিন দেখুন। তখন বুঝবেন কেন বলেছি?
ভালো থাকবেন, সব সময়।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
পদ্মপুকুর বলেছেন: বিষয়টা এত গুরুত্বের সাথে নেবেন না। ভালো লাগা এবং সৌন্দর্যের ব্যাপারটা যেমন আপেক্ষিক, সম্পাদকের বিবেচনা বিষয়টাও আপেক্ষিক হওয়াটাই স্বাভাবিক। আমার গত বিশটি লেখার বৃহত্তর অংশই নির্বাচিত পাতায় গেছে, অথচ আমার কাছে সবচে ভালো যে লেখাটা, সেটাই যায়নি।
তাই এসব নিয়ে ভাববেন না। লিখতে থাকুন। সম্পাদক যখন ভালো মনে করবে, নির্বাচিত পাতায় নাবে। আর পদাতিক চৌধুরীতো খুব সুন্দর করে বলেছেনই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
নীল আকাশ বলেছেন: আপনি আমার প্রশ্নের কিছু ভালো উত্তর দিয়েছেন, সেজন্য ধন্যবাদ।
আমার ব্লগে নিয়মিত পড়ার আমন্ত্রন রেখে গেলাম।
ভালো থাকবেন, সব সময়।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
বাকপ্রবাস বলেছেন: ক) অভিমান রাখবেননা। ব্লগ বা সম্পাদক মহোদয়দের হয়তো সীমবদ্ধতা আছে, আবার হয়তো এমন কিছু বিষয় আছে তারা যে মাপকাঠি দিয়ে বিবেচনা করেন সেই মাপকাঠিতে সব লেখা আসেনা। আপনার মতো আমারও ভাবনার উদ্রেক হয়েছিল নির্বাচিত পাতায় কোন লেখা আসবে কিংবা আসবেনা।
খ) কোন লেখাগুলো আসে সেটা আমি অবজার্ভ করেছে এবং ৭০ ভাগ যোগ্য লেখাই আসে বলে আমার মনে হয়। কিছু লেখা নির্বাচিত হয় কিন্তু ব্লগ বিচারে আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয় সেটা হলো নিম্নরূপ :
১) চলমান বিষয় : যেমন খেলা বা এই জাতীয় অন্য নিউজগুলো। ব্লগ সাধারণত শিল্পসাহিত্য সম্পর্কিত বিষয়, খেলার বিষয় বিশেষ পাতায় আসতে পারে যতি তা খেলা সম্পর্কে তাত্তিক বা বিশেষ কোন লেখা হয়। কিন্তু চলমান বিষয় বিচারে হালকা লেখাও স্থান দখল করে নেয়।
২) প্রকৃতির ছবি: এটা অবধারিত যে প্রকৃতির ছবি পোষ্ট দিলে এবং তার সাথে কিছু কথা জুড়িয়ে দিলে তা বিশেষ পাতায় স্থান দখল করে নেয়। মাঝে মাঝে বিশেষ পাতায় রাখা যায় কিন্ত দেখা যায় হরদম এই জাতীয় পোষ্ট বিশেষ জায়গা দখল করে রাখে।
৩) বিশেষ ব্লগার : কিছু ব্লগার আছে যারা শ্রদ্ধেয় এবং প্রবীণ। তারা এখন অনিয়মিত। তারা যদি হঠাৎ করে আসে এবং সাধারণ একটা পোষ্ট দেয় সেটাও বিশেষ পাতায় আসে। এ ব্যাপারে আমার কোন রাগ বিরাগ নেই, কেননা ব্লগ গড়ে উঠার ব্যাপারে তাদের অবদান আছে সেই সুবাদে আর তারা যাতে ব্লগে নিয়মিত থাকেন হয়তো তায় বিশেষ পাতায় দিয়ে তাদের একটু তাড়না দেয়া নিয়মিত হবার জন্য।
গ) আমি তায় বিশেষ পাতার চাইতে আমি যাদের অনুসরণ করি সেটা ফলো করা শুরু করেছি, কারণ বিশেষ পাতার প্রতি আমার অনাগ্র সৃষ্টি হয়েছে। আমি যাদের অনুসরণ করছি তারাই হয়ে উঠছে আমার বিশেষ পাতা। তায় ব্লগের বিশেষ পাতা নিয়ে আমার আর মাথা ব্যাথা নেই।
ঘ) ব্লগের সাথে অভিমান করে আপানার কোন কাজেই আসবেনা, বরং আপনার আরো ক্ষতি হবে। এখন যে আপনি ভাল লিখছেন সেটা আমরা পড়ে কমেন্ট করছি বলে ভুলগুলো শুধরে নিচ্ছেন, নতুন লেখার তাগাদা পাচ্ছেন। ব্লগ থেকে সরে গেলে আমি নিশ্চিত আপনার লেখার সংখ্যা ও মান কমে যাবে। তার চাইতে ব্লগে থাকুন, হাসিখুশি থাকুন আর বিশেষ পাতাটা নিজেই বানিয়ে নিন নিজের জন্য যদি ব্লগেরটা ভাল না লাগে।
ঙ) আমি অনেকদিন ধরে ভাবছিলাম কবে স্থান পাব বিশেষ পাতায়, অবশেসে সেদিন একটা স্থান পেয়ে গেল। ভালই লাগল। তবে সেই লেখার চাইতে আরো বেশী কমেন্ট ওয়ালা পোষ্ট আমার ছিল, সেই লেখার চাইতে নিজের কাছে ভাল লাগার আরো পোষ্ট ছিল, কিন্তু সেটা যে সবার ভাল লাগেব বা মডারেটরের বিবেচনায় স্থান পাবে তাতো নয়।
-
ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
নীল আকাশ বলেছেন: আমার প্রিয় মানুষটা এসে সত্যি সত্যি আমার অভিমান টা ভেঙে দিল।
ঠিক আছে।
এসব নিয়ে আর প্রশ্ন করব না তবে আমি বিশ্বাষ করি আমার প্রশ্নের অবশ্যিই কারন আছে।
ধন্যবাদ।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
উদাসী স্বপ্ন বলেছেন: আমার লাস্ট ১০ টা পোস্টের কোনোটাই নির্বাচিত পাতায় যায় নাই। আবার আমার এমন পোস্ট নির্বাচিত পাতায় ছিলো যেটা আমি মুছে ফেলার জন্য লিখেছিলাম। বুঝতে হবে যে হিক্কমা সমৃদ্ধ লেখাই নির্বাচিত পাতায় যায়। আপনার হিক্কমা নাই। মডুদের ওপর তোয়াক্কল রাখুন। তখনই হিক্কমা অর্জিত হবে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
নীল আকাশ বলেছেন: উদাসী স্বপ্ন ভাই, আমার ব্লগে স্বাগতম। প্রথম আসলেন মনে হয়? ভালো লাগলো আপনাকে দেখে.......
আপনার হিক্কমা আর তোয়াক্কল এর শানে নযুল টাই জানতে চাচ্ছিলাম। মনের গিট্টু কিছুতেই খুলছে না...........
ধন্যবাদ আর মাঝে মাঝে এসে ঘুরে যাবেন।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
চাঁদগাজী বলেছেন:
'নির্বাচিত পোষ্ট' মেন্যুটি আমি ক্লিক করিনা বললেই চলে; আজকে আপনার পোষ্ট পড়ে, ক্লিক করলাম।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
নীল আকাশ বলেছেন: সেটাই আমি বলেছি.......ওখানে কি এমন রসগোল্লা আছে যার রস সবাই দিতে পারে না?
ওখানে যে সব রস দেখেছি তাতে আমার ঐ রস দেবার সাধ মিটে গেছে..........
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: এর মানে হইলো হিক্কমা তখনই আসবে যখন আপনি তোয়াক্কল করবেন আর তার জন্য চাই বিশ্বাস। এটা ইসলামের শিক্ষা। আমি সেই শিক্ষাটা ব্লগে বাইপাস করছি আর মডুরে বসাইছি ঈশ্বরের আসনে।
সমস্যা হলো একেশ্বরবাদ ধর্ম গুলো আমার কাছে ডাহা মিথ্যা মনে হয় আর আমার মধ্যে তোয়াক্কল ব্যাপারটা কখনই ছিলো না। যেমন ধরো তক্তা মারো পেড়েক। তাই আমার হিক্কমা নাই। মাঝে মাঝে ঝড়ে বক মরলে পোস্ট নির্বাচিত পাতায় যায় এটাই বুঝাইতে চাইছি। ব্যাক্তিগত ভাবে এটা নিয়া হাউকাউ করা আদেকলার লক্ষ্মন কিন্তু দোষের নয়। কারন বহু পুরোনো অনেক ব্লগার এমনকি বই লেখক অথবা সাবেক মডুরাও তাদের পোস্ট নির্বাচিত পাতায় না গেলে কান্নাকাটি করছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
নীল আকাশ বলেছেন: আপনার মতো একজন সিনিয়র ব্লগার যেখানে ফেল, সেখানে আমি তো কচু পাতার পানি! ছাই পাশ আর মাথায় ই আনবো না.......
আমার অনুরোধে যে আবার এসেছেন দেখে কৃতগ্গতা রইল।
আমার লেখা গুলি কেমন হচ্ছে এটা মুল্যায়ন করার অনুরোধ রইল।
ধর্ম একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে ইচ্ছা মানবে, যে ইচ্ছা মানবে না সেটা নিয়ে হাউকাউ করা উচিত না।
ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
নীল আকাশ বলেছেন: আমার লাস্ট ২ টা গল্পে হিক্কমা আর তোয়াক্কল যে কোন জায়গায় নেই সেটা প্রথমে হাতে হারিকেন, ম্যাগনিফাইং গ্লাস ও পরে আমার দুরবীন দিয়েও খুজে পাইনি। সে জন্যই এই পোষ্ট!
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
শিমুল_মাহমুদ বলেছেন: এটা সম্পুর্ন মডুদের ইচ্ছার উপর নির্ভর করে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ
জি, এটা আমি জানি তবে মডুদের পছন্দের ক্রাইটেরিয়া কি? কি বিষয়ের উপর বিবেচনা করে সেটা নির্বাচিত পোষ্টে দেয়া হয় সেটা জানতে চাচ্ছি!
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
ফেনা বলেছেন: নির্বাচিত অংশে এমন অনেক লেখা নির্বাচিত করা হয় যা আসলে আমি মাঝে মাঝে মডুদের মান নিয়ে সন্দেহে পড়ে যাই। তার পরও কর্তারা যা বলেন তা মান্য করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
নীল আকাশ বলেছেন: ফেনা ভাই, এই আপনি লাইনে এসেছেন..........
আমি সে জন্যই পোষ্ট টা দিয়েছি । আমি জানি পোষ্ট টা আমি দিয়েছি তবে সেটা অনেকেরই সেটা প্রশ্ন!
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: আমারও একই প্রশ্ন । তবে আমার লেখা নির্বাচিত পাতায় না গেলেও দুঃখ নেই, আমার সহব্লগাররা আমাকে ভালোবাসলেই আমি বেশী হ্যাপি মডুরা শুধু সামুতে লেখার সুযোগ টুকু দিলেই খুশী আমি চাঁদগাজী সাহেবের মত আমিও তো নির্বাচিত পোস্টে ক্লিক করিই না । ভাবিও না ওসব নিয়ে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
নীল আকাশ বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন: আমারও একই প্রশ্ন । তবে আমার লেখা নির্বাচিত পাতায় না গেলেও দুঃখ নেই, আমার সহব্লগাররা আমাকে ভালোবাসলেই আমি বেশী হ্যাপি মডুরা শুধু সামুতে লেখার সুযোগ টুকু দিলেই খুশী আমি চাঁদগাজী সাহেবের মত আমিও তো নির্বাচিত পোস্টে ক্লিক করিই না । ভাবিও না ওসব নিয়ে |
আপনি ও চলে এসেছেন, যাক ভালোই হলো। আমি কি জন্য প্রশ্নটা তুলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন? নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি ঘোড়ার আন্ডা রাধবো?
ওখানে কি এমন রসগোল্লা আছে যার রস সবাই দিতে পারে না? ওখানে যে সব রস দেখেছি তাতে আমার ঐ রস দেবার সাধ মিটে গেছে..........
আমার লাস্ট ২ টা গল্পে উদাসী স্বপ্ন ভাইয়ের হিক্কমা আর তোয়াক্কল যে কোন জায়গায় নেই, সেটা প্রথমে হাতে হারিকেন, ম্যাগনিফাইং গ্লাস ও পরে আমার দুরবীন দিয়েও খুঁজে পাইনি। সে জন্যই এই পোষ্ট!
হ্যাপি ব্লগিং!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
নীল আকাশ বলেছেন: শবনমের প্রথম পর্বের প্রথম অংশ কালকে মনে হয় দিতে পারব। কাছের কিছু প্রিয় ব্লগারদের অনুরোধে ২ ভাগ করছি লেখাটা। পড়ার আমন্ত্রন রেখে গেলাম।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
রাকু হাসান বলেছেন: বাকপ্রবাস ভাই এত সুন্দর করে বলার পর আসলে বলার তেমন কিছু থাকে না ।
এখানে অনেকগুলো বিষয় কাজ করে অনেকগুলো বললেন বাকপ্রবাস ভাই! নির্বাচিত পাতায় বৈচিত্র আনতেও নিশ্চয় কাজ করে থাকে মডুরা । মনে করুন আপনি গল্প পোস্ট করলেন এবং সেটা ভালো । কিন্তু দেখা গেল আপনার গল্পের আগে আরেকটি গল্প েঐ দিন ই স্থান পেয়েছে । তখন আবার আরেকটি গল্প নির্বাচিত পাতায় নিতে পারে না । কেননা মডুরা নির্বাচিত পাতার একটু বৈচিত্র আনতে বন্ধপরিকর । আমার মতামত নীল ভাই
লিখুন ভাই ,সেটা ব্যাপার না যদিও ,তবে অবশ্যই লেখক হিসাবে সম্মানের । তবে আস্থা হারালে চলবে না । সব আক্ষেপ গুছে যাবে ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
নীল আকাশ বলেছেন: রাকু ভাই, আমার কোন আক্ষেপ নেই। আমি কি জন্য প্রশ্নটা তুলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন? নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি করব?
ওখানে কি এমন রসগোল্লা আছে যার রস সবাই দিতে পারে না? ওখানে যে সব রস দেখেছি তাতে আমার ঐ রস দেবার সাধ মিটে গেছে..........
হ্যাপি ব্লগিং!
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আলোচিত/নির্বাচিত ব্লগের পোস্টগুলো
সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের
ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর
স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
নীল আকাশ বলেছেন: উপরে আমার ছবি গুলি দেখেছেন? আমার পোষ্ট গুলি পড়েছেন? আমার মনে হয় না!
সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দেরভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। - এটা নিয়ে আমার কিন্তু আছে। এটা হলে আমার ৩ টা পোস্টই ওখানে থাকত। কত জন পড়েছে আর মন্তব্য করেছে সেটা দেখুন।
আমি কোন আন্দাজে পোস্ট দেই নি।
ভালো থাকুন।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
স্বপ্নডানা১২৩ বলেছেন: ৮০ ভাগ নিরপেক্ষ। কিছুক্ষেত্রে পক্ষপাতিত্ব হয় বলে মনে হয়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
নীল আকাশ বলেছেন: আমার লাস্ট ২ টা গল্পে উদাসী স্বপ্ন ভাইয়ের হিক্কমা আর তোয়াক্কল যে কোন জায়গায় নেই, সেটা প্রথমে হাতে হারিকেন, ম্যাগনিফাইং গ্লাস ও পরে আমার দুরবীন দিয়েও খুঁজে পাইনি। সে জন্যই এই পোষ্ট!
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: আমার কোনো পোষ্ট কি নির্বাচিত পাতায় গেছে? জানবো কিভাবে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
নীল আকাশ বলেছেন: আসার জন্য ধন্যবাদ।
নির্বাচিত পোষ্ট' মেন্যুটি তে ক্লিক করুন।
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নির্বাচিত পোষ্ট হবার জন্য কি কি প্রয়োজন?
এর সঠিক জবাব মডুরাই দিতে পারবে। তবে সামু থেকে এমন পোস্ট দিতে নিরুৎসাহিত করা হয়।
আপনাকে দেব বলে সেই দুপুরে একটা মন্তব্য টাইপ করেছিলুম। নীচে ওটা পাঠিয়ে দিলুম...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
নীল আকাশ বলেছেন: বাসায় এখন, গোছল আর নাস্তা করে আপনার উত্তর দেব।অপেক্ষা করুন।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার বাসর রাত আর শবনম গল্প টা কি এখানে(নির্বাচিত পোস্ট) আসার উপযুক্ত নয়? আপনাদের কাছে মতামত চাই!
আপনার লেখার মান ভালো। মডুরা ভালোভাবে একবার পড়লেই সিট পেয়ে যাবেন।
শুনতে খারাপ লাগলেও সত্যি যে, নির্বাচিত লেখকের পোস্ট(২-১অখাদ্য লেখাও থাকে) নির্বাচিত পেজে স্থান পাচ্ছে। অথচ অনেক ভালো লেখা অবহেলিত থেকে যাচ্ছে।
সামুর ব্লগারেরাও সস্তা-চটকদার পোস্টে ভুরি ভুরি মন্তব্য করে, অথচ অনেক সলিড পোস্ট অবেহেলিত! এসবের অবস্য অনেক কারণ আছে। আমি নিজেও সব পোস্ট পড়ি না/মন্তব্য করি না। তবে ভালো লেখার মূল্যায়ন হোক, এটা চাই। মানুষ হিসেবে সবার কিছু সীবাদ্ধতা থাকে। সবার কাছে সব লেখা ভালো নাও লাগতে পারে। মডুরা তো মানুষ নাকি?? বিনে পয়সায় ওরা আর কত বনের মহিষ পালন করবে/তাড়াবে??
নির্বাচিত অংশে যেতে আপনার এত হাউকাউ কীসের? লিখছেন, লিখে যান। লাইক, কমেন্ট, প্রচার; ওসবের আশা ছাড়াই লিখতে থাকুন।
পুনশ্চঃ
নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি করব?
(এটা আমি জানি। এটা জানার জন্যই মন্তব্যটা পরে দিলুম)
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
নীল আকাশ বলেছেন: আপনার লেখার মান ভালো। মডুরা ভালোভাবে একবার পড়লেই সিট পেয়ে যাবেন। - সারা দিনের সব কষ্ট ভুলে গেলাম। আর কিছু লাগবে না।
যা বলেছেন আপনি তাতে আর কি বলব? আমি তো আগেই বলেছি নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি করব? তবে আজকে কিছু লেখা সেখানে দেখেছি যে টা দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারি নি।
সবার জন্য বলছি, শবনমের প্রথম পর্বের প্রথম অংশ কালকে মনে হয় দিতে পারব। কাছের কিছু প্রিয় ব্লগারদের অনুরোধে ২ ভাগ করছি লেখাটা। পড়ার আমন্ত্রন রেখে গেলাম।
ধন্যবাদ।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০
মেহেদী হাসান হাসিব বলেছেন: মডারেটরের বিষয়। তারা লেখার মান বিবেচনা করেই নির্বাচিত পোস্টে পাঠান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৪
নীল আকাশ বলেছেন: আগে উপরের সব মন্তব্য পড়ে আসুন। নতুন করে একই কথা বলতে ইচ্ছে করছে না।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আমার পোস্ট কখনোই নির্বাচিত কলামে আসেনি।
জানি না কি তার ক্রাইটেরিয়া।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
নীল আকাশ বলেছেন: আপনার মতো আমারো জানতে ইচ্ছে করছে কি তার ক্রাইটেরিয়া?
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
নীলপরি বলেছেন: এই প্রশ্নের উত্তর আমিও জানিনা । বিচারকদের পছন্দটাই বোধহয় শেষকথা । আসলে ঐ পাতাটা দেখাই হয় না ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১
নীল আকাশ বলেছেন: আপনার মতো আমিও উত্তর টা জানিনা। সেটাি জানতে চেয়েছি।
নীলপরি, আপনাকে আমার নীল পরী ও একটা ভীতু ছেলে গল্পটা পড়ার আমন্ত্রন রইল।
ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
আরজু পনি বলেছেন: নিজের লেখা নির্বাচিত পাতায় যায় না, যায়নি। এই অভিমানে অনেকেই ব্লগ ছেড়েছেন। আশাকরি এমন অভিমান থেকে নিজেকে মুক্ত রাখবেন।
যদি ব্লগকে ভালোবাসেন, যদি কিছুটা বেশি সময় ব্লগে দিতে পারেন তবে একটা পরামর্শ দিব।
ব্লগে যতদুর জানি মডারেটর একজন। এই একজনের পক্ষে এতো এতো পোস্ট থেকে নির্বাচিত পাতায় যাওয়ার মতো কিছু পোস্ট মিস হতেই পারে। মানুষতো।
সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যেই পোস্টগুলো নির্বাচিত পাতায় যাওয়ার মতো ছিল কিন্তু যায়নি তেমন পোস্টগুলোর একটা সংকলন করতে পারেন। এতে নির্বাচিত পাতায় না আসা ভালো লেখাগুলো আরো বেশি পাঠকের দৃষ্টিগোচর হবে।
আমি একটা সময় এসব নিয়ে কাজ করেছি। এতে অনেক ভালো লেখককে খুঁজে পাবেন। আর অবশ্যই সহব্লগারদের সহযোগিতা পাবেন নিশ্চিত।
সিদ্ধান্ত আপনার। আমি শুধু অভিজ্ঞতা বিনিময় করলাম।
শুভকামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
নীল আকাশ বলেছেন: নিজের লেখা নির্বাচিত পাতায় যায় না, যায়নি। এই অভিমানে অনেকেই ব্লগ ছেড়েছেন। আশাকরি এমন অভিমান থেকে নিজেকে মুক্ত রাখবেন।
আপু, আপনি এসেছেন! না, আমি কোন অভিমান করিনি। শুধু জানতে চেয়েছি আসলে কিসের ভিত্তিতে সেগুলি সিলেক্ট করা হয়? আমার লেখায় কি কি আমি মিস করেছি সেটা জানতে চেয়েছি। আমি বিশ্বাস করি লেখায় সব সময় ডেভলপ করা যায়। সেজন্যই এই পোষ্ট।
যদি ব্লগকে ভালোবাসেন, যদি কিছুটা বেশি সময় ব্লগে দিতে পারেন তবে একটা পরামর্শ দিব।
ব্লগে যতদুর জানি মডারেটর একজন। এই একজনের পক্ষে এতো এতো পোস্ট থেকে নির্বাচিত পাতায় যাওয়ার মতো কিছু পোস্ট মিস হতেই পারে। মানুষতো। সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যেই পোস্টগুলো নির্বাচিত পাতায় যাওয়ার মতো ছিল কিন্তু যায়নি তেমন পোস্টগুলোর একটা সংকলন করতে পারেন। এতে নির্বাচিত পাতায় না আসা ভালো লেখাগুলো আরো বেশি পাঠকের দৃষ্টিগোচর হবে। আমি একটা সময় এসব নিয়ে কাজ করেছি। এতে অনেক ভালো লেখককে খুঁজে পাবেন। আর অবশ্যই সহব্লগারদের সহযোগিতা পাবেন নিশ্চিত।
বুদ্ধি টা ভালো দিয়েছেন। ব্লগকে অবশ্যি ভালোবাসি, সে জন্যই তো এখানে এসেছি। দেখি ফাঁকা সময় হাতে পেলে আপনার ইচ্ছেটা কাজে লাগাবো।
পরিশেষে, আবারো বলতে চাই, অভিমান আমি করিনি তার প্রমান, আজকেই আমি শবনম সিরিজের নতুন একটা লেখা দিয়েছি। আশা করছি সবাই কে সেখানে পাবো।
ধন্যবাদ সামু, ধন্যবাদ সবাই কে আমার পাশে থাকা জন্য।
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
আবু মুহাম্মদ বলেছেন: আমি ভাল ভাল পোস্ট করার পরও দীর্ঘ ৮ মাস ৩ সপ্তাহ পর আমার লেখা প্রথম পাতায় এসেছে। তাও ইমেল করার পর। তবে তারপর একটা পোস্ট নির্বাচিত পাতায়ও এসেছে। তবে এসব ভেবে কখনো লিখিনি। তবে নির্বাচিত পাতায় আসলে স্বাভাবিকই একটু ভাল লাগে এই আর কি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
নীল আকাশ বলেছেন: যা বলেছেন আপনি তাতে আর কি বলব? আমি তো আগেই বলেছি নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি করব? তবে আজকে কিছু লেখা সেখানে দেখেছি যে টা দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারি নি।
ধন্যবাদ সবাই কে আমার পাশে থাকা জন্য।
২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
সুমন কর বলেছেন: ব্লগার বাকপ্রবাস সব বলে দিয়েছেন। পড়ুন, লিখতে থাকুন এবং অন্যদের পোস্টে মন্তব্য করতে থাকুন। ব্লগ ভালো লাগবে।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
নীল আকাশ বলেছেন: পড়ুন, লিখতে থাকুন এবং অন্যদের পোস্টে মন্তব্য করতে থাকুন। ব্লগ ভালো লাগবে।
সুমন কর, সবই ঠিক আছে। আমার এসব নিয়ে সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি পাইনি ।
সামু তে একটা বেহেস্ত খানা আছে যেখানে সবাই যেতে পারে না। কিভাবে এই বেহেস্ত খানা যাওয়া যায় তার একটা তরীকা খুজছিলাম।
ভালো থাকবেন।
২৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমার কোন লিখা কখনো নির্বাচিত পাতায় স্থান পায়নি
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
নীল আকাশ বলেছেন: একই এলাকার (চিটাগং এক্সপ্রেস) লোক যখন তখন আমার সাথে এই আন্দোলনে ঝাপিয়ে পড়ুন।
২৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
চিটাগং এক্সপ্রেস বলেছেন: সব পোস্ট সরিয়ে নিয়েছি। আপনারা চালিয়ে যান । আপনাদের জন্য শুভকামনা
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
নীল আকাশ বলেছেন: সামু তে একটা বেহেস্ত খানা আছে যেখানে সবাই যেতে পারে না। কিভাবে এই বেহেস্ত খানা যাওয়া যায় তার একটা তরীকা খুজছিলাম। মনে হচ্ছে তরীকা না পেয়ে মন খারাপ করেছেন। উপরে আরজু আপুর পোষ্ট টা পড়ে আসুন। মন খারাপ করে লাভ নেই, পুরো দেশ টাই নষ্ট হয়ে গেছে, সামু তার ব্যাতিক্রম হবে কেন?
ভালো থাকবেন।
২৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগকে ভালোবেসে ব্লগীং করুন নির্বাচিত পাতাকে নয়।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
নীল আকাশ বলেছেন: আপনার এই ডায়ালগ আমি উপরে সবার কাছ থেকেই পেয়েছি, তারপরও আপনাকে ধন্যবাদ আপনাকে। আশা করি আমার ক্ষোভ কোথায় সেটা বুঝতে পেরেছেন? আপনার মতো একজন সিনিয়র ব্লগার সেটা না বুঝার কথা নয়।
ভালো থাকবেন।
২৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
আখেনাটেন বলেছেন: উপরের বাকপ্রবাস ও অারজু পনি'পা ভালো লিখেছেন।
এই লেখাটির মন্তব্যগুলো পড়ুন। অামার মনে হয় কিছুটা পরিষ্কার হবে।
আমার কয়েকটি বেশ পরিশ্রমের লেখা একসময় নির্বাচিত না হওয়ায় বেশ বিরক্ত হয়েছিলাম। পরে জানতে পারি তা যে কোনোভাবেই হোক মডুদের চোখ এড়িয়ে গেছে। পরে উনারা সেটার জন্য দুঃখও প্রকাশ করেছেন। এক্ষেত্রে মডুদের আপনি শতভাগ অনেস্ট বলতে পারেন। হয়ত অাপনার লেখাও কোনো কারণে চোখে পড়ে নি বা লেখার কোনো অংশ মডুদের মনঃপুত নাও হতে পারে। (হতে পারে পুলিশের গালাগালিটা লেখাটাকে নির্বাচিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে কিংবা মুমু তথা মেয়েদেরকে দোষী মনে হতে পারে 'বাসর রাত' গল্পটিতে যা মডুকে ...। এগুলো স্রেফ আমার ধারণা।)
আপনার লেখা বেশ ভালো। শীঘ্রই আপনার লেখা সেখানে দেখবেন আশা করি।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১
নীল আকাশ বলেছেন: রাতের বেলা ঘুমানোর আগে আপনি আমার মনটা ভালো করে দিলেন।
নতুন করে আর কি বলব? আমি তো আগেই বলেছি নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি করব?
তারপর ও আপনি এসে যেভাবে বলেছেন তাতে আপনাকে ধন্যবাদ, ভাই।
হতে পারে পুলিশের গালাগালিটা লেখাটাকে নির্বাচিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে কিংবা মুমু তথা মেয়েদেরকে দোষী মনে হতে পারে 'বাসর রাত' গল্পটিতে যা মডুকে ...। এগুলো স্রেফ আমার ধারণা।)
আপনার লেখা বেশ ভালো। শীঘ্রই আপনার লেখা সেখানে দেখবেন আশা করি। - এর অর্থ হল আপনি আমার লেখা ভালো ভাবেই পড়ে মন্তব্য করেছেন। খুব ভালো লাগলো আপনাকে আমার সাথে পেয়ে। আশা করি সব সময় আমার সাথে থাকবেন।
শুভ কামনা রইল, শুভ রাত্রি।
২৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নির্বাচিত পাতায় অবশ্যই একদিন না একদিন যাবে আপনার লেখা।
আমার কয়েকটা লিখা নির্বাচিত পাতায় গিয়েছে আবার যেটা আশা করেছি সেটা যায়নি।
মডুর মন বলে কথা।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
নীল আকাশ বলেছেন: অলরেডি চলে গেছে বেশ কয়েকটা..........
এটা খুব কনফিউজিং
সব চেয়ে বড় কথা, কা_ভা ভাইয়ের পছন্দ হতে হবে..........। উনার পছন্দ একটু ডিফারেন্ট টাইপের।
সেখানে এমন অনেক লেখা পাবেন যে গুলিতে ৫ বা ৬ টা মন্তব্যও পড়ে নি, হা হা......
সাধে কি এমন পোষ্ট দিয়েছি তবে আমি এখন অনেক খুশি। আমার লেখা এখন বেশ ভালো পরিমানে পড়া হয়।
আসলে আমার মনে হয়, লেখা যদি ভালো হয় তাহলে পাঠকের অভাব হবে না........
আমার এখনও মনে আছে প্রথম গল্প দেবার সময় মন দুরু দুরু করছিল ভয়ে, কেউ যদি না পড়ে.......
আপনার স্মৃতি নিয়ে কবিতা টা বেশ ভালো লেগেছে ।
ভালো থাকুন আর সব সময় কাছাকাছি থাকবেন।
শুভ কামনা রইল!
২৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
করুণাধারা বলেছেন: আমিও দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছি..........................
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
নীল আকাশ বলেছেন: আপু, আমার এত পুরানো পোষ্টে চলে এসেছেন?? আমি তো হতবাক!
আমি এই প্রশ্নের উত্তর আজও খুঁজছি। আমার হিট হওয়া কোন গল্পই এখানে আসেনি আবার স্মৃতি নিয়ে কবিতা টা পোষ্ট দেবার ৫ মিনিটের মাথায় দেখি নির্বাচিত কলামে.......। কা_ভা ভাই পড়ার সাথে সাথেই লাইক দিয়ে সোজা পাঠিয়ে দিয়েছে...
সবচেয়ে বড় কথা, কা_ভা ভাইয়ের পছন্দ হতে হবে..........। উনার পছন্দ একটু ডিফারেন্ট টাইপের।
সেখানে এমন অনেক লেখা পাবেন যে গুলিতে ৫ বা ৬ টা মন্তব্যও পড়ে নি, হা হা......
সাধে কি এমন পোষ্ট দিয়েছি?
মাঝে মাঝে এমন নতুন ব্লগারদের পোষ্ট দেখবেন যে রাগে...........হয়ত এটাই তার ৩ নাম্বার লেখা...
উপরে বাকপ্রবাস ভাই কিছুটা ব্যাখ্যা করেছেন উনি কি চান......
আরজু আপুও এসে সান্তনা দিয়ে গেছেন.......
আমি তো আগেই বলেছি নির্বাচিত পোষ্টে থাকা না থাকা তে আমার কিচ্ছু যায় আসে না। এসবের আমি কেয়ারও করি না। আপনারা থাকতে নির্বাচিত পোষ্ট দিয়ে আমি কি করব?
ভালো থাকবেন আপু, সব সময়। কালকে একটা পোষ্ট দিব ভাবছি.....
শুভ কামনা রইল!
২৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ভাল থাকুন।
করুণাধারা-উত্তর পেয়ে গেছেন নিশ্চয়।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপু কে আলাদা উত্তর দিয়েছি। উনি আমার খুব কাছের একজন প্রিয় মানুষ।
৩০| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮
সেজুতি_শিপু বলেছেন: একই প্রশ্ন !! যাক শান্তনা শান্তনা।
০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
নীল আকাশ বলেছেন: আমার সাজেশন হলো, সময় নিয়ে খুব ভালো একটা পোস্ট দিন যেন কোনভাবে একবার মডারেটস এর চোখে পরেন। একজনের পক্ষে সারা ব্লগের সবার পোস্ট খুটিয়ে খুটিয়ে পড়া আসলেও সম্ভব না। একবার যদি উনার মনে হয় এ ব্লগার ভালো লেখে তাহলে নাম দেখলেই পোস্ট অন্তত সামান্য হলেও পড়ে দেখবে।
আরেকটা পন্থা হলো আলোচিত পাতায় আসা। এটা অটোমেটিক লাইক এবং মন্তব্যের উপর নির্ভর করে চলে যায়। আমার আজকের কবিতাটা দেখুন, এটা কি নির্বাচিত পোস্টে যাওয়া উচিৎ নয়? কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই!
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
ওমেরা বলেছেন:
কেন আপনি এটা দেখেন না এটা ? আপনার লিখা ভাল হলেই তো হবে না সেটা সম্পাদকের পছন্দ হতে হবে ।