নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কপালে টিপ

২২ শে জুন, ২০২০ দুপুর ২:০৩



বিশেষ দ্রষ্টব্যঃ এই কবিতা আমি এবং শ্রদ্ধেয় ব্লগার কাজী ফাতেমা আপু দুইজন মিলেই লিখেছি। পূর্ণাঙ্গ এই কবিতার কৃতিত্ব সর্ম্পূণ ফাতেমা আপুর! আমি আপুর কবিতার কিছুটা ঘষামাজা করেছি মিল রাখার জন্য।

কবিতাঃ কপালে টিপ

আমি টিপ পরলেই হয়ে যায় বাঁকা,
যত চেষ্টাই করি না কেন হয় না সোজা,
সোজা করে দেয়ার অজুহাতে কপাল ছুঁয়ে দেয়া,
কিংবা অসময়ে অপলকে তাকিয়ে তাকিয়ে দেখা,
কাঠফাটা রৌদ্রেও টেনে আনে ঝরঝরে ব্যাকুল বৃষ্টি।

তুমি কী হবে আমার হৃদয়ের আয়না,
রোজ রোজ সাজবে বলে ধরবে বায়না,
বাঁকা ভ্রুতে কী খুঁজো? কাজলের রেখায় কী বুঝো?
সম্মোহনী চোখ তোমার, চোখে চোখ রাখো গেঁথে,
স্বপ্নপুরীর রাজকন্যা সেজে নিমেষেই যাই হারিয়ে!

খুব ইচ্ছে হয় ম্যালেরিয়ায় কিংবা টাইফয়েড ডেকে আনি,
খুব জ্বর নিয়ে পরে থাকবো তোমার বিছানায়,
চোখের সামনে ছটফট করবো,
কতক্ষণ আর সহ্য করবে তুমি?
কপালে রাখবে হাত, বারবার, জ্বর দেখার অজুহাতে,
কিংবা অচেতন আমি পরে থাকবো বিছানায়,
মাথায় ঢালবে পানি বালতির পর বালতি।

তুমি কী জানো না-
তুমি হাসলেই আমি যেন জলতরঙ্গের শব্দ শুনতে পাই,
তুমি হাসলেই আমি যেন দিগন্ত জোড়া নীল আকাশে উড়ে বেড়াই,
তুমি অবহেলা করলে বুকের ভিতরে ধু ধু মরুদ্যান হয়ে যাই,
তুমি মুখ ফিরিয়ে নিলে আমি ভাঙ্গা কাঁচের মতো শত টুকরো যাই,
তুমি রাগ করলেই আষাঢ়ী বৃষ্টিতে অশ্রুর বন্যা বইয়ে দেই।

তুমি কী জানো না-
তুমি পাশে থাকলেই আমি হয়ে যাই সুখে আনমনা,
তুমি ছুঁয়ে থাকলেই মন হয় সুখে বিহ্বল খঞ্জনা,
তুমি মৃদু হাসলেই খুঁজে পাই আমার বেঁচে থাকার প্রেরণা,
তুমি হাত ছুঁলেই আমি হারিয়ে যাই, অদৃশ্য হই অন্য কোথাও!

তুমি কী জানো না-
তুমি মুখ ফিরিয়ে নিলেই আমি বিষণ্ণতার সমুদ্দুরে খাই হাবুডুবু,
তুমি কথা না বললেই আমি ক্লান্ত ভ্রান্ত, কষ্টের ঘামে ভেজা প্রহর
শোকে ভিজে হয়ে যাই জবুথবু,
তুমি হেলায় রাখলে আমায় খুঁজে পাই সম্মুখে আগানোর দিশা,
তুমি চুপ থাকলেই না বলা হাজার গল্প বলার মনে লাগে তৃষা,
তুমি ভালো না আমায় বাসলে আমি ভেঙ্গে হই খান খান,
তোমার বাঁকা ঠোঁটে কথায় হৃদয়বাড়ি এলোমেলো,
তুমি রেগে গেলেই কানে বাজে মুহুর্মুহু বিষাদের গান।

আকাশ পাতাল সবকিছুই তো পারো করতে-
তবে শুধু পারো না কেন বলতে ভালোবাসি?

@ জোছনাময়ীঃ মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ, ২০২১

প্রেক্ষাপটঃ
আনকোড়া একটা উপন্যাসে, সদ্য প্রেমে পড়া নবীনা লেখিকা তার প্রেমিক’কে পটানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রেমিক মহাশয় পাত্তাই দিচ্ছে না। অগত্যা মনের যত ক্ষোভ কবিতার ছন্দ / অছন্দের ঘুর্ণাবর্তেই লেখা হচ্ছে। নব্য কবির অভিমান এখনও কমেনি। বরং দিন দিন বেড়েই চলছে!

এই উপন্যাসের বেশ কিছু লেখা ধাপে ধাপে এখানে দেয়া হবে গ্রুপের সম্মানিত পাঠকদের মূল্যায়নের জন্য। ভালো না লাগলে অবশ্যই জানিয়ে দেবার অনুরোধ রেখে গেলাম। কাটা/ঘষা/মাজা সব কিছুই চলবে পাঠকের অনুরোধে!


সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুন ২০২০


মন্তব্য ৫১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের দুই লাইনের আগের প্যারায়

তুমি হেলায় রাখলে আমায় খুঁজে পাই না.........

না বাদ গেছে ভাইয়া

অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা :)

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৩৮

নীল আকাশ বলেছেন: না আপু, ৩২ বা ৩৩ নাম্বার লাইনে দেখুন!
তুমি কী জানো না-
তুমি মুখ ফিরিয়ে নিলেই আমি বিষণ্ণতার সমুদ্দুরে খাই হাবুডুবু,
তুমি কথা না বললেই আমি ক্লান্ত ভ্রান্ত, কষ্টের ঘামে ভেজা প্রহর
শোকে ভিজে হয়ে যাই জবুথবু,
তুমি হেলায় রাখলে আমায় খুঁজে পাই সম্মুখে আগানোর দিশা,

থীমের ফ্লো মেলানোর জন্য হালকা কাজ করতে হয়েছে।
সব মিলিয়ে কেমন লেগেছে?

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৪১

নীল আকাশ বলেছেন: ৪ নাম্বার মন্তব্য পড়ুন।

২| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: সুললিত লেখা।

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৫৯

নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা নিরন্তর রইলো আপনার জন্য।

৩| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:৩৫

মা.হাসান বলেছেন: পরবর্তী কবিতা লেখার সময় ভুয়া মফিজ ভাই আর আমাকেও সাথে রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ রইল। আমি ভাবিতেছি সবকিছু বাদ দিয়া এখন হইতে কবিতাই লিখিবো।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০১

নীল আকাশ বলেছেন: আপনার এই মন্তব্য পড়লে ব্লগের সব কবিরা দল বেঁধে কবিতার মিলাদ দেবে।
ওলে আমার মফিজ ভাইরে, আপনি আপনি কোথায় গো?

৪| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:৩৮

মা.হাসান বলেছেন: @ কাজী ফাতেমা ছবি আপা -- মেয়েরা যখন 'না' বলে তখন সেটা হ্যা ধরা নিয়ম। আপনার পাতা থেকে পোস্ট টা আসলে ওখানে না হতো। যেহেতু নীল আকাশ ভাই লিখেছেন , না বাদ দিয়েছেন।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৩৪

নীল আকাশ বলেছেন: ব্লগে এর পর যদি কেউ বলে যে আপনি কবিতা পড়েন না, এড়িয়ে যান, তাহলে তাকে ব্লগে রেড কার্ড দেখনো হবে।
আমি যা বলতে চেয়েছি সেটা আপনি আগেই বলে দিয়েছেন।
কৃতজ্ঞতা নিরন্তর।

৫| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাহ !! চমৎকার টিপ নিয়ে কাব্য!!
চাদের সাথে টিপের কোন তুলনাই হয়না,
তবু কপালের ভাজে চাঁদও যেন হার মেনে যায়,
তোমার লাল টিপ,. একটা ছোট্ট লাল টিপ!!
উভয় কবিকে শুভেচ্ছা।

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৫৮

নীল আকাশ বলেছেন: অসাধারণ একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
মন ছুয়ে যাবার মতো একটা মন্তব্য করেছেন আপনি।
শুভ কামনা রইলো।

৬| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: উপন্যাস ধাপে ধাপে দিবেন ভালো কথা। এটা তো গ্রুপ না। এটা ব্লগ।

কবিতা সুন্দর হয়েছে।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:২০

নীল আকাশ বলেছেন: সেইজন্য তো শুধু কবিতা গুলি আলাদা করে দিচ্ছি।
উপন্যাসের লেখা পুরোপুরি শেষ হয়নি। পুরোটা শেষ হলে সিরিয়াল ধরে পোস্ট দিয়ে যাবো। পাঠকদের বসিয়ে রাখা আমি পছন্দ করিনা।
কবিতা পছন্দ হবার জন্য ধন্যবাদ।

৭| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতা কৃষ্ণমূর্তী নবীনা লেখিকাকে এই গান শোনাতে পারেন। তাতে তিনি নানা উপকরণ পেয়ে যাবার কথা। তাতে কাজ না বুঝতে হবে সমস্যা অন্য কোথাও! - সাধনা বা শক্তি ঔষধালয়ে যোগাযোগ করতে হবে তারা ১ লিটার ধারণ সম্পন্ন বড় এক বোতল সালসা ঔষধ দিবেন তাতে মাথার ভূত নামতে পারে।

তারপরও কাজ না হলে শেষ চিকিৎসা আমার মালেকা ফুফু ( বয়ষ - ৭৪)! মালেকা ফুফুর পাহাড়ি বেতের তুফাইন্না মাইরে কাজ হবেই হবে। মালেকা ফুফু জংলি মাইরে মাথা থেকে প্রেমের ভূত এমন ভাবে নামাবেন যে জীবনে নবীনা লেখিকার মাথায় আর প্রেমের ভূত সওয়ারী হবে না - বিফলে মূল্য ফেরত গ্যারান্টি।

(রম্য মন্তব্য - পুরো গল্প একদিন করবো আশা করছি)

বি: দ্র: আপনি পোস্ট দিয়ে হাওয়া হয়ে যাওয়ার কারণ কি?

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:১৭

নীল আকাশ বলেছেন: না হাওয়া হয়ে যাই নি। ব্লগে বরং নিয়মিত হবার চেষ্টা করছি।

মালেকা ফুফুর ঔষূধ এখন মনে হয় না কাজ করবে! আজকার প্রেম বড়ই শেয়ানা হয়ে গেছে। আটঘাট সবই বুঝে। তার উপর কলিকাতার টিভি চ্যানেলে যেই মন্তর শেখানো হয় তাতে আর সহজে এই ভূত ছাড়ে।
তবে মালেকা ফুফুর ঔষূধ নিয়ে বিস্তারিত গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

আমার অফিস খোলা। তার উপর বাসায় কাজ, নতুন উপন্যাসের লেখালিখি। সব মিলিয়ে সব কিছু ম্যানেজ করে নিচ্ছি।

৮| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! দুজন কবির ঐকান্তিক চেষ্টায় একটা জম্পেশ কবিতা। 'কপালে টিপ' এর সাতকাহন।
কবিতায় ভালো লাগা।
আপনার নতুন উপন্যাসের জন্য শুভেচ্ছা রইল।
অভিনন্দন দু'জনকেই।

শুভকামনা দু'জনকেই।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮

নীল আকাশ বলেছেন: পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা রইলো। ফাতেমা আপু অনেক কষ্ট করে প্রতি কবিতা লিখেছিলেন। উনার জন্যই এত কষ্ট করলাম।
শুভ কামনা রইলো নিরন্তর।

৯| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন:



মা.হাসান বলেছেন: পরবর্তী কবিতা লেখার সময় ভুয়া মফিজ ভাই আর আমাকেও সাথে রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ রইল। আমি ভাবিতেছি সবকিছু বাদ দিয়া এখন হইতে কবিতাই লিখিবো।


জয় হোক কবিতার।

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:১১

নীল আকাশ বলেছেন: ঠিক বলেছনে প্রিয় কবি ইসিয়াক ভাই।
শেষ পর্যন্ত কবিতারই জয় হোক।

১০| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

ইসিয়াক বলেছেন:




চমৎকার কবিতা। দারুণ প্রেমময়।
শুভেচ্ছা দুই প্রিয় কবিকে।

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:১২

নীল আকাশ বলেছেন: মাঝে মাঝে নতুন কিছু করতে করে।
তাই একবার যৌথ প্রযোজনার চেষ্টা করলাম।
আপনাকেও শুভেচ্ছা রইলো।

১১| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:৪০

মিরোরডডল বলেছেন:



দুজনের প্রচেষ্টায় লেখা কবিতা ভালো লেগেছে ।
আরও ভালো লাগলো ছবির মেয়েটির চোখ, খুব সুন্দর ।

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:১৫

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দুইজন লেখক লেখিকার লেখা একজায়গায় একই থীমে নিয়ে আসা বেশ কঠিন কাজ। তাও চেষ্টা করে দেখলাম কেমন হয়?
ছবি অনেক খুজে এনে দিয়েছি। আমার টিপের ছবি দরকার ছিল। চোখ খেয়াল করিনি। আপনি বলার পর দেখলাম। আসলেও সুন্দর। সুন্দর'কে চেনার জন্য সুন্দর মন থাকতে হয়।
শুভ কামনা রইলো।

১২| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:৪২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার এবং মন্তব্য করার জন্য।

১৩| ২২ শে জুন, ২০২০ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ যৌথ কাব্য !!
বেশ লাগে ব্লগের এমন সহ প্রচেষ্টা ।

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপু।
ফাতেমা আপু খুব সুন্দর একটা প্রতি কবিতা লিখেছিল। ভাবলাম দুইটা মিলিয়ে একটা করে দিলে কেমন হয়?
প্রার জন্য কৃতজ্ঞতা রইলো।

১৪| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আজ আমিও একটা কবিতা লিখেছি। অথচ আমি কবিতা লিখতে পারি না। আমার সমস্যা হলো কিছু দিন পরপর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে ভালো লাগে না।

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই,
আমি নিজেও খুব একটা ভাল কবিতা লিখতে পারি না। টাও মাঝে মাঝে চেষ্টা করি। এটা একটা নেশার মতো ব্যাপার। মাথায় ঢুকে গেলে বের না করা পর্যন্ত আর ভালো লাগে না।
লিখতে থাকুন। হুট করেই একদিন দেখবেন দুর্দান্ত একটা কবিতা লিখে ফেলেছেন।
ফিরে আসার জন্য ধন্যবাদ আপনাকে।

১৫| ২৩ শে জুন, ২০২০ রাত ২:১০

শায়মা বলেছেন: বাহ!!

দারুন কাব্য!

২৩ শে জুন, ২০২০ সকাল ১০:১৭

নীল আকাশ বলেছেন: কেমন আছেন আপু? দিন কাল কেমন কাটছে?
এটা বানানোর সময় আপনার যৌথ লেখা বই বসন্তদিনের কথা মনে পড়ছিল।
ধন্যবাদ আপনাকে।

১৬| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা ...

২৩ শে জুন, ২০২০ সকাল ১১:১৬

নীল আকাশ বলেছেন: প্রিয় ভাই কেমন আছেন আপনি?
অনেক দিন পরে আপনার সাথে কথা হচ্ছে।
আশা করছি সবসময় ভালো থাকবেন।
পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো আছি :)

আপনিও ভালো থাকুন। শুভকামনা রইলো।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:০৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই আবার ফিরে আসার জন্য।

১৮| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:৫১

জে.এস. সাব্বির বলেছেন: প্রেম থেকেই যে কবিতার সৃষ্টি সে কবিতা সবসময়ই ভালো লাগে। আপনার উপন্যাসের অপেক্ষায় থাকবো।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৩৮

নীল আকাশ বলেছেন: আমার ছোট্ট এই ব্লগবাড়ীতে আপনাকে সুস্বাগতম। আশা করছি নিয়মিতই আপনাকে এখানে দেখবো।

এই পৃথিবীর সব কবিতাই প্রেম থেকে সৃষ্টি হয়। মানব প্রেম থেকে শুরু করে জাগতিক সব প্রেম। প্রেম ছাড়া কিছুই নেই।
সৃষ্টি কর্তা স্মরণ করাও একধরণের প্রেম।

আপনার উপন্যাসের অপেক্ষায় থাকবো।
ইনশা আল্লাহ যদি বেঁচে থাকি ২০২১ এর বইমেলায় দেখা হবে আমাদের।

শুভ কামনা রইলো নিরন্তর।

১৯| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুজনকেই অভিনন্দন। কবিতা ঝড়ঝড়ে হয়েছে।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৩৩

নীল আকাশ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ যৌথ কবিতা পড়ার জন্য।

২০| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:২৪

তারেক ফাহিম বলেছেন: প্রিয় গল্পাকার, কেমন আছেন?

ব্লগে পাঠক পরিচিতিটাও ধরে রাখতে পারছি না।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭

নীল আকাশ বলেছেন: ইস কতদিন পরে আপনাকে দেখলাম। কেমন আছেন ভাই?
আমি ভাল আছি।
দিনকাল যেই খারাপ হচ্ছে, সবার সাথে যোগাযোগ রাখাই কঠিন।
সুস্থ থাকুন নিরাপদে থাকুন সব সময়।

২১| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৪৯

পদ্মপুকুর বলেছেন: বাহ, ব্লগে এখন যূথবদ্ধ চলার বেশ চল দেখছি। ভালো। আমরাও একটা গল্প লিখেছিলাম, ওখানে এখন পর্যন্ত চারজন অংশগ্রহণ করেছেন। চাইলে আরও যে কেউ অংশগ্রহণ করতে পারেন।

যদিও রবীঠাকুর বলেছেন - যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে... এখন ডাকলেই অনেককে সাথে পাওয়া যাচ্ছে দেখছি। আরও দুজন অলরেডি ডাক শোনার ইচ্ছে প্রকাশ করেছেন। ভাল্লাগলো। একতায় বল।

তুমিময় কবিতায় জ্বর থেকে ম্যালেরিয়া, টিপ পড়া থেকে মরুদ্যান, আকাশপাতাল সবই এসেছে। 'তুমি' কে একেবারে পৃথিবীময় বিস্তৃত করে দিয়েছেন। আর কি বলবো, এমনিতে কবিতা বুঝি না।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৪৩

নীল আকাশ বলেছেন: ভাইরে,
করোনা কালীন সময়ে বাসায় পারিবারিক অনেক সময় দিতে হচ্ছে।
ব্লগেও এখন আর নিয়মিত আসা হচ্ছে না। আপনাদের যৌথ গল্পটা পড়ার ইচ্ছে আছে। ৪টা পর্ব পোস্ট হয়েছে। নিজের একটা উপন্যাস লেখা নিয়ে অনেক ব্যস্ত। সুযোগ পেলে আর প্লট মাথায় এলে দেখবো কী করা যায়?

তুমিময় কবিতায় জ্বর থেকে ম্যালেরিয়া, টিপ পড়া থেকে মরুদ্যান, আকাশপাতাল সবই এসেছে। 'তুমি' কে একেবারে পৃথিবীময় বিস্তৃত করে দিয়েছেন। আর কি বলবো, এমনিতে কবিতা বুঝি না।

না বুঝেই কবিতা ব্যপ্তি নিয়ে যা বলে ফেলেছেন সেটাও বা কয়জন পারে?
শুভ কামনা রইলো নিরন্তর।

২২| ২৪ শে জুন, ২০২০ রাত ৩:৪৩

সোহানী বলেছেন: দুই কবি প্রতিভার জন্য একরাশ ভালোবাসা।

সত্যিই অসাধারন।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। ভিন্ন রকমের একটাচেষ্টা করে দেখলাম কেমন হয়!

২৩| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:৪১

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ,
আপনার এবং ছবি আপার যৌথ কবিতা খুবই সুন্দর
হয়েছে । ডেসপারেটলি কাউকে ভালবাসলে আবেগটা মনে
হয় এমনই হয় তার প্রকাশ করেছেন আপনারা সুন্দরভাবে।
অনেক শুভকামনা রইলো ‌ আর নতুন উপন্যাসের জন্য
অপেক্ষায় রইলাম।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: যৌথ কবিতা অদ্ভুত আইডিয়া প্রথম আমার মাথায় এসেছে।
আমি একটা কবিতা আমার ফেবুর গ্রুপে লিখে দেয়ার পর ফাতেমা আপু সেটার প্রতি কবিতা লিখে দিলো।
আপুর কবিতা পড়ার পর মনেহলোএই দুইটা মার্জ করে দিলে ভালোই লাগবে। সেখান থেকেই এটা বানিয়েছি।
আপুর কবিতা আমাকে কিছুটা ঘষা মাজা করতে হয়েছে।
নতুন উপন্যাসের জন্য জোর চেষ্টা চলছে।
ভালো থাকুন আর নিরাপদে থাকুন।

২৪| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:০৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: As a writer you should write a novel to exercise your creativity, resulting in a creation, not modify or update your art based on what the readers would think or prefer. Do not try to please others with your writing. :)

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১৩

নীল আকাশ বলেছেন: 'শবনম' - বইমেলা ২০২০'তে আমার প্রথম প্রকাশিত বই
একটা উপন্যাস প্রকাশ হয়েছে। বেশ ভালোই চলেছে প্রথম বই হিসেবে। ইচ্ছে আছে আরো লেখার। কাজ চলছে করোনার সময়ে বাসায় বন্দী জীবনে।
তবে আমি সবধরণের লেখাতেই স্বাচ্ছন্দ বোধ করি।
আপনি কী এটা পরেছেন?
পাঠ প্রতিক্রিয়াঃ সাদাত হোসাইনের অর্ধবৃত্ত
আপনি যেই ধরণের পাঠক তাতে এটা ভালো লাগবে।

ভালো থাকুন আর নিরাপদে থাকুন।

২৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২৯

মুবিন খান বলেছেন: কবিতা ভালো লেগেছে। ভীষণ রোমান্টিক।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই। সামুর নোটিফিকেশন এর সমস্যার কথা আর নতুন করে কি বলবো? আমি জানতামই না আপনি এখানে মন্তব্য করেছে। একটা জিনিস দেখতে এসে দেখি আপনার মন্তব্য!
অসংখ্য ধন্যবাদ কবিতাটা পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.