নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্টঃ ব্লগের মডারেটর জাদিদ ভাইয়ের জন্য দোয়া চাইছি

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

ব্লগের সম্মানিত মডারেটর মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ ভাই গতকালকে ব্লগের গ্রুপ পোস্টে জানিয়েছেন যে, উনি হঠাৎ রিকশা থেকে পরে যেয়ে পা'য়ে বেশ ব্যথা পেয়েছেন। আমি আজকে উনার সাথে কথা বলার পর জানলাম, উনি এখন মেডিক্যাল ট্রীটমেন্টের আন্ডারেই আছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, উনি যেন খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারেন।

আমি ব্লগের সবার কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাইছি।

ধন্যবাদ।

মন্তব্য ৪৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

করুণাধারা বলেছেন: আল্লাহ যেন উনাকে শিগগিরই সুস্থ করে দেন।

আপনাকে ধন্যবাদ খবরটা জানানোর জন্য।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই মাত্র তার সাথে কথা বললাম,
তিনি আগের চেয়ে সুস্থ্য আছেন
তবে পায়ে এখনো ব্যাথা আছে।
আল্লাহ তাকে তাড়াতড়ি সুস্থ্যতা
দান করুন। আমিন

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: আমীন।
ভালো থাকুন সব সময়।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৭

শের শায়রী বলেছেন: হুম হাড্ডি ফ্রাকচার, এখন লাঠিতে ভড় দিয়ে হাটাচলা চলছে। আশা রাখি শীঘ্রী সুস্থ্য হয়ে উঠবেন।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭

নীল আকাশ বলেছেন: ইনশা আল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
ধন্যবাদ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে.......টেনশানের কিছু নাই।
তবে, ব্যাথা থাকতে থাকতে আমরা ব্লগে এখন ধুমাইয়া কাইজ্জা-ফ্যাসাদ করতে পারি। দেখার কেউ নাই!! :P

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

নীল আকাশ বলেছেন: কার সাথে কাইজ্জা করবেন? নীচে শুভ কামনা কে জানিয়েছে দেখেন!

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য শুভ কামনা রলো।

রিকসায় "সীট বেল্ট" চালু করা হোক।

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

নীল আকাশ বলেছেন: এত সুন্দর মন্তব্য আমি আপনার কাছে এই প্রথম পেলাম।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

জামু বলেছেন: দোয়া ও ভালোবাসা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্যও।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: কার সাথে কাইজ্জা করবেন? এখন বাছাবাছির টাইম নাই, হাতের কাছে যারে পাবো, তার সাথেই.......! সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে! B-)

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

নীল আকাশ বলেছেন: শুরু করে দেন আর আমরা মজা দেখি!

৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

ইসিয়াক বলেছেন: দোয়া রইলো ভাইয়ার জন্য ।আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দিক ।

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আল্লাহ সুবহানাতায়ালা যেন উনাকে শিগগিরই সুস্থ করে দেন।

আপনাকে ধন্যবাদ খবরটা জানানোর জন্য। উনার জন্য শুভকামনা থাকবে সবসময়।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: সাজ্জাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: কার সাথে কাইজ্জা করবেন? এখন বাছাবাছির টাইম নাই, হাতের কাছে যারে পাবো, তার সাথেই.......! সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে! B-)

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৭

নীল আকাশ বলেছেন: সাজ্জাদ ভাই, মফিজ ভাইকে যেয়ে জিজ্ঞেস করুন উনি সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছেন?
একটা কাইজ্জাও তো দেখলাম না এখন পর্যন্ত।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনার সার্বিক সুস্থতা কামনা করছি।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১

নীল আকাশ বলেছেন: হাক ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: উনার সুস্থতা কামনা করছি।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ রাজীব ভাই। কেমন আছেন?
আপনার কাছে একটা জিনিস দরকার ছিল। সময় করে আলাদা ভাবে নক করবো।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
উনার জন্য শুভ কামনা রলো।
রিকসায় "সীট বেল্ট" চালু করা হোক।

রিকশায় সিট বেল্ট চালু করলে বিপদ আরো বেশী হবে।
রিকশার একসিডেন্ট হয় কিভাবে?
পেছন থেকে গাড়ি, সিএনজি বা বাস ধাক্কা দেয়। পড়ে গিয়ে মানুষ ব্যথা পায়। আহত হয়। সিট বেল্ট বাধলেই রিকোশার একসিডেন্ট কমবে না।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

নীল আকাশ বলেছেন: রিকশায় সীট বেল্টের চেয়ে উনার মস্তিকে এটা বেশি দরকার।
মাঝে মাঝে কোথায় কী বলতে হয় সেটা গুলিয়ে ফেলেন।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




Dear Jadid Bhai,
please take rest, eat timely and sleep timely. I am praying for your good health and get well soon.


২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০২

নীল আকাশ বলেছেন: Thanks a lot big brother.

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:
সংবাদটি জানানোর জন্য ধন্যবাদ ।
আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে সে জন্য দোয়া করছি ।


২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩

নীল আকাশ বলেছেন: জী, আলী ভাই। আমার মনে হয়েছিল আপনারা উনেকেই এটা জানে না। আপনাদের জানানোর জন্য এই পোস্ট দিয়েছি।
আপনার সাথে আমিও উনার দ্রুতই সুস্থতার জন্য দোয়া করছি ।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

ময়ূরী বলেছেন: আল্লাহ্‌ ভরসা।।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে, জাদিদ ভাইয়ের জন্য দোয়া করবেন।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

মা.হাসান বলেছেন: উনি রিকশায় করে ঘুরে বেড়ান শুনে কষ্ট পেলাম। কামনা করি উনি যেন শিগ্রই পাজেরো করে ঘুরে বেড়াতে পারেন।

প্রতিদিন ব্লগে ২০-৫০ খানা উন্নত মানের কবিতা আসে। ওনাকে কষ্ট করে সবই পড়তে হয়। এ পর্যন্ত ওনাকে কয়েক কোটি কবিতা পড়তে হয়েছে অনুমান করি। কাজেই জাগতিক ব্যথা ওনাকে স্পর্শ করতে পারার কথা না, সে কারণে ব্যথামুক্তি আর কামনা করলাম না।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

নীল আকাশ বলেছেন: মা.হাসান বলেছেন: উনি রিকশায় করে ঘুরে বেড়ান শুনে কষ্ট পেলাম। কামনা করি উনি যেন শিগ্রই পাজেরো করে ঘুরে বেড়াতে পারেন। তাহলে উনার কষ্টটাও অনেক কমে যেত।
কবিদের উপর এখনও রাগ কমেনি আপনার? ব্যস্ততা এখন কী কিছুটা কমেছে? আমার বইটা নিয়ে ব্লগে পোস্ট দিয়েছি।
শুভ কামনা রইলো।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

আপনি এখনো বাজে মন্তব্য করেন !! যা পাঠযোগ্য নয়
তাই মডারেটর মুছে দিতে বাধ্য হন!! এখনো ভলো হলেন না !!

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

নীল আকাশ বলেছেন: উনি যখন মন্তব্য করেন তখন যেকোন একটা কাজ করেনঃঃ
১। অপ্রাসঙ্গিক মন্তব্য যা লেখার সাথে কোন মিলই নেই
২। ধর্মীয় বিষয়ে কুৎসিত এবং জঘ্ণ্য কোন মিথ্যা কথা বলা
৩। ব্যক্তিগত আক্রমণ যা সবসময়ই শালীনতার সীমা অতিক্রম করে
উনার যত মন্তব্য শুধু আমার ব্লগে ডিলিট করে দিয়েছে, অন্যকোন ব্লগার হলে অপমানে এতদিনে কলাগাছে কাঠাল পাতার রশি গলায় দিয়ে ঝুলে পরতো।
ধন্যবাদ।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা এত বিশাল কান্ড দেখি। আমিতো ভেবেছিলাম ছোট খাট মোচ খেয়েছন।
ইশশ ..
শুভকামনা আর প্রার্থনা রইল। শিঘ্রই সুস্থ হয়ে উঠুন।

@ ভুম ভাই ;) কাইজ্জার উপায় নাই.... দেখলেনতো চাগা ভায়া ১১ নম্বরে কট খাইয়া গেলেন ;) B-)

আফনে ভুইলা গেলেন কেমতে? মাউস ধরতেতো পাও লাগে না =p~
হা হা হা =p~ =p~ =p~ =p~


২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০১

নীল আকাশ বলেছেন: উনি আমাদের উস্কে দিয়ে নিজে সাধু বাবা সেজে বসে আছেন।
ব্লগে এখন কোন ঝগড়াঝাটি হচ্ছে?
পরিবেশটা সুন্দর না?
চাগা সবসময় কটই খায়। ১৮ নাম্বার প্রতিমন্তব্যে।
ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

নীল আকাশ বলেছেন: আপনার বইয়ের খবর কী?
ব্লগে পোস্ট কই?

২০| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: দোয়া, ভালোবাসা এবং শুভ কামনা রইলো

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩১

নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো।

২১| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




দেরীতে জানলুম।

তবে তার পা তো ভাঙবেই, যে হারে মুটিয়ে যাচ্ছে সে। পায়ের হাড্ডি তো দেড়মন ওজন সইতেই লবেজান, তার উপর রিক্সা থেকে পড়ার ধাক্কা। :P

ভাগ্য ভালো যে বড় ধরনের কিছু হয়নি। কাল্পনিক সেরে ঊঠুক এমন প্রার্থনা রইলো। শুভেচ্ছাও রইলো এর সাথে।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: গুরুজী,
খুব বেশি কিছু হয় নি তবে এউনাকে বেশ কিছু দিন রেস্ট নিতে হবে।
আপনার সাথে আমিও প্রার্থনা করছি যেন উনি দ্রুতই সেরে ঊঠুক।
ধন্যবাদ।

২২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

হাবিব বলেছেন: জাদীদ ভাই দ্রুত সুস্থ হোন, দোয়া করি।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩১

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগে আমার বই নিয়ে পোস্ট দেয়া হয়েছে।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

মিরোরডডল বলেছেন: এখন কেমন আছেন ? Hope he’s getting better by this time.

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

নীল আকাশ বলেছেন: কিছুটা সুস্থ তবে উনাকে কিছুদিন রেস্টে থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.