নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ ব্লগার মুক্তা নীল এর সেফ বা প্রথম পাতায় লেখা আসা নিয়ে কিছু কথা-

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৭



ব্লগার মুক্তা নীল

আমি আমার বিগত ছয় বছরের ব্লগীয় জীবনে এখন পর্যন্ত কোন ব্লগারকে উল্লেখ করে কোন পোস্ট দেই নি। কিন্তু আজ নিতান্তই বাধ্য হলাম আমার নিজেরই নিয়ম ভেঙ্গে ফেলার।

ব্লগার মুক্তা নীল কেন এখন পর্যন্ত সেফ হন নি বা তার লেখাগুলি কেন প্রথম পাতায় কেন আসে না সেটা আমাকে যথেষ্ঠই অবাক করে। ব্লগে সেফ হবার ক্রায়টেরিয়া কি আমি জানতে চাই!

বেশ কয়েক বছর ধরে ব্লগে লেখালিখি করার জন্য আজ পর্যন্ত অনেক অনেক ব্লগারদের সাথেই আমার ব্লগীয় মিথস্ক্রিয়া হয়েছে। আমার কাছে যে কোন নতুন ব্লগারের আমাদের ব্লগে আগমন অত্যন্ত আনন্দের ব্যাপার।

আমার কাছে যেটা মনে হয়, যে কোন নতুন ব্লগার ব্লগে আসার পর তার নিন্মলিখিত বিষয়গুলির উপরে বিচার করে তাকে সেফ ঘোষনা করা উচিৎ।
১। ব্লগের পারষ্পরিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করা।
২। ব্লগের বিভিন্ন ধরনের পোস্টে গঠনমূলক আলোচনা করা এবং বস্তুনিষ্ঠ মন্তব্য দেয়া।
৩। ব্লগে বাকি সব সিনিয়র এবং নতুন ব্লগারদের সাথে সুসম্পর্ক।
৪। বিষয় ভিত্তিক গঠনমূলক পোস্ট দেয়া। এক্ষেত্রে পোস্টের সংখ্যার চাইতে আমার কাছে লেখার গুনগত মান বেশী গুরুত্বপূর্ণ।
৫। বর্তমানে ব্লগের এই দুঃসময়ে ব্লগে কতটা সময় উনি ব্লগের জন্য ব্যায় করছেন।

[আমি ব্লগার মুক্তা নীলের সবগুলি পোস্ট এবং বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্লগারদের পোস্টে তার মূল্যবান মন্তব্যগুলি পড়ার পরেই এই লেখাটা লিখছি]

ব্লগার মুক্তা নীলের ব্লগ বাড়িতে যেয়ে যা দেখা গেল, উনি এই পর্যন্ত চারটি লেখা পোস্ট করেছেন।
১। সিংগেল মাদার - লিখেছেন মুক্তা নীল, ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
এতে মন্তব্য ৫০টা, লাইক ১১টা, পঠিত সংখ্যা ৫৮৮ বার

২। তুমি অবুঝ নও - লিখেছেন মুক্তা নীল, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
এতে মন্তব্য ২৪টা, লাইক ৯টা, পঠিত সংখ্যা ২৪৩ বার

৩। দত্তক - লিখেছেন মুক্তা নীল, ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫০
এতে মন্তব্য ৩৮টা, লাইক ৯টা, পঠিত সংখ্যা ২৮৫ বার

৪। জীবনটা কেন এমন (সত্য ঘটনা অবলম্বনে) - লিখেছেন মুক্তা নীল, ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৮
এতে মন্তব্য ২০টা, লাইক ৬টা, পঠিত সংখ্যা ১৫৫ বার

একজন নতুন ব্লগার হিসাবে তার প্রতিটা পোস্টে পাওয়া মন্তব্য এবং লাইকের সংখ্যাই প্রমান করে কতটা ভালো কোয়ালিটি বা মান সম্পন্ন লেখা এই পোস্টগুলিতে উনি দিয়েছিলেন।

উপরের সবকিছু বিচার করে আমার কাছে মনে হয়, ব্লগার মুক্তা নীল এই মুহূর্তেই সেফ হবার উপযুক্ত। এই ক্ষেত্রে মডারেটর এর সিদ্ধান্তই চুড়ান্ত। তবুও আমি ব্লগের মডারেটর কা_ভা ভাইয়ের কাছে একান্তভাবে অনুরোধ করব ব্লগার মুক্তা নীলকে সেফ বা নিরাপদ ঘোষনা করার জন্য। আমি আশা করব উনি এই বিষয়টা পুর্নবিবেচনা করবেন।

আমার এই আবেদনে যারা যারা সহমত পোষন করেন অথবা ভিন্নমত পোষন করেন, আমি তাদের সবাইকেই বিনীতভাবে অনুরোধ করব এই পোস্টে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করার জন্য।

আপনারা যারা যারা আমার সাথে ব্লগার মুক্তা নীলকে এখনই সেফ করার পক্ষপাতী, তারা এই পোস্টেই সমর্থন জানান। নিশ্চয়ই আমাদের সবার দলগত আবেদন মডারেটর কা_ভা ভাইয়ের দৃষ্টি আর্কষন করতে সক্ষম হবে।

আপনার কিংবা আমার এই সাহায্য নিশ্চয় ব্লগার মুক্তা নীলকে আরও ভালো ভালো পোস্ট দেবার জন্য উৎসাহিত করবে এবং ব্লগের বিভিন্ন পোস্টে উনার সক্রিয় অংশগ্রহণ আমাদের ব্লগকে আরও প্রানবন্ত ও আর্কষনীয় করে তুলবে।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, এপ্রিল, ২০১৯

মন্তব্য ১০৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৭

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিষয়টি কর্তৃপক্ষীয় সিদ্ধান্তের ব্যাপার।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৭

নীল আকাশ বলেছেন: এটা আমি জানি, তবে আমার যা মনে হয়েছে সেটা আমি লিখেছি।
ধন্যবাদ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৪

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় নীল আকাশ ভাই,

গ্রেট! এক কথায় গ্রেট একটি কাজ করেছেন। দেখতে দেখতে নয় মাস হয়ে গেল মুক্তা আপু এখনো সেফ হননি। ওনার পারফরম্যান্সও অত্যন্ত সুন্দর । আশা করি কাভা ভাই বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

আপনাদের দু'জনকেই শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন রইল।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৫

নীল আকাশ বলেছেন: দাদা,
আমার কাছে মনে হয়েছে যে উনার এটা প্রাপ্য। তাই লিখেছি।
দেখতে দেখতে নয় মাস হয়ে গেল মুক্তা আপু এখনো সেফ হননি। ওনার পারফরম্যান্সও অত্যন্ত সুন্দর। - ঠিক তাই।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

অফ টপিক: পুজা নিয়ে আপনার মন্তব্যের জবাব আমি এখন দেই নি। লেখাটা শেষ করার জন্য আর কি কি লাগে দেখে নিয়ে প্রতি মন্তব্য করব।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আশাকরি কতৃপক্ষের নজরে পড়বে :)

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৭

নীল আকাশ বলেছেন: ঠিক এই জন্যই পোস্ট দিয়েছি। সবাই বললে কা_ভা ভাইয়ের অবশ্যই দৃষ্টি পড়বে।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৭

করুণাধারা বলেছেন: আমিও খুবই অবাক হই এটা ভেবে যে, মুক্তা নীল এখনো সেফ হননি! তিনি নিয়মিত ব্লগে থাকছেন, মন্তব্য করছেন, কিন্তু প্রথম পাতায় পোস্ট আসছে না!! এটা তার জন্য যেমন দুঃখের, আমাদের জন্য তেমন। আশা করি তিনি শিগগিরই সেফ হয়ে নতুন নতুন পোস্ট নিয়ে ব্লগের প্রথম পাতায় আসবেন।

আপনার পোষ্টে লাইক।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১০

নীল আকাশ বলেছেন: আপু,
আমার কাছে মনে হয়েছে যে উনার এটা প্রাপ্য। তাই লিখেছি।
দেখতে দেখতে নয় মাস হয়ে গেল মুক্তা আপু এখনো সেফ হননি। ওনার পারফরম্যান্সও অত্যন্ত সুন্দর।
অফ টপিক: রুকাইয়া বিডি'র আবদুল্লাহ ভাই আমার লাস্ট গল্পের ২য় পর্বটা পড়ে ওকে বলে গেছেন। একদম সহী ভাবে লিখতে পেরেছি আল্লাহর রহমতে।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৯

ভুয়া মফিজ বলেছেন: আমি তো ভেবেছিলাম, উনি একজন সেফ ব্লগার। বিভিন্ন পোস্টে উনার উপস্থিতি চোখে পড়ার মতো। অন্য কোন সমস্যা না থাকলে কা_ভা ভাই বিবেচনা করে দেখতে পারেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩১

নীল আকাশ বলেছেন: ভাই আপনি কেমন আছেন। লগইন সমস্যার জন্য বেশ কিছু দিন কারো সাথেই যোগাযোগ করতে পারি নি।
আমি তো ভেবেছিলাম, উনি একজন সেফ ব্লগার। বিভিন্ন পোস্টে উনার উপস্থিতি চোখে পড়ার মতো। অন্য কোন সমস্যা না থাকলে কা_ভা ভাই বিবেচনা করে দেখতে পারেন।
একদম ঠিক বলেছেন, ঠিক এই জন্যই পোস্ট দিয়েছি। সবাই বললে কা_ভা ভাইয়ের অবশ্যই দৃষ্টি পড়বে।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৫

ভুয়া মফিজ বলেছেন: ভালোই আছি আল্লাহর রহমতে।
'সমস্যা' নিজেইতো একটা বিরাট সমস্যা। বিভিন্ন সমস্যায় আমিও ইদানীং ব্লগে অতোটা সময় দিতে পারছি না।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: এই ব্লগ নিয়ে আমি বেশ ভয়ের মধ্যে আছি।
ধন্যবাদ।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০০

নীল আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৩

নীলপরি বলেছেন: আপনার সদর্থক ভূমিকা খুব ভালো লাগলো । আমি একটু অনিয়মিত হওয়ায় ব্লগে কম লেখা পড়া হচ্ছে । ওনার লেখা বোধহয় পড়া হয়নি । তবে পড়ে নেবো ।

শুভকামনা

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০২

নীল আকাশ বলেছেন: আপনি কেমন আছেন। লগইন সমস্যার জন্যআমিও বেশ কিছু দিন কারো সাথেই যোগাযোগ করতে পারি নি।
আমি তো ভেবেছিলাম, উনি একজন সেফ ব্লগার। বিভিন্ন পোস্টে উনার উপস্থিতি চোখে পড়ার মতো। অন্য কোন সমস্যা না থাকলে কা_ভা ভাই বিবেচনা করে দেখতে পারেন।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কি আশ্চর্য! জানতাম না তো! আমি তো ভাবতাম মুক্তা নীল অনেক আগেই ফার্স্ট পেজে অ্যাকসেস পেয়েছে! জেনে খারাপ লাগল। আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে!

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: আমিও তাই জানতাম। যখন শুনলাম এটা ভুল তখনই এই পোস্ট দিলাম।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: বিস্মিত হলাম খুবই।

একটা মানুষ নয় মাস ধরে ব্লগিং করছে অথচ তাকে প্রথম পাতায় লিখতে না দেয়াটা সত্যিই অন্যায় হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৩

নীল আকাশ বলেছেন: আমিও বেশ অবাক হয়েছিলাম অনেক!!!
আর সেজন্যই তো এই পোস্ট দিয়েছি।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১১

গোলাম রাব্বি রকি বলেছেন: ভাই সেফ ব্লগার হওয়ার জন্য করণীয় কি ?? :|| আমিও সেফ হতে চাই :|

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৭

নীল আকাশ বলেছেন: গোলাম রাব্বি রকি পরিসংখ্যান:
পোস্ট করেছি: ১১টি
মন্তব্য করেছি: ৫২টি
মন্তব্য পেয়েছি: ১১টি
ব্লগ লিখেছি: ১ বছর ৮ মাস
অনুসরণ করছি: ২ জন
অনুসরণ করছে: ৩ জন

আপনার অবস্থাও তো করুণ দেখছি। মুক্ত আপুর কেস সলভ হোক আগে।
আপনি ব্লগে আরও মিথস্ক্রিয়া বাড়িয়ে দিন। দেখা যাক কি হয়?
সময় করে আপনার লেখাগুলি আগে পড়ে দেখতে হবে।

আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

০৮ ই মে, ২০১৯ বিকাল ৫:১৩

নীল আকাশ বলেছেন: ভাই, আপনার কাছে আবার ফিরে আসলাম। আপনি ঘন ঘন বেশ কিছু পোস্ট দিন। আমি পড়তে গেলে আরও অনেকেই যাবে। কয়েকটা দিন চলুক এভাবে। তারপর আপনার কেস নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে আপনি সবার ব্লগে যেয়ে সুন্দর করে মন্তব্য করা শুরু করুন। সবাই যেন আপনার নাম দেখে কে চিনতে পারে।
আমি ভুলি নি আপনার অনুরোধ।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১২

মুক্তা নীল বলেছেন: নীল আকাশ ভাই,
আমার জন্য ব্লগে এই পোস্ট দিয়েছেন এর কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করার ব্যাখ্যা সত্যিই আমার জানা নেই। It makes me emotional. I can not control my tears. আমি এখনও আপনার পোস্ট মন্তব্যগুলো পড়ছি।আপনি আমার জন্য এত ভেবেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এই পোস্টটি দিয়েছেন , এই নিঃস্বার্থ অবদানের কথা মনে থাকবে আজীবন।ঋণী হয়ে রইলাম আপনার কাছে এবং আমিও চেষ্টা করব সামনে আরো ভালো লেখার।
দোয়া ও শুভকামনা রইল।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: হুম, আপনার পোস্টের সংখ্যা বাড়াতে হবে।
কাভা ভাই নিশ্চয় এই পোস্ট দেখছেন। আগে দেখি উনি কি করেন!!
আপনার আন্তরিকতার সাথে আমি আগেই পরিচিত। নিজের দায়িত্ববোধ থেকেই এটা করেছি।
ধন্যবাদ।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৭

মুক্তা নীল বলেছেন:
ভাই,
এইমাত্র পোস্ট দেখে-ই, মন্তব্য করলাম। অনেক দেরী করে ফেললাম। সেজন্য ক্ষমা করে দিবেন। আমার জন্য এই পোস্ট, আর কি-না এতো দেরি করলাম। দুঃখীত।
ধন্যবাদ জানবেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৬

নীল আকাশ বলেছেন: আশাহত হবেন না। আমার সবাই আপনার পাশেই আছি।
ধন্যবাদ।

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৬

জুন বলেছেন: মুক্তা নীলের লেখালেখি শীঘ্রই প্রথম পাতায় মুক্তি পাক এই প্রত্যাশায়।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৮

নীল আকাশ বলেছেন: আপনার মতো আমিও একই প্রত্যাশায় আছি।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিও আপনার সাথে একমত। মডুর কাছে আবেদন করছি ওনাকে যেনো সেইফ জুনে আনে। পোস্টগুলি আমিও পড়েছি অন্য কোন পোস্টের প্রতিমন্তব্য তার প্রশংসা শুনে। মুক্তা নীল কে প্রথম পাতায় সুযোগ দেওয়া হউক। আমি ব্যাক্তিগত ভাবে তার লিখার ভক্ত হয়ে গেছি। একজন লেখক যখন লিখেন পাঠকের কথা চিন্তা করে পাঠক তখন তার বন্ধু না যায় কোথায়।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২০

নীল আকাশ বলেছেন: আমরা সবাই মিলে চেস্টা করলে খুব শিঘ্রই উনি আশা করি সেফ হয়ে নতুন নতুন পোস্ট নিয়ে ব্লগের প্রথম পাতায় আসবেন।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ত‌বে তাই হোক।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৪

নীল আকাশ বলেছেন: আমিও সেটাই চাই ভাই।
সেজন্যই তো লিখেছি।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


দেশে ব্লগারের সংখ্যা বাড়লে, নতুন ভাবনার লোকজন বাড়বে; আপনি শুধু একজনের কথা বলায়, একটু সন্দেহ হচ্ছে, উহা আবার আপনার মাল্টি নিক নয়তো?

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৪

নীল আকাশ বলেছেন: আপনার সমস্যা হচ্ছে আপনি সহজ ভাবে কিছু চিন্তা করতে পারেন না।
উনি একজন মহিলা। আমি ছেলে হয়ে কেন একজন মহিলার মাল্টি নিক নেব?
আর মাল্টি নিক কেন নেয়? যাদের লেখা কেউ পড়তে আসে না, বা মন্তব্য হয় না, বা লাইক আসে না।
আপনি যেয়ে আমার যে কোন একটা পোস্ট দেখে আসুন তো, আমার কোন পোস্টে এগুলির অভাব আছে।
মন্তব্যের প্রতি-উত্তর দিতে দিতে আমার বারটা বেজে যায়, আর আপনি বলছেন মাল্টি নিক নেব।
আমার মাল্টি নিক দেখাশুনা করবে কে আপনি?

মাল্টি নিক নিয়ে আকাম কুকাম করার অভ্যাস তো আপনার। ভুলে গেছেন নাকি কি বলেছিলেন এক জায়গায়:-
৩৩ নং নিক, "খেলাঘর"; এই নিকটি আমার ছিল; নিকটি ব্যান করা হয়েছিলো, কয়েকজন নামকরা ব্লগার আমার কিছু পোষ্ট'এর বিরোধীতা করার সময়, আমি উনাদের সাথে বেশ কিছুদিন তর্কে জড়িয়ে গিয়ে, কিছু গালি টালি দিয়েছিলাম। নিকের বর্তমানে ব্যান তুলে নেয়া হয়েছে দেখলাম; কিন্তু আমি ব্যবহার করছি না।
মুক্তিযুদ্ধের ২য় সেক্টর'এর হেড কোয়াটার ছিলো 'মেলাঘর'এ; আমি 'মেলাঘর' নিকটি নিতে চেয়েছিলাম; কিন্তু অন্য ব্লগে, একজন এই নিকটি ব্যবহার করায়, আমি 'মেলাঘর'এর কাছাকাছি, 'খেলাঘর' নিকটি নিয়ে ছিলাম.


আরও এই রকম কিছু দিতে পারব, সবার সামনে অপমান করতে চাচ্ছি না আপনাকে। অযথা বিরক্ত করবেন না আমাকে।

আমি এখানে একজনকে সাহায্য করতে চেয়েছি, ব্যাস।
নিজের মনকে উদার করতে শিখুন।
সবাই এমনিতেই শ্রদ্ধা করতে শুরু করবে।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চাঁদগাজী বলেছেন:


দেশে ব্লগারের সংখ্যা বাড়লে, নতুন ভাবনার লোকজন বাড়বে; আপনি শুধু একজনের কথা বলায়, একটু সন্দেহ হচ্ছে, উহা আবার আপনার মাল্টি নিক নয়তো?

:D :D :D

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৫

নীল আকাশ বলেছেন: তাকে উপরেই যা বলা বলে দিয়েছি।
পাগল ছাগল পর্যায়ের লোক কে কি বুঝানো যায়, বলুন?
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

২১| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩২

ডার্ক ম্যান বলেছেন: মুক্তা নীলের আকাশ থেকে নীল মেঘ সরে যাক। উনি তাড়াতাড়ি সেফ হোন।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: ভাই,
এত সুন্দর মন্তব্য পড়ে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
শুভ কামনা রইল।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ priyo apir pOsT prorhom patay asbe

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৮

নীল আকাশ বলেছেন: ইনসাল্লাহ আপু,
আমরা সবাই মিলে চেস্টা করলে খুব শিঘ্রই উনি আশা করি সেফ হয়ে নতুন নতুন পোস্ট নিয়ে ব্লগের প্রথম পাতায় আসবেন।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই
আমি খুবই মর্মাহত ,দুঃখিত এবং লজ্জিত। মানবতা বলতে কিছুই নেই?
আমি একটা মন্তব্য লিখছি উনার উদ্দেশ্যে। আপনি চাইলে রাখতে পারেন বা মুছেও ফেলতে পারেন। এই মন্তব্যে কি আমি উনার পোস্ট যেয়ে দিয়ে আসবো?
@শ্রদ্ধেয় চাঁদগাজী
নীল আকাশ ভাইয়ের লেখার যে যোগ্যতা তাতে নিঃসন্দেহে উনি আরো চার পাঁচটি মাল্টিনিক চালাতে পারেন। এই বিষয়টা আশা রাখি আপনার বুঝার ক্ষমতা আছে। আমি আপনার খুব সম্ভবত তিনটা পোস্টে মন্তব্য করেছিলাম। আপনি বেশিরভাগ রাজনৈতিক পোস্ট দেন বলে আপনার ব্লগের আসতে পারি না। আমার লেখার ধরন ও বিষয়টা সম্পূর্ণ আমার মত লিখি। আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব বা মতবিরোধ উনার সাথে থাকতেই পারে।ব্লগ যে ব্লগে যেহেতু লিখছেন এটা তর্ক-বিতর্ক হবেই।আমি যখন প্রথম ব্লগে লগইন করেছিলাম অনল চৌধুরীর কিছু পোস্ট দেখে মন্তব্য করেছিলাম ।তারপর একদিন একটা পোস্ট দিলাম কিন্তু অনেক কিছুই বুঝতাম না যার কারণে ওনাকে আমি অনেক কিছু বিষয় জানতে চাইতাম এবং সাহায্য নিতাম। উনি আমাকে অনেক সাহায্য করেছেন যা আপনি আমার সিঙ্গেল মাদার লেখাটা দেখলেই বুঝতে পারবেন।আপনাকে আমি মানবতা ও শ্রদ্ধাশীল দৃষ্টি রেখে বলছি এ ব্যাপার নিয়ে আর যেন কোনো কথা না হয়। আপনি আমার অন্যান্য পোস্টের মন্তব্য যদি পড়েন তাহলে আমি কৃতার্থ হব।
নীল আকাশ ভাই গতকাল আমার অনুমতি নিয়েই আমাকে উনি এই পোস্টটা দিয়েছেন।এবং আমার পোস্টে বেশ কিছু জনের আফসোস আমার লেখা কেন প্রথম পাতায় আসে না সেটা হয়তো উনাকে গভীরভাবে মর্মাহত করেছে কারণ ওই যে বলেছিলাম আমার ব্লগের শুরু থেকেই উনি আমার সাথে আছেন। ব্লগে কিভাবে লিখতে হয়, উত্তর দিতে হয় আরও খুটিনাটি এবং গেমচেঞ্জারের একটি পোস্টও দিয়েছিলেন। প্লিজ আপনি আমার ব্লগ থেকে একটু ঘুরে আসুন।
আশা রাখি বিষয়টি পরিষ্কার ও সুন্দর ভাবে নিবেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৬

নীল আকাশ বলেছেন: আপনারটা এবং যত ছাগল জাতীয় মন্তব্য আছে সব গুলি এই পোস্টে থাকবে। আমি আমার কোন পোস্টেই মন্তব্য ডিলিট করি না।
আপনি আমাকে সম্মান করে ভাই বলে ডাকেন তাই আপনাকে নিয়ে লেখা এই পোস্টে আমি কোন বাজে মন্তব্য করতে চাচ্ছি না।
প্রি প্লে তে পড়ার উপযুক্ত লোকজনের কথায় পাত্তা দেয়ার কোনই কারন নেই। উনি এখনও ফিডার দিয়ে দুধ খাবার বুদ্ধিবৃত্তিক জ্ঞান নিয়ে ব্লগে বেঁচে থাকার আপ্রান চেস্টা করে যাচ্ছেন।

আপনি অনেক সৌভাগ্যবতী! কতজন এই ব্লগে আপনার পাশে আছে দেখেছেন।
আমি রীতিমতো মুগ্ধ।
ধন্যবাদ।



২৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা মতে আপনি আপনার পোষ্টে অনেক মন্তব্য পাচ্ছেন, সেটা ভালো! সময় করে একদিন দেখবো, কি মন্তব্য হচ্ছে! কতজন 'প্রথম হয়ে চা চাচ্ছেন'।

ব্লগে যাঁরা অন্যদের "সেফ"এর ব্যাপারে পোষ্ট দেন, তাঁরা সার্বজনীয় পোষ্ট দেন, সবার জন্য; আপনারটা ১ জনের জন্য; তাই মনে হচ্ছে, হয় আপনার বুদ্ধি কম, কিংবা, উহা আপনার মালটি নিক।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১২

নীল আকাশ বলেছেন:

২৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


@মুক্তা নীল ,

আমাকে উদ্দেশ্য করে লেখা আপনার মন্তব্য পড়লাম; ব্লগারদের সংখ্যা বাড়ুক, এতে চিন্তাশীল মানুষের সংখ্যা বাড়বে বাংলায়, আমি ব্লগারদের ভালোবাসি; এই ধরণের পোষ্ট আমিও দিয়েছি, অন্য অনেকে দিয়ে আসছেন সব সময়; তবে, ওখানে সার্বজনীনভাবে জন্য দেয়া হয় সব সময়; এখানে যিনি দিয়েছেন, উনি কমবুদ্ধিমানের পরিচয় দিয়েছেন; আপনার জন্য ও বাকী অনেকের জন্য দিলে, আমার সন্দেহ হতো না; আপনি কি আসলে 'মুক্তা নীল' না 'নীল আকাশ' বুঝা কঠিন, 'নীল' একটু বেশী হয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য পড়ে বুঝতে পারলাম, আপনার লেখা ১ম, ২য় বা ৩য় পাতায় যেখানেই থাকুক না কেন, উহা আপনারই থাকবে আজীবনের জন্য।

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

ভালো থাকুন।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৮

নীল আকাশ বলেছেন: ফিরে আবার আসার জন্য ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন প্রিয় ভাই।

২৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৯

বলেছেন: নীল বেশি হয়ে গেছে -- জংলি দের সংখ্যা ও কম নয়।।

মানুষকে সম্মান জানানোর জন্য একাডেমিক শিক্ষা দরকার নেই - প্রয়োজন পারিবারিক শিক্ষা।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
কোন শিক্ষায়ই এর কাজ হবে না।
৪ পাওয়ালা একটা প্রানী আছে যার লেজ কুন্ডলাকৃতি থাকে। যতই সোজা করে দিবেন, কোন লাভ হয় না। এর অবস্থাও সেই রকম।
সবার কাছে গালি শুনতে মনে হয় এর ভাল লাগে। আমার মনে হয় এর মানসিক বিকৃতি আছে।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

২৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


@ল ,

ব্লগিং করার সময়, পরিবার, স্ত্রী, মা-বাবা'কে আনবেন না, ওকে! বালছাল কি বই একটা লিখে বিরাট ব্লগার হয়ে গেছেন নাকি? 'পরিবার' কেন ব্লগে আনছেন?

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৪

নীল আকাশ বলেছেন: বালছাল কি ধরনের শব্দ?
ভদ্র ভাষা ব্যবহার করতে না পারলে এর পরের বার ঘাড় ধরে আমার ব্লগ থেকে বের করে দিব।
আপনার ভাষা শুনেই তো বুঝা যাচ্ছে কোথা থেকে উঠে এসেছেন আপনি!
সংযত আচরন করুন আমার ব্লগে, এটাই শেষ বারের মতো বলছি। না হলে চিরতরে ব্যান করে দেব আপনাকে আমি।
ধন্যবাদ।

২৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নতুন নকিব বলেছেন:



তিনি প্রথম পাতায় আসুন। আশা করছি, সম্মানিত ব্লগ কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিবেন। পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

ব্লগারদের পারস্পরিক আন্তরিকতার পরিচয় বহনকারী এমন সুন্দর একটি পোস্টে অহেতুক বিতর্ক কাম্য নয়।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৬

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ নকিব ভাই। একজন কে নিয়ে কিযে সমস্যায় পড়লাম!
এই পোস্ট আমি বলেই দিয়েছি গঠনমূলক সমালোচনা করতে। আর দেখুন উনি কি সব কান্ড করে বেড়াচ্ছে..........
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

৩০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ, প্রিয় নীল আকাশ ভাই।
আমার ধারণা ছিল "মুক্তা নীল" সেফ হয়েছেন আগেই। কিন্তু আপনার পোস্ট পড়ে ভুলটা ভাঙলো। তিনি ব্লগিং এ অনেক সময় দেন। কমেন্ট ও প্রতি উত্তরে গুরুত্বপূর্ণ মতামত দেন। এতেই ব্লগ ও ব্লগারদের প্রতি উনার টানটা স্পষ্ট। আমার মনে হয় উনি সেফ না এ বিষয়টি মডারেটরদের খেয়াল ছিল না। আশা করি, পোস্টটি জাদিদ ভাইয়ের দৃষ্টিগোচরে আসবে।

শুভ কামনা রইলো।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৬

নীল আকাশ বলেছেন: প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আমি বিশ্বাস করি উনি এটা ডির্সাভ করেন।

৩১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

হাবিব বলেছেন: আমি তো দেখেছিলাম যে মুক্তানীল আপুর লেখা প্রথম পাতায় আছে, কিন্তু এখন কেন আসছে না?

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই,
আপনি মনে হয় ভুল করছেন। উনি এখনও সেফ হতে পারে নি। মুক্তানীল আপুর লেখা প্রথম পাতায় আসার কথা না।
ধন্যবাদ।

৩২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

আরোগ্য বলেছেন: মুক্তানীল আপু আমার খুব প্রিয় ব্লগার। উনার সবগুলি পোস্টই আমি পড়েছি। তাছাড়া আপু অন্যদের লেখায়ও ভালো মন্তব্য করেন।
মাঝেমাঝে মডুদের কাজ কারবার দেখে অবাক হই। এমন এমন ব্লগার সেফ হয় যাদের পোস্টে কেউ মন্তব্য রাখতে চায় না বা তারাও অন্যদের লেখা পড়ে না। কিন্তু মুক্তা আপু এখনও সেফ হয় নি। দুঃখজনক!

আশা করি আপনার পোস্টটি কতৃপক্ষের দৃষ্টিতে আসবে। ধন্যবাদ বোনাই। আপুর জন্য অনেক শুভ কামনা।

কেন যে আপনারা মুরুব্বির কথায় কান দেন। সে তো উসকানি দিয়ে আনন্দ পায়। এরকম প্রতিক্রিয়া দেখে সে মজা পায়। তার ফালতু মন্তব্যেে মনোযোগ না দিয়ে ভদ্র ভাষায় এড়িয়ে চলুন। দেখবেন বিরক্ত হয়ে আর আসবে না। সর্বোপরি তার আরোগ্য কামনা করছি।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০১

নীল আকাশ বলেছেন: প্রিয় আরোগ্য ভাই,
আমার কাছেও মনে হয়েছে যে উনার এটা প্রাপ্য। তাই লিখেছি।
দেখতে দেখতে নয় মাস হয়ে গেল মুক্তা আপু এখনো সেফ হননি। ওনার পারফরম্যান্সও অত্যন্ত সুন্দর।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

অফটপিক: ফালতু কারো কথায় আমি পাত্তা দেই না। ভদ্র ভাবে আমার ব্লগে আসতে মানা করেছি। না শুনলে এর পর ঘাড় ধরে চিরতরে ব্যান করে দিব।

৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


@আরোগ্য ,

ব্লগারদের 'ব্লগার' হিসেবে সম্বোধন করা উচিত; আপুনি, মাপুনি, কাঁপুনী, ইত্যাদি ম্যাঁওপ্যাঁও সম্বোধন করে, ব্লগের মান কমাচ্ছেন; ব্লগ থেকে তো কারো কিছু দেখা যাবার কথা নয়।

৩৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

আরোগ্য বলেছেন: ব্লগার মুরুব্বি আপনার জন্য একটি ছড়া নিবেদন করছি। খুব মনোযোগ দিয়ে পড়ুন। উপকারেে আসবে আশা করি।

হাট্টিমাটিম টিম,

তারা মাঠে পারে ডিম,

তাদের খাড়া দুটো শিং,

তারা হাট্টিমাটিম টিম।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৭

নীল আকাশ বলেছেন: আরোগ্য ভাই,
আপনার এই কিংবদন্তী ছড়া পড়ে উনার মাথা আরও খারাপ হয়ে গেছে।
মুক্তা নীল আপুকে সেফ করে দেয়া হয়েছে।
শুভ রাত্রী এবং ধন্যবাদ।

৩৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,



নয় মাসের বেশী সময় ধরে মুক্তা নীল ব্লগে লিখছেন। এইসময়ে একটি মানবশিশুর জন্ম হয়ে যায় অথচ মুক্তা নীল কেন যে ব্লগের এককোনে মুদ্রিত চোখে একটি জন্মের অপেক্ষা করছেন, জানিনে!

তার চোখ খুলে দেয়ার আয়োজন করবেন কর্তৃপক্ষ এমন আশা করতেই পারি। শুভস্য শীঘ্রম............

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৮

নীল আকাশ বলেছেন: গুরু ভাই,
কি যে ভালো লাগছে আপনাকে পাশে পেয়ে।
আমরা সবাই মিলে চেস্টা করলে খুব শিঘ্রই উনি আশা করি সেফ হয়ে নতুন নতুন পোস্ট নিয়ে ব্লগের প্রথম পাতায় আসবেন।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আপানর জন্য শুভ কামনা রইল।

৩৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০১

সুমন কর বলেছেন: সহমত। এমন তো হবার কথা নয়........আশা করি, দ্রুত সমাধান পাওয়া যাবে।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৩

নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ পাশে থাকার জন্য।

৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: এত সুন্দর একটি মানবিক আবেদনময়ী পোস্টে মন্তব্যগুলি পড়ে যারপরনাই ব্যথিত হলাম।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২

নীল আকাশ বলেছেন: দাদা,
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
একজন ব্লগার আরেকজনের জন্য এমন সহমর্মীতা রাখবেন এটাই তো সুস্থতা। আর সেজন্যই তো আমি এই পোস্ট দিয়েছি।
অথচ দেখুন এক পাগল এসে এই পোস্ট কি সব বলে যাচ্ছে? কেমন লাগে বলুন তো।
ভালো লাগে এইসব?
ধন্যবাদ পাশে থাকার জন্য।

৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


@হারাধ০১ ,

আপনি আসবেন, যাবেন, কিংবা থাকবেন, এটা বিশাল কোন ব্যাপার নয়।

৩৯| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৭

নতুন নকিব বলেছেন:



বছরের পর বছর ব্লগিং করা কিছু লোকের দায়িত্বজ্ঞানহীন এবং অপরিনামদর্শী আচরণ দেখে আশ্চর্য না হয়ে উপায় থাকে না! ব্লগিংয়ে এদের একচুয়াল অর্জনটা কি?

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
একজন ব্লগার আরেকজনের জন্য এমন সহমর্মীতা রাখবেন এটাই তো সুস্থতা। আর সেজন্যই তো আমি এই পোস্ট দিয়েছি।
অথচ দেখুন এক পাগল এসে এই পোস্ট কি সব বলে যাচ্ছে? কেমন লাগে বলুন তো।
ভালো লাগে এইসব?
ধন্যবাদ পাশে থাকার জন্য।

৪০| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৬

আমি মুক্তা বলেছেন: সর্বপ্রথম অনেক ভালোলাগা ভাই নীল আকাশ এর জন্য। এমন একটি বিষয়ে সম্মানিত মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করে পোষ্টটি দেওয়ার জন্য।

এবার আসি আসল কথায় মুক্তা আপুর ব্লগুগুলি সত্যিই সুন্দর, তাছাড়া নামের মিল থাকায় তিনি সবসময়ই আমার পোষ্টগুলিতে আসেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন। অন্যদের ব্লগগুলোতেও তার মন্তব্যগুলো প্রসংসার দাবি রাখে। তার এই সুন্দর সুন্দর মন্তব্যগুলি পড়ে আমি বরাবরই তাকে নতুন নতুন পোষ্ট দিতে উৎসাহিত করতাম, বা তিনি কেন দিচ্ছেন না তা জানতে চাইতাম। কিন্তু কখনই তিনি যে সেফ নন বিষয়টি তিনিও জানান নি আর আমিও সেভাবে বুঝতে পারি নাই। খুবই দুঃখ পেলাম এটা জেনে যে তিনি এখনও সেফ হবার সুযোগ পান নি।

তাই আপনার এবং অন্যান্য সহব্লগারগণের সহিত সম্পূর্ন সহমত ও দাবি সম্মানিত মডারেটর এর প্রতি যেন অতি দ্রুত আমাদের প্রিয় 'মুক্তা নীল' আপুকে সেফ ঘোষণা করা হয়।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৮

নীল আকাশ বলেছেন: অসম্ভব সুন্দর একাট মন্তব্য কারা জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যাবদ।
জী, আমি উনার সব পোস্ট এবং অনেক মন্তব্য পড়েছি। আর এই জন্যই এি পোস্ট দিয়েছি।

আমিও আপনার সাথে বলতে চাই, তাই আপনার এবং অন্যান্য সহব্লগারগণের সহিত সম্পূর্ন সহমত ও দাবি সম্মানিত মডারেটর এর প্রতি যেন অতি দ্রুত আমাদের প্রিয় 'মুক্তা নীল' আপুকে সেফ ঘোষণা করা হয়।

৪১| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই দুঃখ জনক।
দ্রুত সেফ হোক উনি।

এত সময় ব্লগিং করেও কেন যে সেফ হলনা কর্তৃপক্ষ এবার নজর দিবে আশা করি।

২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৩

নীল আকাশ বলেছেন: আমরা সবাই মিলে চেস্টা করলে খুব শিঘ্রই উনি আশা করি সেফ হয়ে নতুন নতুন পোস্ট নিয়ে ব্লগের প্রথম পাতায় আসবেন।
আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

৪২| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষাতো যেন ক্রশবিদ্ধতার যাতনা!!!!!

নয় মাস! ????

হ্যালো কর্তৃপক্ষ, প্লিজ দেখুন ব্যাপারটা।

আর একজন ব্লগার আরেকজনের জন্য এমনি সহমর্মীতা রাখবেন এটাই তো সুস্থতা।
ধন্যবাদ কথা শিল্পী। শুধু লেখনিতেই নয়, মানবতায় মনুষ্যত্বের শ্রেষ্ঠত্বেও আমাদের হতে হবে সমুন্নত।


২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
একজন ব্লগার আরেকজনের জন্য এমন সহমর্মীতা রাখবেন এটাই তো সুস্থতা। আর সেজন্যই তো আমি এই পোস্ট দিয়েছি। অথচ দেখুন এক পাগল এসে এই পোস্ট কি সব বলে যাচ্ছে? কেমন লাগে বলুন তো।
ভালো লাগে এইসব?
ধন্যবাদ পাশে থাকার জন্য।

৪৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর বলবেন না! উনাকে ঐ তেত্রিশ নিকের আমল থেকেই দেখে আসছি
অদ্ভুত রকম হিপোক্রসিতে ভরা!
নিজেকে ছাড়া আর কাউকে কিছু মনে করে না।
বয়স জনিত বিভ্রমে হতে পারে, হলেও তা পাবলিক প্লেসে অগ্রহনযোগ্য!
সেফুদার মতো ফানি হলেও একটা সীমা রাখতে হয়। সীমা অতিক্রম করায় আজ দেখূন
সেফুর সমস্ত ফান যাতনা হয়ে বাকী জীবন তেজপাতা করে দেবে! সীমা অতিক্রমের কারণে।
আর উনিতো সব সময় সীমার বাইরেই পা রেখে দাড়িয়ে থাকেন।

একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা বীরোত্তম যার অধস্তন হিসেবে নিজেকেই নিজেই পরিচয় করিয়েছিলেন
একজন সেক্টর কমান্ডার, একজন প্রয়াত রাষ্ট্রপতির প্রতি তাঁর বক্তব্য আপত্তিকর, অগ্রহনযোগ্য। উনি
যদি কোন -- ছেড়ার যোগ্যই হতেন বুড়ো বয়সে ভিনদেশে বসে মিথ্যাচারের নোংরা চর্চা করতেন না।
হয় নিজে সফল একটা বিপ্লব ঘটিয়ে দেখাতে পারতেন- সময়ের প্রয়োজনে!
অথবা আটপৌড়ে আম মানুষের জীবনের মতো শেষ জীবনে আল্লাহ বিল্লাহ করে কাটাতে পারতেন।
সেখানেও মনে হয় জ্ঞান স্বল্পতা আয়োজিন স্বল্পতার মতোই ব্যাপক ;)
যার যার বুঝ ফালায় দাড়ি রাখে মোছ!!!

তাই্ বোঝার পর থেকে মূলত নিজের শান্তি স্বস্তির জন্যই ইগনোর করে চলার পলিসি নিয়েছি।
আপনিও তাই করুন। স্বস্তি পাবেন। মডুদের কৃপা কেন পেয়েছে জানিনা। বানিজ্যের জন্য হয়তো অনেক কিছূই দোকানে রাখে, রাখতে হয়; তেমনি কিনা জানিনা। তবে সীমা অতিক্রম করলে নিজেই নিজের ফাঁদে ধরা খাবেন নিশ্চিত।
কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।



২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩১

নীল আকাশ বলেছেন: আজকে আমি খুব খুশি। মুক্তা নীল কে সেফ করে দেয়া হয়েছে।
আমি চাঁদগাজীকে আমার ব্লগে ব্যান করতে চেয়েছিলাম। মুক্তা নীল কে সেফ করে দেয়ার খুশিতে উনাকে আমি এইবারের মতো মাপ করে দিলাম।
আপনাদের সবার সমাবেত চেস্টায়ই উনি সেফ হতে পেরেছেন।
ধন্যবাদ।

৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪২

করুণাধারা বলেছেন: আপনার এই সৎ প্রচেষ্টার ফলাফল দেখা অপেক্ষায় রইলাম..........

আমার ব্যক্তিগত অভিমত এই যে, এটা ফলদায়ক হবে না। আমি অনেক ভেবে আবিষ্কার করেছি, ব্লগে বিভিন্ন কালার জোন আছে, এবং ব্লগ কর্তৃপক্ষের কিছু কিছু রঙের ব্যাপারে কালার ব্লাইন্ডনেস আছে। আমার অবস্থান এই কালার ব্লাইন্ড জোনের ভিতরে। আমি দু'বছর আট মাস যাবত একজন এক্টিভ ব্লগার, আমার লেখা অনেকবার আলোচিত পাতায় এসেছে, কিন্তু নির্বাচিত পাতায় এসেছে মাত্র একবার.........

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯

নীল আকাশ বলেছেন: আমি বরং এই মন্তব্যে আর কোন কথা না বলি-

৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:০০

মুক্তা নীল বলেছেন: ভাই,
আপনি অত্যন্ত ধৈর্য সহকারে এতগুলো মন্তব্যের উত্তর দিয়েছেন যা দেখে সত্যিই আমি কৃতজ্ঞ । আপনার এই পোস্টে অনেকই উৎসাহের সাথে সুন্দর করে মন্তব্য করেছেন, সে জন্য আলাদা ভালো লাগা রইলো। কিন্তু সেই ভালো লাগায় আবার একজনের মন্তব্য মনটা খারাপ হয়ে এসেছে, আপনার জন্য। ভাই, প্লিজ আপনি মন খারাপ করবেন না। আপনার কাছে দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই ।তারপরও বলছি আমি সত্যি দুঃখিত ও লজ্জিত।

আমি যে কোন মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি তাই উনাকেও করেছি ।কিন্তু উনি যে এই নিম্ন পর্যায়ে আমাকে দাঁড় করাবেন তা বুঝি নাই। যাইহোক ২৫ নম্বর মন্তব্যে আবার উনি আমার বিষয়টি কনফার্ম করেছেন আমি মুক্তা নীল। উনি আমার ব্লগে গিয়ে ঘুরে এসেছেন।

৪৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৫

মুক্তা নীল বলেছেন: নীল আকাশ ভাই ,
এইমাত্র আমি মডারেশন স্ট্যাটাস দেখতে পেলাম আমি সেভ ,একজন নিরাপদ ব্লগার। আপনার এই উদ্যোগ এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার এই অবদানের কথা আমি ভুলব না আর সেই সাথে ধন্যবাদ সবাইকে।
নীল আকাশ ভাই,এই মুহূর্তে কি কি বলবো আপনাকে বলার ভাষা নাই পরে আবার আসছি....।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১১

নীল আকাশ বলেছেন: আপনাকে তো বলেছিলাম আপনি যথেষ্টই ভাগ্যবতী, দেখলেন তো!
শুভ রাত্রী।

৪৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯

করুণাধারা বলেছেন: আমিই প্রথম অভিনন্দনকারী হলাম মুক্তা নীল! এখন থেকে নিয়মিত ব্লগিং করতে থাকুন। হ্যাপি ব্লগিং।

২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৭

নীল আকাশ বলেছেন: আপু আপনাকেও ধন্যবাদ আমার এবং মুক্তা নীল আপুর পাশে থাকর জন্য।

৪৮| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: মুক্তা নীল সেফ মোবারক :)

২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৮

নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন, মুক্তা নীল সেফ মোবারক :)

৪৯| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১

করুণাধারা বলেছেন: কালার ব্লাইন্ডনেসের ব্যাপারটা ভুল হওয়ায় আমি খুব খুশি নীল আকাশ। আপনাকেও একটা বড় অভিনন্দন, এমন একটি কাজে সফলতার জন্য। :D

২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৬

নীল আকাশ বলেছেন: দারুন! আমি সাকসেসফুল হয়েছি।
আপনার জন্য শুভ কামনা রইল!!

৫০| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একজন সহব্লগার অন্য একজন সহব্লগারের প্রতি সহমর্মি হবে এটাই স্বাভাবিক - কারন আমরা সবাই এখানে একটি পরিবারের মত। তবে এই ধরনের পরিস্থিতিতে পোষ্ট না দিয়ে সংশ্লিষ্ট ব্লগারকে ফিডব্যাকে মেইল করতে বলাই উত্তম। এতে যার সমস্যা তার সাথে সরাসরি যোগাযোগ করা যায়।

এই পোষ্টে বেশ কিছু মন্তব্য নজরে এসেছে। সামহোয়্যারইন ব্লগে মাল্টি নিক খোলার রীতি আছে যা বিশেষ শর্ত সাপেক্ষে অনুমোদন যোগ্য। ফলে কেউ যদি নিয়ম মেনে মাল্টি নিক খোলে, তাহলে এই নিয়ে আমাদের কারো কিছু বলার নেই। তাছাড়া কোন আইডি কার মাল্টি, এটা ব্লগ কর্তৃপক্ষ চাইলেই বের করতে পারে এবং তা সংরক্ষিতও থাকে।

কোন আইডি দীর্ঘ সময় প্রথম পাতায় না আসার অনেকগুলো কারন থাকতে পারে। প্রথম কারন মানসম্মত লেখার অভাব, দ্বিতীয় কপি পেষ্ট পোষ্ট প্রকাশ, তৃতীয় ধর্মান্ধ এবং অন্ধ রাজনৈতিক মতার্দশ, যুদ্ধাপরাধীদের প্রতি নূন্যতম সহানুভুতিকারী। এছাড়া অনেক সময় মডারেটরদের নজর এড়িয়ে যায়। অনেক সময় অযথা হিট পাবার জন্য মাল্টি চিহ্নিত হলে, প্রথম পাতায় লেখা প্রকাশিত হতে সময় লাগে।

ব্লগার চাঁদগাজীকে নিয়ে এখানে বেশ কিছু অনভিপ্রেত মন্তব্য হয়েছে দেখেছি। এই ব্লগে সবচেয়ে বেশি নিরবে শাস্তি পান ব্লগার চাঁদগাজী। তিনি এই শাস্তির ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে নেন এবং কিছুটা শোধরানোর চেষ্টা করেন। এটা অবশ্যই সত্য যে, উনার রসবোধ খুবই প্রখর এবং মাঝে মাঝে অনেকের জন্য গ্রহণ করা কঠিন ব্যক্তি হিসেবে আমার জন্যও। আমি একটা উদহারন দিতে চাই, ব্যাপারটা বুঝানোর জন্য। একবার আমি বিশ্বকাপকে কেন্দ্র করে একটা পোষ্ট লিখেছিলাম। ব্লগার চাঁদগাজী তখন এখনকার মত এতটা নিয়ন্ত্রিত নন, অনেকটাই 'র'। তিনি গিয়ে এই পোষ্টে মন্তব্য করলেন - 'পায়খানা পোষ্ট'।

আমি প্রথমে স্বাভাবিকভাবে রেগে গিয়েছিলাম। পরে মাথা ঠান্ডা করে কিছুক্ষন হাসলাম। তারপর রিপ্লাই দিলাম - জী, এটা পোষ্ট নয়, বিশেষ আয়না। বুঝতে পারছি, এই প্রথম নিজেকে দেখছেন।

তারপর ভাবলাম, 'দেখি মালটারে একটু লৌড়াইয়া দেখি'। দেখলাম, সর্বনাস! এই লোক তো চুড়ান্ত ঠোঁটকাঁটা এবং অসম্ভব আক্রমনাত্বক। তাঁর কিছু কিছু মন্তব্য দেখে আমি একই সাথে ক্ষিপ্ত, 'টাস্কিত' এবং হাসতে হাসতে অস্থির, কারন তিনি ভুল কিছু বলছিলেন না।

আগে একটা সময় আমাদের ব্লগে সাদা পোষাকের বাবুরা নিয়মিত চোখ রাখতেন। তারা সেখানে অন্ধভাবে সরকারের বিভিন্ন গুনগান গাইত। তো একটা পোষ্ট ছিলো, দেশ এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে। সেখানে গিয়ে ব্লগার চাঁদগাজী কমেন্ট করেছিলেন - দেশ পশ্চিমে আগাক, পূর্বে আগাক, উত্তরে আগাক কোন সমস্যা নেই। শুধু দক্ষিনে না আগালেই হলো। কারন সেই দিকে বঙ্গোপসাগর।

এই কমেন্ট পড়ে বেচারারা তব্দা। ভেবেছিলেম ডলা টলা দিবেন কিন্তু খোঁজ খবর নিয়েও কোন লাভ হলো না। এই কমেন্ট পড়ে আমরা কয়েকজন হাসতে হাসতে মুর্ছা গিয়েছিলাম।

যাইহোক, ব্লগার চাঁদগাজী প্রচুর কমেন্ট করেন। ফলে উনার সব মন্তব্য হয়ত চেক করে দেখা সম্ভব হয় না। তাঁকে যারা অল্পতেই বিচার করছেন, এটা সকলের নিজস্ব বিবেচনা। আমাদের কাছেও তিনি শুধুই একজন ব্লগার। নিয়ম মানার ক্ষেত্রে উনাকে এক বিন্দু ছাড়া দেয়া হয় না। বরং তিনি প্রচুর শাস্তি পান। কিন্তু সিরিয়াসভাবে থাকলে তিনি বেশ বিচক্ষন, অভিজ্ঞতা ও মানবিক গুন সম্পন্ন। যারা জীবনের অনেক কঠিন উত্থান পতনকে কাছ থেকে দেখেছেন, নিজ নিজ আদর্শকে পরাজিত হতে দেখে ব্যর্থ হৃদয়ে পরবাসী হয়েছেন, তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই।

তবে, কোন মন্তব্যে যদি কেউ চুড়ান্ত ব্যক্তি আক্রমন করে তাহলে আমাদের জানবেন। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।
ব্লগার চাঁদগাজীকে কিছুদিন আগেও কমেন্ট ব্যান করা হয়েছিলো। প্রয়োজনে তা আবার হবে।

আমি একটা অট টপিক মন্তব্য করব। আশা করি যাদের উদ্দেশ্য করছি তারা বুঝবেন।
এক) যেড এক্স ************ গ্রীন রোড
দুই) 'আমরা' *************** সফুরা/ চট্রগ্রাম।

B-) B-)

@করুনাধারা ভাইঃ আপনি কি বলতে পারেন, এই মাসে আপনার কয়টা পোষ্ট নির্বাচিত পাতায় গেছে?

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫

নীল আকাশ বলেছেন: প্রিয় কা_ভা ভাই, শুভ রাত্রী।
আমার পোস্টে এসে সবাইকে সবকিছু সুন্দর বুঝিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপুর ২টা পোস্ট সম্ভবত নির্বাচিত পোস্টে এসেছে।
আর করুণাধারা, আমি এতদিন ব্লগিং করে যতটুকু জানি উনি মেয়ে, ভাই নন।
চাদগাজীর অশোভন মন্তব্যগুলি পোস্টে থাকলে মন্দ হতো না। উনি কি ধরনের ব্লগীং করেন সবাই জানতে আর বুঝতে পারত।
অনন্তর শুভ কামনা রইল।

৫১| ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


@কাল্পনিক_ভালোবাসা,

আপনি ব্লগিং ভালোবাসেন, আপনার নিজের প্রফেশানকে পছন্দ করেন, এবং ক্রিয়েটিভ মানুষদের সাহায্য করেন; এটি আপনার জন্য প্রশান্তিময় অর্জন।

৫২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কা_ভা ভাইয়ের বিশ্লেষনী মন্তব্যে মোবারকবাদ :)

দৃষ্টি ভঙ্গির ভিন্নতা অনেক কিছুকেই সহজ স্বাভাবিক করে বটে। আর রসবোধের বিষয়টা আপেক্ষিক হেতু যিনি মন্তব্য কারী এবং যার পোষ্টে মন্তব্য হচ্ছে তার সাথে সম্পর্কের মিথস্ক্রিয়া মাথায় রাখাও জরুরী।
ধরুন আপনার সাথে আমার অনেক আন্তরিকতা। আপনার কঠিনতম কথাকেও হেসে হজম করবো সম্পর্কের কারণে।
কিন্তু যার সাথে ফর্মাল রিলেশন তিনি বলতেও সতর্ক থাকবেন, আর আমিও ছেড়ে কইবোনা এটাই স্বাভাবিক। নয়কি?

যা খুশি তাই বলা মানেই সাহসী না। বিবেক বুদ্ধি বাস্তবতা প্রয়োগ করে বলাই জ্ঞান।
আপনি বিজ্ঞ মানুষ। আমাদের মতো হাজার লাখো জনকে নাকে দড়ি ;) :P দিয়ে ঘোরাতে পারেন
আপনাকে গিয়ান দেয়াকি আমাদের মানায় :P
হা হা হা

তবে হ্যা আপনার উদারতা, ব্লগের জণ্য আপনার ত্যাগ অল্প যেটুকু জানি বা দেখি বা অনুভব করতে পারি
তা সত্যি অভিবাদন যোগ্য। ডেডিকেশনের সংগা শিখতে হলে আপনার দিকে চাইলেই বুঝি হয়ে যাবে।
না ভায়া তেলে যে দূর্মূল্য তা মারার অবস্থায় নেই। কারণ অফিসে বেতন বাড়েনি B-)

অফটপিক মন্তব্যে তো মাথঅ ঝিমঝিম!!!!!! :-B
হুম যাদের জন্য করেছেন তারা বুঝলেই হলো

উপস্থিতির জন্য আবারো কৃতজ্ঞতা ও ধণ্যবাদ।

অফটপিক:
আমাদের মুক্তি কতদূর ভায়া?
এটলিষ্ট প‌্যারোলের ব্যবস্থা করা যায় না ;)

৫৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫২

করুণাধারা বলেছেন: পারছি :D, দু'টা। অসংখ্য ধন্যবাদ, কাল্পনিক_ভালোবাসা।

বাংলায় গণিত বিষয়ক পোস্ট দেওয়া কিছুটা ঝামেলার, কারণ গাণিতিক চিহ্ন দেয়া কিছুটা কঠিন। আমি গণিত ভালবাসি দেখে প্রথমে ফিবোনাচ্চি সিরিজ, আর পরে বিশাল সংখ্যা নিয়ে পোস্ট দিয়েছিলাম। আমি চাচ্ছিলাম, যেন এ দুটো পোস্ট নির্বাচিত পাতায় যায়, যেন বেশ কিছুদিন এগুলো থেকে যায়....….এখন "গুগল (Googol), গুগল (Google) আর অন্যান্য" শিরোনামের পোস্টটি নির্বাচিত পাতায় দেখে আমি খুবই খুশি......... ধন্যবাদ আরেকবার!


৫৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই নাবিলার ছবি আঁকলাম।

আঁকার সময় মনে হল যেহেতু নাবিলা মনোবিদ ডাক্তার তাই তার চেহারায়-বিষন্নতা, কৌতুহল ও রহস্যময়তা ফুটে উঠা দরকার।

সেভাবেই আকা হল- দুটি ছবি দিলাম পছন্দ হলে ব্যবহার করবেন।
ভাই নাবিলার ছবি আঁকলাম।

আঁকার সময় মনে হল যেহেতু নাবিলা মনোবিদ ডাক্তার তাই তার চেহারায়-বিষন্নতা, কৌতুহল ও রহস্যময়তা ফুটে উঠা দরকার।

সেভাবেই আকা হল- দুটি ছবি দিলাম পছন্দ হলে ব্যবহার করবেন।

ভাই নাবিলার ছবি আঁকলাম।

আঁকার সময় মনে হল যেহেতু নাবিলা মনোবিদ ডাক্তার তাই তার চেহারায়-বিষন্নতা, কৌতুহল ও রহস্যময়তা ফুটে উঠা দরকার।

সেভাবেই আকা হল- দুটি ছবি দিলাম পছন্দ হলে ব্যবহার করবেন।
ভাই নাবিলার ছবি আঁকলাম।

আঁকার সময় মনে হল যেহেতু নাবিলা মনোবিদ ডাক্তার তাই তার চেহারায়-বিষন্নতা, কৌতুহল ও রহস্যময়তা ফুটে উঠা দরকার।

সেভাবেই আকা হল- দুটি ছবি দিলাম পছন্দ হলে ব্যবহার করবেন।


ছবি ফেস করার পর মন্তব্যটি মুছে দিয়েন।

০২ রা মে, ২০১৯ সকাল ১০:২৫

নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই,
অসংখ্য ধন্যবাদ। ছবিগুলি চলবে। তবে আমার একটা বিশেষ ছবি লাগবে। কি রকম হবে বলছি:-
১। মেয়ে প্রচন্ড নির্যাতনের স্বীকার
২। মানসিক ভাবে অসুস্থ
৩। অস্টদশী মেয়ে
৪। এখন কিছুটা পাগলের মতো আচরন করছে
নাবিলার কাছে এসেছে চিকিৎসার জন্য। মেয়েটার ছবি আঁকুন।
সময় নিন, আমি কেবল লেখা শুরু করেছি।
এইবারের ছবি অন্য কোথাও ঢুকিয়ে দেব।
ধন্যবাদ।

৫৫| ০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটি সবগুলি মন্তব্য সহ পড়লাম।

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই, চাদগাজী কাইজ্জা ছাড়া সবাই আমার সাথেই ছিল। পোস্টে কাজও হয়েছে। মুক্তা নীল আপু এখন সেফ হয়ে গেছেন। আমার মিশন আর প্রজেক্ট ২টাই সাকসেসফুল।
আপ্নাকেও ধন্যবাদ পাশে থাকার জন্য।

৫৬| ০৮ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৫

ঢাবিয়ান বলেছেন: ব্লগার চাঁদগাজী্র অসম্ভব ঝগড়াটে স্বভাবে ব্লগাররা বিরক্ত। উনার বাসার লোকজনের অবস্থা যে কি তাই ভাবছি =p~

০৮ ই মে, ২০১৯ বিকাল ৫:০৮

নীল আকাশ বলেছেন: আমার সন্দেহ চাদগাজী মাল্টিনিক পারসন। কয়েকজন একই নাম ব্যবহার করে। ব্লগে উত্তেজনা বজায় রাখার জন্য একে দায়িত্ব দেয়া আছে। কেন বললাম সেটা ভাল করে ভেবে দেখবেন! আমি ডাইরেক্ট এখন চাদগাজী মন্তব্য দিলেই ডিলিট করে দেই।
মাহে রামাদানের শুভেচ্ছা রইল ভাই।

৫৭| ১৬ ই মে, ২০১৯ রাত ১০:২৮

গোলাম রাব্বি রকি বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে আর সামুর মডারেটরদের ! নেট সমস্যায় বেশকিছুদিন আসতে পারিনি , এসেই দেখি আমিও নিরাপদ ব্লগার :D !

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৩৭

নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে। আমার এই পোস্টে মডারেটর মন্তব্য করতে এসেছিলেন। উনি আপনার এই পোস্টে মন্তব্য পড়েছেন। যাক, এতেই কাজ হয়ে গেছে।
এখন থেকে ভাল ভাল পোস্ট দিন যেন আমরা সবাই আপনার ব্লগে যেয়ে আপনার লেখা পড়তে পারি।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.