নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ফাইল ছবি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে বিএমডব্লিউ গাড়ি দেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রোববার তাকে এই বিলাসবহুল গাড়ি দেয়া হলো।
ঢাকা মেট্রো ভ-১১-১৯৬৬ নম্বর প্লেটের গাড়িটি সিইসির কাছে হস্তান্তর করেন সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পরিবহন পুল থেকে প্রধান নির্বাচন কমিশনারের ব্যবহারের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি পাঠানো হয়। পরিবহন কমিশনার গাড়িটি হস্তান্তর করেন।
সূত্র জানায়, সিইসির বর্তমানে একটি জিপ ও একটি প্রাইভেটকার রয়েছে। দুটি সরকারি গাড়ি থাকার পরও গত বছর নতুন একটি গাড়ি চান সিইসি। তাই তাকে এই বিলাসবহুল গাড়িটি দেয়া হলো।
সূত্র: আজকের দৈনিক যুগান্তর, ১৫-১০-২১৮
আমি সামু ব্লগের সকল পাঠক এবং সহ ব্লগার দের সুচিন্তিত মতামত আশা করছি!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর, ২০১৮
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩
নীল আকাশ বলেছেন: আমিও ভাই ভেবে শেষ করতে না পেরে আপনাদের কাছে চলে এসেছি!
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪
কে ত ন বলেছেন: যেভাবে উনি পা চাটা কুকুরের মত সরকারের পদলেহন করে চলেছেন, তাতে গাড়ি কেন, বিলাসবহুল বাড়ি, রিসোর্ট, ইয়ট, হেলিকপ্টার, বিমান দিলেও তো সরকারের দায় শোধ হবেনা।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
নীল আকাশ বলেছেন: আমি ভাই ব্লগের কিছু হাম্বা লীগের মতামত চাচ্ছিলাম। কিছু দিন ধরে সামু তে এরা পোস্টু পর পোস্টু দিয়ে দিয়ে ভরিয়ে ফেলেছিল। কোথায় এখন এরা?
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
তারেক_মাহমুদ বলেছেন: প্রধান নির্বাচন কমিশনার দেশের খুবই গুরুত্বপুর্ণ পদ তিনি এমন একটি গাড়ী পেতেই পারেন এতে আশ্চার্য হওয়ার কি আছে?
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
নীল আকাশ বলেছেন: ভালোই বলেছেন!
একটা বোয়িং কিনে দিলে কেমন হয়?
প্রধান নির্বাচন কমিশনার দেশের খুবই গুরুত্বপুর্ণ পদ যেহেতু আছেন? কি বলেন?
৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪
সাইন বোর্ড বলেছেন: গামলা উপুড় হলে জুতা উপহার পেতেও সময় লাগবে না ।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯
নীল আকাশ বলেছেন: সময়ই বলে দেবে কি আসলে ওনার প্রাপ্য!
৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: নির্বাচনের পরে আরও পাবেন।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০
নীল আকাশ বলেছেন: এটা ওনার পারফোরমেন্সের উপর নির্ভর করবে!
৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো হইসে, কাকায় ফ্রিতে একটা বি এম ডাব্লিউ পাইলেন
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮
নীল আকাশ বলেছেন: ইস, এরকম যদি আফনার কাকা হইতে পারতাম?
৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ঢাবিয়ান বলেছেন: কেমন ধারার নির্বাচন হবে সেইটার আভাস দিল সরকার।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭
নীল আকাশ বলেছেন: কি যে বলেন? দেশে পৃথিবীর মধ্য সব চেয়ে নিদারুন ধারার নির্বাচন হব। অপেক্ষায় থাকুন।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৯
অক্পটে বলেছেন: এই কমিশনের আমলে সব নির্বাচন ভাল ফল এনেছে। আমাদের সৎ সরকার সৎ মানুষ পছন্দ করেন। পরবর্তী নির্বাচন কেমন হবে এটা জেনেই এই উপহার।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯
নীল আকাশ বলেছেন: আপনার মন্তব্য পড়ে কি যে হলো, একসাথে মাথায় এত রকম ভাবনা চলে এলো যে, কেমন অসুস্থ বোধ করছি। ছি... ই......ছি!
কিছহু মনে করবেন না.......
৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৫
শুভবাদী রোদ বলেছেন: আমি কিছু বলতে চাই, কিন্তু তবুও আমি কিছু বলতে চাই না।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১
নীল আকাশ বলেছেন: আর, আমিও ভাই ভেবে শেষ করতে না পেরে আপনাদের কাছে চলে এসেছি!
১০| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভারতের ক্ষেত্রে যেমন হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার টি এন শেষন ক্ষমতায় আসার পর অত্যন্ত কড়া পদক্ষেপে নির্বাচন সম্পন্ন করেছিলেন। নির্বাচন কমিশন যে স্বশাসিত একটি সংস্বা সেটা উনি প্রমান করেছিলেন। পরে পশ্চিমবঙ্গে মীরা পান্ডে বলে আরেকজন রাজ্য নির্বাচন কমিশনারকে দেখেছি যারা নিজেদের ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছিলেন। তুলে ধরেছিলেন নিজেদের মেরুদণ্ড ।
কাজেই সরকার কাকে কি দিচ্ছে বড় কথা নয়, দরকার মেরুদণ্ডের। বাকিটা সময় বলবে।
আপনি পদাতিক চৌধুরি বলে কাউকে চেনেন? সে আপনাকে পাওয়ার জন্য চাতকের মত বসে আছে। হা হা হা।
শুভকামনা জানবেন ।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
নীল আকাশ বলেছেন: আপনি পদাতিক চৌধুরি বলে কাউকে চেনেন? সে আপনাকে পাওয়ার জন্য চাতকের মত বসে আছে। হা হা হা।
দাদা আমি কমপ্লিট ডুব দিয়েছিলাম কয়েকদিন শবনম কাহিনী - ১ - কুসুম কুসুম প্রেম - শেষ পর্ব শেষ করার জন্য। ভাল একটা ফিনিশ দিতে পেরেছি। মনে চরম শান্তি। এখন হাতে অফুরন্ত সময়। ব্লগে এখন আমার আবার সময় হয়েছে সব ভালো লেখা গুলি পড়ার। আসছি আমি........।
নির্বাচন কমিশনারকে দেখেছি যারা নিজেদের ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছিলেন। তুলে ধরেছিলেন নিজেদের মেরুদণ্ড ।
কাজেই সরকার কাকে কি দিচ্ছে বড় কথা নয়, দরকার মেরুদণ্ডের। বাকিটা সময় বলবে।
এই ধরনের গাড়ি যে নিতে পারে বর্তমান সরকারের কাছ থেকে তার মেরুদণ্ড আছে কিনা তাতে আর কি বলব...........
১১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এটা অতিক্ষুদ্র দান! মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি!..
এমনটাই এখন উনার মনে!
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬
নীল আকাশ বলেছেন: নির্বাচনের পরে আরও পাবেন। তবে সেটা ওনার পারফোরমেন্সের উপর নির্ভর করবে!
১২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬
এ.এস বাশার বলেছেন: সময় কথা বলবে.....জাস্ট ওয়েট এ্যান্ড ওয়াচ.............
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮
নীল আকাশ বলেছেন: ওকে, আই অ্যাম ওয়েটিং...........
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
করুণাধারা বলেছেন: যেই দিন এই তিন কোটি টাকা দামের গাড়ি দেয়া হলো সেই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছে- চরম দারিদ্রতার কারণে পারিবারিক অশান্তির জন্য! একই দিনে এক মা ঋণের কিস্তি শোধ না করতে পেরে তার পেটে সন্তানকে বিক্রি করে ফেলেছেন......
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
নীল আকাশ বলেছেন: পোষ্ট টা সামুতেই পড়েছি, কি যে খারাপ লেগেছে সেটা বলে বুঝাতে পারব না। বিশ্বাস করুন, সময় এবং ইতিহাস কখন কাউকে ক্ষমা করে না। এই দুই দিনের জীন্দেগি তে মানুষের কত টাকা লাগে, শেষ পর্যন্ত তো লাগবে মাত্র সাড়ে তিন হাত জায়গা!৷
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯
সৈকত জোহা বলেছেন: গাড়ি তো উনাকে একেবারে দেওয়া হয় নাই, যতদিন সরকারী দায়িত্বে থাকবেন ততদিন ব্যবহার করতে পারবেন ।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭
নীল আকাশ বলেছেন: এখানেই তো আসল খেলা । মূলা ঝুলান কাকে বলে বলেন তো?
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১
করুণাধারা বলেছেন: ছি... ই......ছি!
একসাথে মাথায় এত রকম ভাবনা চলে এলো যে, কেমন অসুস্থ বোধ করছি। ছি... ই......ছি!
ইনশাআল্লাহ পরে ভালো মতন মন্তব্য করব।