নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
শরীরে কী পাপ হে, বিশুদ্ধতাবাদী?
আমার দেহের দিকে না তাকিয়ে আগে শুদ্ধ কর নিজেকে!
শরীরটা আমার, হেসে খেলে বড় করেছিও আমি,
এর মালিকিন আমি, দরদাম ঠিক করিও আমি,
এর বাবুও আমি, দালালও আমি,
আমার আছে দেখেই দেখাই আর তোমার নাই দেখে
আফসোস করে গোপনে উঁকিঝুকি দাও
আমার হাই ভোল্টেজ পোট্রেইটে!
আর অদম্য আকাঙ্ক্ষায় ছটফট করো বিছানায়!
নিজের অদম্য সাহসে আছে আমার অগাধ বিশ্বাস
নিজের দোকানে বেচাকিনি আমি নিজেই করি,
একতলা ভাড়া দিয়ে তুলি দোতলায় প্রাসাদপম অট্টালিকা,
কিনতে লজ্জা না পেলে বেঁচতে লজ্জা কার?
নিভৃতে ডেকে কেন করো ট্রিগার নিজের আদিম সত্তার?
আমার উদোম দেহে কি খুঁজে ফিরো হে কামনারত পুরুষ?
কীসের ভয় দেখাও আমাকে হে, বিশুদ্ধতাবাদী?
তুমি কতটুকু জান আমার শরীরের পলিটিক্সে?
আমার শরীরের প্রতিটা খোলামেলা উঁচুনীচু বাঁক
সৃষ্টি করে কানেকশন উইথ অডিয়েন্স!
তোমার আর আমার বডি পারস্পেক্টিভ ভিন্ন
মাই হোল বডি ইজ ফর পাবলিক, ওপেন ইন হট ইমেজ!
তোমরা বল নিলর্জ্জতা আর আমি বলি বোল্ডনেস!
তোমরা বল বেহায়াপনা আর আমি বলি স্মার্টনেস!
তোমরা বল কাপড় খোলা আর আমি বলি গ্রুমিং!
তোমরা বল নগ্নতা আর আমি বলি কমপ্টিটিশন!
তোমরা বল উত্তেজনা আর আমি বলি সেন্সচুয়ালিটি!
তোমরা বল কদর্যতা আর আমি বলি গর্জিয়াস!
হাল ফ্যাশনের আধুনিকা রোল মডেল আমি
রাজপথের বাঁকে বাঁকে আমায় নিয়ে বিলবোর্ড
কিশোর যুবা প্রৌঢ় কিংবা নারী সবার স্বপ্নরাণী!
প্রতিযোগিতায় সুন্দরীদের ড্রীমগার্ল আমি!
আমার মত হতে চায় সবাই স্বল্পবসনা,
কোন রাতে কার কন্ঠলগ্না আমি তাও জানিনা!
আমাকে পাবার উন্মত্ততায় জমে অচেনা পুরুষের লম্বা কিউ!
কে হতে চাও আজ রাতে আমার স্বপ্নের রাজকুমার?
পকেটে আছে কী সেই রকমের পাত্তি?
এক পুরুষে হয় না আমার, হাত বদলালেই তৃপ্তি!
সাপ্লাই চেইন ডিমান্ড কার্ভে উচ্চে আমার আকাঙখা
রেভলন বা ম্যাকের উগ্র মেকআপে অভ্যস্ত আমি,
ভিক্টোরিয়া সিক্রেটের অন্তর্বাস ছাড়া চলেনা,
দামী ব্র্যান্ডেড লিপিস্টিকে লাল করে রাখি ঠোঁট
শ্যানেলের পারফিউমে করি উন্মাতাল রাতভর ডিজে পার্টি!
টপ রেটেড সেলিব্রেটি আমি-
শহরের বিলবোর্ডে দাঁড়িয়ে নেশাতুর করি চলমান চোখ,
আমার গোপিনীবল্লভ পোজের ট্রলে ফেঁপে উঠে ফেসবুক,
হিডেন ক্যামেরার ভিডিও আচমকা সুনামি তোলে ইউটিউবে,
আমার কাস্টিংয়ে প্রোগ্রামের বেড়ে যায় টি আর পি,
বিনা পুঁজিতে ন্যাচারাল রিসোর্সেই আমি হই ক্রোড়পতি!
কিন্তু হে, অষ্টভার্যা দেহ পসারনী
বেলা শেষে ঠিকই তো ফিরে যাও সেই আস্তাকূড়ে!
ঘষা মাজা দিয়ে যখন আর নতুন করা যায় না
দলিত মথিত ছিন্ন বহুল চর্বিত দেহ!
বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে, সেইদিন
ঠিকই অনুভব কর তোমার আসল মুল্য কতটুকু!
কিছু কথাঃ
কবিতা দিবস উপলক্ষ্যে ব্লগের সেরা কবিরা দুর্দান্ত সব কবিতা পোস্ট করছেন। আমি তো কবি নই, যা লিখি সেটা কবিতা হয় কিনা জানি না। তবুও দুঃসাহস করলাম অব্যক্ত ভাবনাগুলিকে একসাথে বেঁধে ফেলার।
একই বিষয়ের উপর আমি আগেও লিখেছিলাম! মনে হলো এই বিষয়ে উপর আবার লেখা উচিৎ। দরকার হলে এই একই বিষয়ে উপর বারবার লিখে যাব আমি…….
এর আগের পর্বঃ কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ১
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ, ২০১৯
২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩১
নীল আকাশ বলেছেন: সত্য প্রকাশে আমি কখনই পিছপা হইনা। এদের চরিত্র সবাই জানে। সিড়ি যেখানে, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই।
গ্রুমিং এর নামে কাপড় খোলা শেখালে এর চেয়ে ভালো আর কি বলবে বলুন?
সাথে থাকার জন্য ধন্যবাদ।
২| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: নারীর রূপে আর কাপে না হৃদয়,
এক নারীতে যেন হৃদয় পার হয়।
২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭
নীল আকাশ বলেছেন: কাপড় খুলে ল্যাংটা হওয়া কোন রূপ নয়। এটা বেশ্যাপনা।
ধন্যবাদ।
৩| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পক্ষে-বিপক্ষে থাকবেই। শালীনতা একটা সার্বজনীন ব্যাপার, শিল্পও সেরকম। তবে, যুগে যুগে, স্থান ভেদে এর ডেফিনিশন পাল্টায়।
একতলা-দোতলার ব্যাপারটা কে যেন বলে বেড়ায় থাক, নামটা বলবেন না প্লিজ, সমস্যা হবে
কবিতা হিসাবে সত্যিই ফাটাফাটি।
'কবিতা দিবস' কবে?
২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩
নীল আকাশ বলেছেন: কবিতা হিসাবে সত্যিই ফাটাফাটি।
আমার মতো একজন অকবি'র জন্য এটার চেয়ে ভালো কোন কমপ্লিমেন্টস হতে পারে না।
হৃদয়ের অন্ত:স্থল থেকে দেয়া ধন্যবাদ নিবেন ভাই।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৪| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও! যথার্থ হার্টথ্রব বটে ।
পরে আবার আসছি ।
২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৪
নীল আকাশ বলেছেন: দাদা,
আমি সব সময় এই সববিষয় নিয়েই লিখি। আর কাউকে তো দেখি না, একা সমাজের বিরুদ্ধে কত দিন যুদ্ধ করে যাব? সবাই যদি সোচ্চার না হই মানসিকতার কিভাবে পরিবর্তন হবে বলুন?
ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন।
যত দিন পারি আমি এই রকমই লিখে যাব।
ধন্যবাদ।
৫| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: বাহ ভালোই তো কাব্য হয়ে গেলো ভাইয়া!
২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭
নীল আকাশ বলেছেন: কাব্য হয়ে কি লাভ? এদের মধ্যে কিছু হলেও যেন আত্ম সচেতনতা আসে এটাই কামনা করছি।
চরম বিরক্ত হয়ে গেছি এদের নির্লজ্জ বেহায়াপনায়।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
৬| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: যারা মডেল হতে চায় হোক । সাঁজাও তার নিজেরই মিলবে ।
কবিতা তো নয় যেন আগুনের গোলা
২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৪
নীল আকাশ বলেছেন: এই লেখাটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে লিখেছি। এদের নির্লজ্জ বেহায়াপনায় মাথায় আগুন চেপে গিয়েছে। যার ফলে ভাষাও ঠিক এই ধরনের আগুনের গোলাই হয়েছে.......
কবিতাটা কেমন লাগল? আমি এমনিতেই খুব কম কবিতা লিখি।
আপনার জন্য সুখবর আছে। আপনার জন্য উৎর্সগ করা নীল পরীর গল্পটা আবার লিখে ফেলেছি। সেই রকম প্রেমের গল্প হয়েছে। আমার লেখা অন্যতম সেরা প্রেমের গল্প হবে এটা। অগ্রীম আমন্ত্রণ দিয়ে গেলাম।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
৭| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
ম্যাড ফর সামু বলেছেন: সাবাশ!
নীল আকাশ,
এক নির্ভেজাল সত্য
যা দেখে নিত্য
লজ্জায় ঢাকি মুখ
আর হৃদয়ে জাগে দুখ!
২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৬
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
দারুন মন্তব্য করেছেন।
সত্য প্রকাশে আমি কখনই পিছপা হইনা। এদের চরিত্র সবাই জানে। সিড়ি যেখানে, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই। গ্রুমিং এর নামে কাপড় খোলা শেখালে এর চেয়ে ভালো আর কি বলবে বলুন?
এদের সবাইকে চেনা উচিৎ।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৮| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মতোই বলতে হয় - কবিতা হিসেবে সত্যিই ফাটাফাটি।
তবে সমগ্র বক্তব্য রোমান্টিকতায় ভরপুর। যা কিছু যুক্তির অতীত, অবৈধ, অন্ধকারাচ্ছন্ন, রহস্যময়, যা কিছু গোপন, পাপোন্মুখ-ঐশ্বরিক ও অনির্বচনীয়; সেই বিশাল ও স্বতোবিরোধময় বিস্ময়ের সামনে মুখোমুখি দাঁড়াবার শক্তির নামই "রোমান্টিকতা"। যা আপনার কবিতার দু'টি অংশে প্রবল। এই রোমান্টিকতা কোনও যুগেই একেবারে রূদ্ধ হয়ে থাকেনি, প্রকাশ ঘটেছে তার বিস্ফোরণের মতো নইলে নিঃস্তরঙ্গ কোনও লক্ষন হিসেবে।
২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৯
নীল আকাশ বলেছেন: গুরু শুভ রাত্রী,
কি সুন্দর একটা মন্তব্য করে গেলেন। এই পর্যন্ত কত বার যে পড়লাম!!
এটা লেখাটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে লিখেছি। মাথায় আগুন চেপে গিয়েছে। ধৈর্য্যের শেষ সীমায় নিয়ে গিয়েছিল। মেজাজও ঠিক রাখতে পারি নি, তারই বহি:প্রকাশ এই কবিতা।
এই অল্প কয়েকটা মেয়ে মডেলিং এর নামে শরীর বিক্রি করে এইভাবে বেঁচে থাকতে চায়। সিড়ি যেখানে প্রয়োজন, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই। এই মেয়েগুলি অতীত ভুলে যায়, ভুলে যায় সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস! এই মেয়েগুলি কিছুদিন পরে দেখবেন নেশা ছাড়া বাঁচতেও পারে না........
কি চরম ঘৃনিত আর জঘন্য এদের জীবন!
চমৎকার একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!!
৯| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
মুক্তা নীল বলেছেন:
মনের সমস্ত আক্রোশ, আক্ষেপ প্রকাশ করেছেন দারুণভাবে। আপনার উপস্থাপন আমায় এতো মুগ্ধ করেছে, বাহবা দিলে ভুল হবে। তাই শুধু-ই শ্রদ্ধা, শ্রদ্ধা ও শ্রদ্ধা।
বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে, সেইদিন
ঠিকই অনুভব কর তোমার আসল মুল্য কতটুকু!
উচিৎ জবাবই দিয়েছেন আপনি। কবিতা ও ভাষার ব্যবহার
উপযুক্ত। ভালো লেগেছে আপনার কবিতা।
২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
নীল আকাশ বলেছেন: আপু,আপনি এখন কেমন আছেন!! পুরোপুরি সুস্থ এখন??
বড় করে মন্তব্য করার জন্য আগে আপনাকে প্রতি-মন্তব্য করিনি।
মনের ভিতর আক্রোশ বা ক্ষোভ ছিল না আমার সেটা বলব না, তবে আমি আসলে এদের কর্মকান্ডে প্রচন্ড ক্ষিপ্ত।
এক জীবনে মানুষের কত আর টাকা পয়সার দরকার বলুন? এই সামান্য টাকা পয়সার জন্য এরা পতিতাদের মতো বা
তারচেয়েও নীচু আর জঘন্য আচরন করে বেড়াবে? কি লাভ এভাবে টাকা রোজগার করে? শেষমেশ তো এদের কি পরিনতি হয় সেটা সবারই জানা।
এদেরকেই টিভি মিডিয়াতে এসে বড় বড় কথা বলতে দেখা যায়। তখন ইচ্ছে করে পা থেকে জুতা খুলে নিয়ে.......
এরা নিজেরা তো নষ্ট হয়েছেই, এদেরকে দেখে কোমলমতি মেয়েরাও এই রাস্তায় হাটার জন্য উৎসাহ পায়।
উচিৎ জবাবই দিয়েছি যেন এদের মধ্যে কিছুটা হলেও যেন আত্ম সচেতনতা আসে।
চরম বিরক্ত হয়ে গেছি এদের নির্লজ্জ বেহায়াপনায়।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
১০| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৩
মাহমুদুর রহমান বলেছেন: নারীর এই বেহায়পনার জন্য দায়ী নারীদের মঙ্গলকামী নারীবাদী।আমি নারীবাদের ঘোর বিরোধী।এই জন্যই যে নারীবাদ প্রথমে নারীদের মঙ্গলের জন্যই এসেছিলো কিন্তু এটা এখন বেহায়াপনায় নিজেকে আসীন করেছে।
৫৪।৫৫ চরনের কবিতার প্রতিটি কথাই তিক্ত সত্য।
আপনার এই কবিতায় যদি কারও কাছে দৃষ্টিকটু লাগে তাহলে বুঝবেন তার সমস্যা আছে।
শুভকামনা প্রিয় ভাইয়ের জন্য।
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার সাথে আমি ১০০% স হ মত।
নারীবাদ হচ্ছে এইসব বেহায়াপনার আসল কারন। সমস্ত অপর্কম এই নারীবাদের নামেই করা হয়।
চমৎকার একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!!
১১| ২৪ শে মার্চ, ২০১৯ ভোর ৪:৪৪
ল বলেছেন: একতলা ভাড়া দিয়ে গড়ি দুতলা প্রসাদসম অট্টালিকা --- হাল জামানায় প্রবল প্রতাপ নিয়ে চলছপ এমন নির্মাণ।
ফাটাফাটি কবিতায় মুগ্ধতা +++++
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৪
নীল আকাশ বলেছেন: শুভ সকাল প্রিয় ভাই,
এই অল্প কয়েকটা মেয়ে মডেলিং এর নামে শরীর বিক্রি করে এইভাবে বেঁচে থাকতে চায়। সিড়ি যেখানে প্রয়োজন, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই। এই মেয়েগুলি অতীত ভুলে যায়, ভুলে যায় সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস! এই মেয়েগুলি কিছুদিন পরে দেখবেন নেশা ছাড়া বাঁচতেও পারে না........
কি চরম ঘৃনিত আর জঘন্য এদের জীবন!
চমৎকার একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!!
১২| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারীর মাঝে স্বর্গ আবার নারীর মাঝে নরগ.............(রূপক অর্থে)
নিজে ভালো তো জগৎ ভালো।
বাস্তবতা এমনই ।
+++++
২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬
নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই,
স্বর্গীয় নারীদের নিয়ে আমার কোন ম্যাথা ব্যাথা নেই। আমার মেজাজ খারাপ হয়েছে এই সব নরকগামী নষ্ট নারীদের নিয়ে।
এরা নিজের জাহান্নামে যাবে আর সাথে আশেপাশের কিচু লোকজনকে নিয়ে যাবে সেখানে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
১৩| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১২
আরাফআহনাফ বলেছেন: সুন্দর ও সাহসী কবিতা লেখার জন্য শুভেচ্ছা জানবেন।
"শহরের বিলবোর্ডে দাঁড়িয়ে নেশাতুর করি চলমান চোখ,
আমার গোপিনীবল্লভ পোজের ট্রলে ফেঁপে উঠে ফেসবুক,
হিডেন ক্যামেরার ভিডিও আচমকা সুনামি তোলে ইউটিউবে,
আমার কাস্টিংয়ে প্রোগ্রামের বেড়ে যায় টি আর পি,
বিনা পুঁজিতে ন্যাচারাল রিসোর্সেই আমি হই ক্রোড়পতি!"
- বেশ ভালো লগালো এ লাইনগুলো।
আর সবশেষে আত্নপোলব্দির শব্দমালা -
"বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে, সেইদিন
ঠিকই অনুভব কর তোমার আসল মুল্য কতটুকু!"
ভালো থাকুন নিরন্তর - শুভ কামনা সবসময়ের।
২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫
নীল আকাশ বলেছেন: আমার ব্লগে আসার জন্য প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্ভবত এই প্রথমবারের মতো আপনাকে আমি আমার ব্লগে দেখলাম।
আমি এই ধরনের বিষয়ের উপরই লিখি। আমার ব্লগে অন্যান্য লেখা পড়ার জন্য আমন্ত্রন রেখে গেলাম।
এই কবিতার ১ম পর্বটা কি পড়েছেন?
আপনিও ভালো থাকুন নিরন্তর, শুভ কামনা রইল!!
১৪| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৯
কানিজ রিনা বলেছেন: বেলাশেষে ঠিকই ফিরে যাও আস্তাকুঁড়ে
এইই সত্য। সুন্দর করে বলেছেন শিক্ষনীয়
কবিতা এসব নারীতে আশক্তি নর উভয়
বেশ্যা। বেশ্যার কোনও জেন্ডার নাই,পতিতার
পতি উভয়।
২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৮
নীল আকাশ বলেছেন: রিনা আপু,
বেশ্যার কোনও জেন্ডার নাই। একদম চরম তম সত্য কথা বলেছেন।
এই মেয়েগুলি অতীত ভুলে যায়, ভুলে যায় সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস! এই মেয়েগুলি কিছুদিন পরে দেখবেন নেশা ছাড়া বাঁচতেও পারে না........
কি চরম ঘৃনিত আর জঘন্য এদের জীবন!
চমৎকার একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!!
১৫| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৯
নীল আকাশ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য।
শুভ কামনা রইল!!
১৬| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৮
জোছনাস্নাত রাত্রি বলেছেন: দুর্দান্ত কবিতা লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৮
নীল আকাশ বলেছেন: কবিতাটা পড়ার এবং চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৭| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২০
জুন বলেছেন: মডেল হয়ে কিছুদিন টাকা পয়সা কামিয়ে শেষে ঠাই হয় আস্তাকুঁড়ে।
অনেক ভালোলাগা রইলো কবিতায় নীল আকাশ।
+
২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৪
নীল আকাশ বলেছেন: জুন আপু,
দেরী করে প্রতি মন্তব্য করার জন্য দু:খিত। ব্লগে আসা খুব কঠিন হয়ে পড়েছে আজকাল।
কি দারুন বলেছেন আপনি!! এই মেয়েগুলি অতীতের বাকি সবার ইতিহাস ভুলে যায়, ভুলে যায় সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস! কি চরম ঘৃনিত আর জঘন্য এদের জীবন!
এই মেয়েগুলি কিছুদিন পরে দেখবেন নেশা ছাড়া বাঁচতেও পারে না........এটা হবে এদের শেষ পরিনতি..........
চমৎকার একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!!
১৮| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৯
হাবিব বলেছেন: এক্কেবারে হাটে হাড়ি ভেঙেছেন দেখছি। প্রথম পর্বের চেয়ে এইটা আমার কাছে বেশি ভালো লাগলো। বিশেষ করে বাকা করে দেয়া অংশগুলো। তথাকথিত আধুনিক গড়নার মানুষতো এভাবেই বলে। কবিতায় প্লাস।
২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৫
নীল আকাশ বলেছেন: হাবিব ভাই,
নোটিফিকেশন সমস্যার জন্য কিভাবে কিভাবে যেন এই মন্তব্যটা আমার চোখ এড়িয়ে গিয়েছিল।
নিজের পুরানো কবিতাটা পড়তে এসে আপনার মন্তব্যটা চোখে পড়ল, দু:খিত।
এটা আমার খুব পছন্দের কবিতা।
হাটে হাড়ি ভেঙে দিব না তো কি করব? আকাম কুকাম করে বেড়াবে আর কেউ কিছু বলবে না?
চমৎকার একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল!!
১৯| ০৯ ই মে, ২০১৯ সকাল ১০:১০
নীলপরি বলেছেন: কবিতাটা পড়তে দেরী হয়ে গেলো । খুব ভালো লিখেছেন ।
০৯ ই মে, ২০১৯ সকাল ১১:০১
নীল আকাশ বলেছেন: আপু,
ভালো খারাপ চিন্তা করে লিখিনি। আমার মেজাজ খারাপ হয়েছে এই সব নরকগামী নষ্ট নারীদের নিয়ে।
এরা নিজের জাহান্নামে যাবে আর সাথে আশেপাশের কিচু লোকজনকে নিয়ে যাবে সেখানে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
২০| ০৯ ই মে, ২০১৯ সকাল ১১:০৫
নীলপরি বলেছেন: হুম । ঠিকই বলেছেন ।কবিতার এই মেসেজটা খুব ভালো । সেটাই বলেছি ।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৭
নীল আকাশ বলেছেন: আমি এই মেসেজটাই দিতে চেয়েছি সবাইকে।
ফিরে আসার জন্য আবারও ধন্যবাদ।
২১| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৬
খায়রুল আহসান বলেছেন: "কিনতে লজ্জা না পেলে বেঁচতে লজ্জা কার"? - ভাল বলেছেন।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৪
নীল আকাশ বলেছেন: আমি এই কবিতার সিরিজটাই লিখেছি চরম বাস্তবতা নিয়ে। একতরফা কিছু হয় না।
কারন বেশ্যারা কোন দিনও বেশ্যা হতে পারত না যদি কোন খদ্দের না থাকত।
আপনার মতো একজন গুনী মানুষ এই কবিতা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।
মাঝখানে একবার শুনেছিলাম আপনি নাকি কিছুটা অসুস্থ? এখন কি পুরোপুরি সুস্থ?
ফেসবুকে আপনার ভ্রমন কাহিনী পড়ছিলাম। বেশ ভাল লিখেছেন।
আমার জন্য দোয়া করবেন যেন সত্য প্রকাশে কখনই পিছপা না হই।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
২২| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: মাঝখানে একবার শুনেছিলাম আপনি নাকি কিছুটা অসুস্থ? - কোথায় শুনেছিলেন এ কথাটা? আমি তো আল্লাহ তা'লার অশেষ রহমতে নিকট অতীতে কখনো অসুস্থ হই নাই, মাঝে মাঝে কয়েকদিন নিছক সর্দি-কাশিতে ভোগা ব্যতীত।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫২
নীল আকাশ বলেছেন: কে যেন আপনার আর আরেকজন সিনিয়র ব্লগারের জন্য দোয়া চেয়ে ব্লগে পোস্ট দিয়েছিল!
ঠিক উনার নাম মনে করতে পারছি না। সম্ভবত ব্লগ দেশে বন্ধ করে দেয়ার পরপরই।
ঐ সময় আপনি ব্লগে আসতে পারছিলেন না, আমরাও আপনার কোন খোঁজ পাচ্ছিলাম না।
আলহামদুলিল্লাহ, আপনি এখন সুস্থ আছেন জেনে ভাল লাগল।
২৩| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: আমি ঐ সময়টাতে সপরিবারে কাশ্মীর ভ্রমণরত ছিলাম, যে ভ্রমণ নিয়ে ধারাবাহিক একটা সিরিজ এই ব্লগে প্রকাশ করে যাচ্ছি।
২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২০
নীল আকাশ বলেছেন: তাহলে সম্ভবত আপনাকে না পেয়েই এই পোস্ট দিয়েছিল। মাঝখানে বেশ কিছুদিন সবার সাথে সবার ব্লগে যোগাযোগ প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছিল।
ফিরে আসার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২৪| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১২
ইসিয়াক বলেছেন: সময় নিয়ে পড়তে হবে । প্রিয়তে রাখলাম । ক্লাস আছে ।ক্লাসে যেতে হবে।
পড়ে মন্তব্য করব।
ধন্যবাদ
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৭
নীল আকাশ বলেছেন: ঠিক আছে। আমিও অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ।
২৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যি ই এমন কবিতা খুব কম পড়েছি। ++
প্রিয়তে।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
নীল আকাশ বলেছেন: আমি এই কবিতার সিরিজটাই লিখেছি চরম বাস্তবতা নিয়ে। এইসব মেয়েরা সমাজের দুষ্ট ক্ষত। এরা মডেলিং এর নামে বেশ্যাবৃত্তি করে বেড়ায় আর ভাবে ধরে আধুনিকার।
দারুণ একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।
২৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১
সোহানী বলেছেন: আমার একটি লিখা আছে এ নিয়ে......
https://www.somewhereinblog.net/blog/belablog/30269003
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
নীল আকাশ বলেছেন: আপনার এই লেখা আমার খুব প্রিয় একটা লেখা। ৩১ নাম্বার মন্তব্যটাই আমার। সবচেয়ে বড় মন্তব্যটাই আমি করে এসেছি সেখানে। এদের কোনদিনও বোধদয় হবে না।
শুভ রাত্রী।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮
আমি মুক্তা বলেছেন: ফাটাফাটি কবিতা ভাই! সত্যি বাস্তবতা এখন এটাই, কাউকে তার সৌন্দর্য লুকিয়ে রাখতে বললে সে এটাই বলে আগে নিজের চরিত্র ঠিক করেন। আচ্ছা বলেন তো কখনও একমাত্র পাগল ছাড়া আর কেউ প্রকাশ্যে নগ্ন হয়ে চলাফেরা করতে পারে? উত্তরটা আমি দেই আধুনিক মেয়েরা পারে।
অশেষ কৃতজ্ঞতা ভাই সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।