নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
ছুটিতে ছিলাম। একটু আগে ব্লগে ঢুকে তাজ্জব বনে গেলাম। সাড়ে সবর্নাশ! ব্লগে ঢুকে দেখি, ব্লগে মহা মহা কবির আবির্ভাব ঘটেছে! এক কবিতা লিখে ২৬টা লাইক! এত দিন উনি কোথায় ছিলেন? আসমানে নাকি পাতালে!
রহস্যময় আয়না কবিতা তে ২৬টা লাইক পড়েছে। এই লাইক দিয়েছে কারা আমি জানতে চাই! এত দিন ব্লগিং করলাম কিন্তু বেশ কয়েকটা নাম তো মনে হয় আজকেই প্রথম শুনলাম! ঘটনা কি?
লিংক দিলাম Click This Link
কবিতা পড়ে তো মনে হলো এই মহা কবি আমার সর্টকাট তরীকা# ০৪ - ওরফে কবি ওরফে ঝোলা পাঞ্জাবি তরীকা। ঠ্যাঠ্যা করে মুখস্ত করে কবিতা লিখতে বসেছে!
ব্লগে কি মহা কবির আবির্ভাব হলো নাকি?
ব্লগের কেউ কি এসব দেখার নেই!
--------------------------------------------------------------------
আপডেট আপডেট আপডেট
মহা কবি এবার মহা গল্পকার হবার পথে হাঁটতে শুরু করেছেন।
গল্পের নামে এক চিঠি লিখে..........
ওমেরা আপু ছাড়া বাকি গুলিকে জানতে মন চায়?
পরী তো দেখি আরও আসা শুরু করছে..............
সামু তো দেখি পরী আষ্তানা হয়ে যাচ্ছে.........
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
নীল আকাশ বলেছেন: আমি জানি কিন্তু সবাই কে তো জানতে হবে কি ঘটছে!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা লিখতে পারছি না আজকাল। এত এত কবি দেখে মনে হচ্ছে আমি না লিখলেও চলবে। আমাকে আর বাংলা কবিতাকে উদ্ধারের গুরুভার নিতে হবে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
নীল আকাশ বলেছেন: দাদা আমার ব্লগে কবিতা লেখার সখ মিটে গেছে! কবিতা লেখার চেয়ে বরং গুলিস্থানের গোলাপ শাহ মাজারের সামনে যেয়ে ঝালমুড়ি বিক্রি করি। হাতে অন্ততঃ টুপাইস আসবে....
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: যতো দোষ নন্দ ঘোষ - আপনি সব দোষের কান্ডারী এখন ভান্ডারী সামলান - আমি বলেছিলাম “পরী ব্লগ” পরীর আছর সামলান।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
নীল আকাশ বলেছেন: আছর যে কবিতা পর্যন্ত আসবে চিন্তা করি নি!
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
এস এম মামুন অর রশীদ বলেছেন: ব্লগের বর্তমান নীতিমালা ভঙ্গ না করলে বহু লাইক, মাল্টি নিক এসবে আসলে পদক্ষেপ নেয়ার কিছু নেই। তবে নীতিমালা হালনাগাদ করার দাবি উত্থাপন করা যায়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
নীল আকাশ বলেছেন: এ কেমনতর নীতিমালা? এই ধরনের জঘন্য অপকর্ম করবে আর কেউ কিছু বলবে না!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০
শায়মা বলেছেন: বাহ অনেক দিন কবিতা কম কম আসছিলো ! এবার আর চিন্তা নেই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
নীল আকাশ বলেছেন: আপু, আপনাকে কথা দিয়েছিলাম আপনার বই কিনব। আজকে চট্টগ্রাম থেকে ঢাকার বইমেলায় যেয়ে কংংকাবতী কিনেছি কিন্তু লেখাঝোকা পেলাম না। এখনও বলে আসেনি। আপনার জন্য কিছুক্ষন অপেক্ষা করেছিলাম। নীলসাধু দার সাথে কথা বলে চলে এসেছি। আপনার ভাবীকে নিয়ে গিয়েছিলাম। অটোগ্রাফ টা মিস করলাম!
দেখা হলে ভালোই হতো, প্রিয় আপুটার কাছ থেকেই বইটা নিতে পারতাম!
ধন্যবাদ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
শায়মা বলেছেন: ভাইয়া!!!
তুমি কি তবে প্রথম ক্রেতা!!!!!!!!!!!
আজই বিকালে বইটা মেলায় গেছে!!!!!!
প্রথম ক্রেতা হিসাবে তোমাকে অবশ্যই একটা কিনলে আরও তিনটা ফ্রি নিতেই হবে!!!!!!!
মানে আমি আমার বাকী বইগুলো তোমাকে পাঠাতে চাই .....
[email protected]
এই মেইলে তোমার এ্যাড্রেস পাঠাও ভাইয়া.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
নীল আকাশ বলেছেন: আজকে দুপুরে ছবি সহ পাঠিয়ে দেব।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
নীল আকাশ বলেছেন: আপু,
ছবি পাঠিয়ে দিয়েছি আপনার দেয়া ইমেইলে..........
কষ্ট করে চেক করে দেখুন পেয়েছেন কিনা!
ধন্যবাদ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
মুক্তা নীল বলেছেন: ভাই, এ রকমকি আগেও হয়েছিল? যদি না হয় তাহলেতো আপনাকেই পরী সাধনায় পরীকে ফেরৎ পাঠাতে হবে।
নীল আকাশে... নীলআকাশ ভাই পরী পাঠিয়ে দিবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
নীল আকাশ বলেছেন: আপু আমি না পাঠালে সবাই মিলে আমাকেই নীল আকাশে পাঠিয়ে দেবে...........
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: কিছু বলা যাবে না, তা নয়। এই যেমন আপনি বলছেন। তবে এই ফেনোমেনন সামুতে নতুন কিছু নয়। কিন্তু তা দূর করতে হবে নিয়মানুগভাবে। আর দায়িত্ব মূলত সামুর উপরই বর্তায়, নির্ভর করে এর সদিচ্ছার উপর, কারণ ঐ যে বললাম, ফেনোমেননটি নতুন নয়, এক যুগেরও অধিককাল পুরোনো, হিট প্রণোদিত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
নীল আকাশ বলেছেন: আমি জানি। এদের দৃস্টি আকর্শনের জন্যই এই পোস্ট দিয়েছি।
কেন এত দিন ধরে সামান্য একটা সমস্যা সমাধান করছে না..............
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
শায়মা বলেছেন: ভাইয়া আমার কঙ্কাবতীকে আমি সশরীরে বা ফোটোতে কোনোটাতেই দেখিনি এখনও। নীলভাইয়াকে ছবি তুলে পাঠাতে বলেছি। ভাইয়া এখনও মেসেজ দেখেনি। তুমি আমাকে একটা বই এর ছবি দেখাও ভাইয়া! কষ্ট করো আমার জন্য! আমার বই আকারে এটা দেখতে বড়ই ইচ্ছা হচ্ছে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০২
নীল আকাশ বলেছেন: আপু, গতকাল সারা রাতে ঢাকা থেকে চিটাগাং এসেছি।
আমি এখন অফিসে, দুপুরে বাসায় যেয়ে ছবি তুলে আপনাকে এইখানেই দিয়ে দিচ্ছি। এই অল্প সময়টা আমাকে দিন, প্লীজ।
প্রিয় আপুর আব্দার আমি রাখবো না তা কি হয়?
খোদ চিটাগং থেকে ঢাকায় যেয়ে কিনে আনলাম আমি আর একট ছবি দিতে পারবো না তা কি হয়?
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫
নজসু বলেছেন:
চুপি চুপি একটা কথা বলি আপনাকে।
কাউকে বলবেন না।
আসলে ঐ কবিতায় কে কে লাইক দিয়েছেন, সেটা দেখতে গিয়ে আমি ভুলে লাইক দিয়ে ফেলেছি।
তবে ঐ কবিতা কিন্তু মন্দ হয়নি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
নীল আকাশ বলেছেন: নির্ঘাত আপনাকে পরীতে আছর করেছে...............
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
স্বাভাবিকভাবে নতুন ব্লগারদের ব্লগবাড়িতে আমরা মিষ্টিকুমড়া, মিষ্টিআলু উত্যাদি মিষ্টান্ন সামগ্রী নিয়ে যাই। তাদেরকে মিষ্টির আঁটায় আটকে রাখতে চাই। কিন্তু এই মহা কবির (!) জায়গায় দেখলাম তার উলটো, উনিই বরং আমাদেরকে কাঁঠালের আঁটা দিয়ে আঁটকে রাখতে চাইলেন
কী তাজ্জুব ব্যাপারস্যাপার (!)
উনি ব্লগকে জোরপূর্বক হেচবুকে রুপান্তর করার চেষ্টা করেছেন মনে হচ্ছে। জানপ্রাণ উজাড় করে লাইকের সংখ্যা বাড়ালেন। উনি জানেন না যে, একজন সাধারণ ব্লগারও লাইক দেয়ার চেয়ে কবিতায় মুগ্ধ হওয়াকে প্রথমে গুরুত্ব দেন, প্রথমে কবিতায় অনুভূতি প্রকাশের শৈল্পিকতাকে বুঝতে চেষ্টা করেন। দু'আ করি, ব্লগ মোডারেট যেন উনাকে একটা তাবিজ (!)
দেয়।
হাবিব ভাইকে দেখলাম এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করলেন, কিন্তু উনার নিজের লেখার দিকে সেই সুবলাগারদের সুদৃষ্টি পড়তে দেখে আমি একটু নিমকি মার্কা হাসার চেষ্টা করে ব্যর্থ হলুম।
যাই হোক, আশাকরি মডারেটর তাদের লাঠিসোঁটা নিয়ে এদেরকে বাড়ি খেদানোর চেষ্টা করবেন, না হয় কোন লাল তাবিজ(!) এই সুবোধদের নসিবে লটকে দিবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
নীল আকাশ বলেছেন: তাজুল ভাই,
এই পরীর রাজা দলবল নিয়ে না আবার আমার ব্লগ বাড়িতে হানা দেয়? এমনিতেই আমার মোহনরাজ ফেইল্টু মারছে। এতগুলি পরী এসে হাজির হলে নির্ঘাত আপনার ভাবি আমাকে বাসায় তালা মেরে আটকে রাখবে! শেষমেষ আমার ব্লগে আসা বন্ধ হয়ে যাবে...................
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
হাবিব বলেছেন: সব কিছুর মূলে আছেন আপনি! আপনার গল্পের জন্যই এতো এতো পরীর আগমন ব্লগে ঘটেছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯
নীল আকাশ বলেছেন: কত কষ্ট করে এদের ব্লগে আমি আনলাম আর লাইক দিল যেয়ে আরেক জায়গায়! নিজের ঘরের ভাসুর রেখে পাশের বাসার লোকের সাথে ফষ্টিনষ্টি!
নিশ্চিত এি পরীগুলি সবকয়টা ফেসবুকে ডাঃ মিতুর ফলোয়ার!
ইস, এই কয়টা লাইক যদি আমার গল্প গুলিতে পড়ত তাহলে ব্লগের গল্পে রেকর্ড হয়ে যেত! সব শেষমেষ মাথায় বাড়ি যেয়ে পড়ল কিনা আমার! (
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
ল বলেছেন: কবি নয় সে জনৈক রোগী ----------------পরীর আছর সামলান।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০
নীল আকাশ বলেছেন: পরীগুলিকে যদি একবার কাছে পাইতাম!
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
মৃত্যু হবে একদিন বলেছেন: আমার ভাগ্নীর একটা নাম খুজতেছিলাম। বাহ এতো সুন্দর সুন্দর নাম এখান থেক্বে একটা নাম রাখবো। ধন্যবাদ আপনাকে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬
নীল আকাশ বলেছেন: প্রোপিকটাও কঠিন হয়েছে। দিবানিশী সবাইকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে...................
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
নীল আকাশ বলেছেন: দারুন একটা নাম নিয়েছেন। দেখামাত্রই ব্যাপক ভয় পেয়েছি। দাড়ান মন্তব্য করার আগে ছুরা কালাম পড়ে নেই।
আপনি তো ব্লগের সবার বেহেস্ত যাওয়া সহজ করে দিলেন। আপনার এই নাম দেখা মাত্রই সবাই আল্লাহ খোডার নাম মুখে নিবে আর ছোয়াব হাসিল করবে।
দেখুন আবার নাম রাখতে যেয়ে নিশি ফিশি কিছু রাখবেন না। ব্লগে এমনিতেই পরীদের ব্যাপক আনাগুনা শুরু হয়েছে। সংখ্যা আর বাড়ানোর দরকার নেই!
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
নীল আকাশ বলেছেন: ওলাইকম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি আলাইহি।
যাক বাবা, এত সুন্দর করে যখন ছালাম দিলেন তার মানে আপনার উপর কোন আছর ফাছর হয় নি। বাঁচা গেল!
আলহামদুলিল্লাহ!
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: আমি কি বলবো বা কেন এসেছি কিছু মনে করতে পারছিনা ....
এসে দেখলাম শায়মাপু হাজির। ইস! আমার তো আর আপনার মত আপুর বই কেনার সৌভাগ্য নেই। আপনার সাফল্য হৃদয়ে মেখে নিলাম। লেখাজোকা করে কঙ্কাবতী যেন ফুলে ফেপে ওঠে এবং টাকার ভারে আপু যেন হাঁটতে না পারে। মাঝ পথে অবশ্য আমরা দুই ভাই আছি। হে হে হে .....
সামু পরিবারের সকল সৃষ্টির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় নীল আকাশভাইকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
নীল আকাশ বলেছেন: আপুর বই, প্রথম কেনার ব্যাপার হলো - ঝড়ে বগিলা মরে আর ফকিরের কেরামতি বাড়ে..........
লেখাজোকা বইটা কেনার খুব সখ ছিল, দেখতাম কার কার লেখা এসেছে........
@ লেখাজোকা করে কঙ্কাবতী যেন ফুলে ফেপে ওঠে এবং টাকার ভারে আপু যেন হাঁটতে না পারে। - এতে তো বিপদ, এর ফলে শেষমেশ প্রামানিকদা'র চায়না ভাবী হয়ে যাবার সম্ভবনা আছে! আপু আর ব্লগে না এসে সারাদিন সব শপিং মলে ঘুরে বেড়াবে আর বাকি যা সময় থাকবে সেই গুলি পার্লারে!
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩
আখেনাটেন বলেছেন:
মৃত্যু হবে একদিন বলেছেন: আমার ভাগ্নীর একটা নাম খুজতেছিলাম। বাহ এতো সুন্দর সুন্দর নাম এখান থেক্বে একটা নাম রাখবো। ধন্যবাদ আপনাকে -- এটা পড়ে নির্মল একটা হাসি দিলাম বেশ কিছুক্ষণ ধরে। কতভাবেই যে মানুষ কতজনের অজান্তেই উপকার করে? খোদার খেদমতগারের কী কুদরত? হক মওলা!!!!!
আর যাদের ভাগ্নি-ভাতিজি-অনাগত পরীর নাম দরকার, তাহারা এই পোস্ট প্রিয়তে নিয়ে রাখতে পারেন। কবি বিরাট এক উপকার করেছেন ব্লগারদের জন্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
নীল আকাশ বলেছেন: আখেনাটেন ভাই, মৃত্যু হবে একদিন নাম টা ব্যাপক ভয় পেয়েছি। এই নামটা দেখে সেই তখন থেকে দোয়া কালাম পড়ে যাচ্ছি। হঠাৎ মৃত্যু ভয় এসে গেল কিনা!
আজকাল ব্লগে এসেও দোয়া কালাম পড়তে হচ্ছে........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬
নীল আকাশ বলেছেন: মৃত্যু হবে একদিন আপনার জন্য নীচে একটা মন্তব্য দিয়েছেন। পড়ার আমন্ত্রন দিলাম।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১
শায়মা বলেছেন: হা হা হা হা মৃত্যুভাইয়া আর আখেনাটেন ভাইয়া হাসতে হাসতে মরলাম!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯
নীল আকাশ বলেছেন: আপু আপনি হাসছেন? আমি তো এই নাম দেখে ভয়ে আত্মরামা খাঁচা ছাড়া..........
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভাবির মেইলটা আমাদেরকে দিয়েন
ভাবি যদি হিন্দি সিরিয়াল দেখায় অভ্যস্ত না হয়ে থাকে, তবে তাকে আমরা থাকে ম্যানেজ করে নিব
ভয় পাইয়েন না; আমরা আছি আপনার সাথে ____ আমাদের স্পন্সর হরলিক্স
(আপনার তলের বিড়াল রক্ষার দায়িত্ব আমাদের )
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
নীল আকাশ বলেছেন: নারে ভাই, কোন কিছুই লুকাতে পারবেন না। উনিও মাঝে মাঝে ব্লগে এসে পড়ে! আর আমার ব্লগ সব সময় কঠোর নজরদারীতে থাকে! এমনিতেই আমার ব্লগে সবার আনাগোনা বেশী।
এতগুলি পরী সামলাতে হলে আমাকে সুপারম্যান হতে হবে
শেষমেশ বুড়ো হবার আগেই.........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
নীল আকাশ বলেছেন: কোন কিছুই যদি ব্লগে এই সব ঠিক করতে না পারে তবে চিন্তা নাই! আছে....
বিফলে মূল্য ফেরত তরীকা!
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
শায়মা বলেছেন: ছবি পেয়ে গেছি ভাইয়া!!!!!!!
যদিও ছবিতে ঠিকঠাক বুঝা যাচ্ছে না বইটা ঠিকঠাক কেমন দেখতে হয়েছে....
আমি চেয়েছিলাম লালচে.... ছবিতে দেখাচ্ছে কালচে......
যাইহোক তবুও দেখতে পেয়েছি ..... শিপুভাইয়া আর নাহিদ০৯ ভাইয়ার কাছে ......
লাভ ইউ ভাইয়ামনি!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
নীল আকাশ বলেছেন: অসুবিধা নেই আপু, আমি ভালো করে ছবি তুলে পাঠাচ্ছি। আপনার ইমেইলে দিয়ে দিব।
আমি আপনার মনের অনুভূতি কিছুটা হলেও বুঝতে পারছি। আমি আপনার জায়গায় হলে একই কাজ করতাম।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১
শায়মা বলেছেন: হা হা ওকে ভাইয়া ।
আমিও অবশ্য খুব শিঘ্রীই দেখতে পাবো তবে এখনও পাইনি এই যা ....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
নীল আকাশ বলেছেন: ছবি গুলি পছন্দ হয়েছে কিনা জানাবেন!
ধন্যবাদ।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হাহ হাহ হাহ হা হা হা হা হা
অবশেষে আপনি আমাদের খানকাহ্ ওয়ালাদের সাথে কোলাকুলি করিবার জন্য প্রস্তুত হইলেন
হ্যা, যদি ব্লগ মডারেটর কিছু না করে, তবে আমাদের খানকাহের তবারক হেতেগো উপর ছিটাইয়্যা দিমু!
আপনি আবার দরদ দেখাইতে গিয়ে খাওয়াইয়া দিয়েন না! যদি ঐ জাতি আমাদের তবারক মুখে নেয় তবে তারা ধবংস হয়ে যাবে নিশ্চিত
আজ আখেনাটেন নামের এক মুরিদ খানকাহে আসছিলেন, আমাদের খানকাহের সাথে সম্পৃক্ত এক একজন মুরিদ যে কত বড় আগুনের গুলা সেটা ঐ জাতি জানে না(!) উনি খানকাহে আইসা মিলাদের জন্য প্রার্থনা করতে না করতেই মিলাদ নিজে এসে হাজির
(মুরিদের থালা থেকে গোপনে আপনার জন্য সামান্য মিষ্টান্ন রেখেছিলুম, খেয়ে নেন!
কেউ দেখে ফেললে বলবেন, জিলাপির রসে ক'বালতি জল মিশ্রণ করা হয়েছে সেটা টেস্ট করতেই আপনি মুখে নিয়েছেন )
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
নীল আকাশ বলেছেন: এত রস আপনার ভিতরে থাকে কিভাবে বলুন তো!
পাক্কা ২ মিনিট হেসেছি।
কি করব বলুন? মডারেটর রা যদি কিছু করতে নাই পারে? তাহলে যেন অন্তত এই সোলাইমানি কিতাবের সাহায্য নেয়!
আপনার খানকাহ্ ওয়ালার সাথে আজকাল তো দেখি সব রাঘব বোয়ালরাই দেখা করছে..........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন: জিলাপী কড়া করে মিষ্টি! পানি দিয়েছি কিনা জানিনা তবে স্যাকারিন দিয়েছে কনর্ফাম!
সারা দিনের জন্য মুখটা মিষ্টি করে দিলেন!
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
রাকিব আর পি এম সি বলেছেন: মনে হয় ভালবাসা দিবসকে সামনে রেখে ব্লগে পরীদের এই অানাগোনা! হাহাহা...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
নীল আকাশ বলেছেন: কিন্তু এই হুর পরীরা বড়ই স্বার্থপর! মাত্র একটা ব্লগেই ঘুরাঘুরি করে!
বলুন, কত কষ্ট করে এইগুলিকে ব্লগে নিয়ে আসলাম আমি আর এখন আমাকেই চেনেনা!
এটা কোন কথা হলো!
ওঝা লাগবে ওঝা!
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭
হাবিব বলেছেন: কালকে বই মেলায় গিয়ে শায়মা আপুর বই কিনেছেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
নীল আকাশ বলেছেন: জী!
ছবি দিলাম নীচে......
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের পরী শায়মাপু.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
নীল আকাশ বলেছেন: নারে ভাই, আপু এখন লেখক পরী আপু। বইটা আজকে থেকে পড়তে বসব বাসায় যেয়ে.........
গর্ধবটা তো এখনো পোস্ট দিয়েই যাচ্ছে। আরও কিছু পরী আমদানী করেছে.......
মন্তব্যে যেয়ে ঝাড়ি মেরে এসেছি।
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: গর্ধবের গুলো তো আমদানি করা ময়দা সুন্দরী
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১
নীল আকাশ বলেছেন: যে কিউট কিউট ছবি প্রোপিকে দিয়েছে! আগে পেলে এইরকম ২টা ছবিই ২ পর্বে দিয়ে দিতাম।
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: কবিতা লিখতে মুন্চায়
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
নীল আকাশ বলেছেন: আসলেই কি সেইটা ভাই! না এই সব সুন্দরী পরীদের লাইক আর মন্তব্য চাচ্ছেন!
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: ভাইয়া
লাস্ট পেইজের এই লেখাগুলি পড়ে আমার নিজেরই তো কান্না পাচ্ছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
নীল আকাশ বলেছেন: : আমি আজকে একটু পরেই আপনার বইটা নিয়ে পড়তে বসব। বাইন্ডিং নিয়ে সমস্যা আছে নাকি ভালো করে দেখতে হবে! আমি আজকেই আপডেট দিব!
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
হাবিব বলেছেন: আপনি শায়মা আপুর বই কিনার পর নীলসাধু ভাইয়ার সাথে কথা বলেছেন? তাকে জিজ্ঞেস করেছেন যে লেখাজোকা কবে আসবে? আমি সম্ভবত আপনার পাশেই ছিলাম! আপনি শায়মা আপুকে খুঁজছিলেন যে শায়মাআপু আসবে কিনা। আপনি বলছিলেন শায়মা আপু আসলে নীলসাধু ভাই যেন বলে ব্লগার নীল আকাশ আপনাকে খুঁজছিলো। আপনি একটা ফুলহাতা শার্ট পড়েছিলেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন। আমাকে চিনলে কথা বলেন নি কেন? নীলসাধুদার সাথে তো আরও তিন জন ছিল। ঐ তিন জনের মধ্যে আপনি ছিলেন? দূর ভাই, ডাক দিবেন না! আমি চিটাগং থেকে এসেছি। রোজ রোজ দেখা হয় নাকি?
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
কি? হিংসে হয়??
ওরে ভাই! কবিতার পোস্টে সুন্দরী নিকে লাইক মেরেছে কিন্তু এর পেছনে আছে এক/একাধিক পাঁঠা। মানে এসব ছেলেদের কাজ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
নীল আকাশ বলেছেন: প্রোপিক গুলি তো জোস নিয়েছে! রুচি আছে বলতেই হয়
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!! কি মজা!!!!!!!!! নীলাকাশভাইয়া দেখলে হাবিবভাইয়া লুকিয়ে ছিলো!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
নীল আকাশ বলেছেন: শায়মা আপু শুভ রাত্রী,
যদিও গল্পটা আগেই পড়েছিলাম, আবার খুব মনোযোগ দিয়ে ৮১ পেজ পর্যন্ত পড়লাম। বাইন্ডিং নিয়ে আমার কাছে কোন সমস্যা মনে হয় নি। ঐ পেজটার আবার ছবি তুলেছি। নীচে দিলাম। পড়ার সময় খুব হিংসা হচ্ছিল, এত সুন্দর করে লিখেন কিভাবে, বলুন তো! মন্ত্রমুগ্ধের মতো একটানা পড়েছি। শুধু ৮০ পেজে তীতলী বানান টা ভুল পেলাম। একসাথে পড়ার মজাই আলাদা। গানের/কবিতা সিলেকশন মুগ্ধ করেছে আমাকে!
বই এবং আপনি, দুই জনের জন্যই মন থেকে শুভ কামনা রইল!
(হাবীব ভাই এটা কোন কাজ করেছে বলুন, আমি কি প্রতি দিন ঐ খানে যেতে পারব! আমি কি ঢাকায় থাকি!)
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আমার তো দেখি নাম ই কাটা যাচ্ছে লেখকের তালিকা থেকে
জলদী গিয়ে লাইক কমেন্ট করে আসি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০
নীল আকাশ বলেছেন: ইচ্ছে হচ্ছিল কলাগাছে দড়ি বেধে ঝুলে পড়ি! এরা যদি ব্লগে থাকে আমি টা টা! শুধু আপনি না, আমার বাগানেও হাত দেয়া শুরু করেছে! এরাই থাক, আমি পালাই!
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
তারেক ফাহিম বলেছেন: জঙ্গলের ভিতর থেকে পরিচালা দিয়ে দিলেন
আর এখন ওজা সেজে আছেন
শয়মাপুর মন্তব্যে বেশি হাসি হাসি লাগে, নিশ্চিত পরি আচর করছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২
নীল আকাশ বলেছেন: ওঝা না হয়ে এখন উপায় আছে, ব্লগে এখন তো শুধুই পরীদেরই আনাগোনা.....
৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
মৃত্যু হবে একদিন বলেছেন: আখেনাটেন বলেছেন:
মৃত্যু হবে একদিন বলেছেন: আমার ভাগ্নীর একটা নাম খুজতেছিলাম। বাহ এতো সুন্দর সুন্দর নাম এখান থেক্বে একটা নাম রাখবো। ধন্যবাদ আপনাকে -- এটা পড়ে নির্মল একটা হাসি দিলাম বেশ কিছুক্ষণ ধরে। কতভাবেই যে মানুষ কতজনের অজান্তেই উপকার করে? খোদার খেদমতগারের কী কুদরত? হক মওলা!!!!! [/sb
আসসালামু আলাইকুম। আপনাকে হাসাতে পেরে আমি অনেক আনন্দিত ভাই।
ধন্যবাদ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
নীল আকাশ বলেছেন: আখেনাটেন ভাইকে জানিয়েছি আপনার এই মন্তব্যের কথা। উনি এসে দেখে যাবেন!
ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
মৃত্যু হবে একদিন বলেছেন: লেখক বলেছেন: আখেনাটেন ভাই, মৃত্যু হবে একদিন নাম টা ব্যাপক ভয় পেয়েছি। এই নামটা দেখে সেই তখন থেকে দোয়া কালাম পড়ে যাচ্ছি। হঠাৎ মৃত্যু ভয় এসে গেল কিনা!
আজকাল ব্লগে এসেও দোয়া কালাম পড়তে হচ্ছে........
আসসালামু আলাইকুম। ব্লগে অনেক ইসলামিক পোস্ট দেখা যায় বেশীর ভাগ পোস্টে কোরানের আয়াত থাকে।
আর আমার জন্য যদি কেউ কোরান পড়েন সেটা আমার সৌভাগ্য।
ধন্যবাদ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪
নীল আকাশ বলেছেন: ওলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি আলাইহি।
দুর ভাই, সিরিয়াস হয়েছেন কেন? এটা তো ফান পোস্ট! দেখছেন না সবাই মিলে একসাথে মজা করছি! ব্লগের তো এটাই মজা! তাজুল ভাইয়ের মন্তব্য আর আমার প্রতি মন্তব্য পড়ুন। আমরা মাঝে মাঝে সবাই মিলে কোন একটা পোস্টে সেই রকম মজা করি! এখন যেমন এটাতে চলছে! সবাই চলে এসেছে দেখছেন না!
তবে যাই বলুন না কেন, নিক নেম আর প্রোপিক কঠিনতর হয়েছে! একেবারে ইউনিক!
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৩
নীল মনি বলেছেন: আমি টিউব লাইট
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৭
নীল আকাশ বলেছেন: এর কান্ড দেখে শুধু আপনি নন ব্লগের সবাই টিউব লাইট হয়ে গেছে! সাধে কি এই পোস্ট দিয়েছি! এই রকম চীজ আরও কয়েকটা আসলে আমাদের সবাইকেই এই ব্লগ ছেড়ে চলে যেতে হবে....
সব পরীর আছর! ব্লগটা পরী দিয়ে ভর্তি হয়ে গেছে....
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই তাহেল ব্যাপার। তাজ্জবেতা বেটই।
হঠাত তাহারা েকাতা েতেক উদয় হল।
ফ্রেন্ট ঝােমলা হেচ্ছ।
ভাল থাকুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯
নীল আকাশ বলেছেন: হঠাৎ ছুটি থেকে ব্লগে এসে মাথা ঘুরে গেল এদের কান্ডকারখানা দেখে! সাধে এই পোস্ট দিয়েছি।
ব্যস্ততা কমেছে এখন?
৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না না কমেনি। ট্রেনিং ২০ তারিখ পর্যন্ত।
পরে পোস্ট দিব।
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: আমিও ওমেরা আপুর নামটা ছাড়া একজনকেও জানি না
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
নীল আকাশ বলেছেন: ৩০ নাম্বার মন্তব্য পড়ুন -
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি? হিংসে হয়?? ওরে ভাই! কবিতার পোস্টে সুন্দরী নিকে লাইক মেরেছে কিন্তু এর পেছনে আছে এক/একাধিক পাঁঠা। মানে এসব ছেলেদের কাজ।
ছাগলটাকে পোস্টে যেয়ে বড় করে ঝাড়ি মেরে এসেছিলাম। কিছুটা আক্কেল মনে হূ হয়েছে তারপর।
পড়ার জন্য ধন্যবাদ।
৪০| ১৩ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫
মাহের ইসলাম বলেছেন: আমারও মাঝে মাঝে কবি হতে ইচ্ছে করে।
কিন্তু শত চেষ্টা করেও লিখতে পারিনি কোনো কবিতা।
প্রেমের গল্প লিখলাম, সাহস করে।
এক শুভাকাঙ্ক্ষী জানালো, তোকে দিয়ে এসব হবে না। প্রেমে না পড়লে প্রেমের গল্প লেখা যায় না। রবীন্দ্রনাথকে দেখ, প্রেম করেছে বলেই এতো সুন্দর লিখতে পেরেছে।
ভ্রমণ কাহিনি লিখলাম। খুশি মনেই সেই শুভাকাঙ্ক্ষীতে দেখালাম। মনে আশা, নিশ্চয় ভালো হয়েছে, এবার।
নিরাশ হতে হলো। আমার নাকি এগুলো হয়ই না।
তাহলে কি লেখা ছেড়ে দিবো?
আমি তো লিখতে চাই। লিখতে আমার ভালো লাগে।
তার শেষ উপদেশ, প্রবন্ধ লিখতে পারি। চলে যাবে। সমস্যা হবে না, তেমন।
তাই করলাম। প্রবন্ধ লিখতে শুরু করলাম।
আজ আপনার পোস্ট দেখে মনে হচ্ছে, পরীর রূপ ধরে কবিতা লিখাই উচিৎ ছিল, আমার।
শুভ কামনা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮
নীল আকাশ বলেছেন: এত দেরি করে প্রতি মন্তব্য করার জন্য লজ্জিত।আমার কাছে কোন নোটিফিকেশন আসে নাই।
আমার সাজেশন হলো যা মনে লিখতে ইচ্ছে করবে লিখে ফেলবেন। কে কি মনে করল ভাবতে থাকলে জীবনেও
কোন দিন কিছু লিখতে পারবেন না।
পরী ফরী বাদ দিন, নিজের মতো লিখা শুরু করে দিন।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের বাগ এগুলো।
এর মধ্যে আমার রিপোর্ট করা একটা বাগের ব্যবহার করেই এতগুলো আইডি খোলা হয়েছে বলে মনে হয়।
বিষয়টা মেইলে কতৃপক্ষকে জানিয়েছি......
নীল আকাশ ভাই আমার ব্লগের লাস্ট পোস্টটা দেখুন।
সেম কাজ করেছি। নিজের স্ক্রিপ্ট এ.....