নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
যেইসব মেয়েরা বৌ থাকতে ভালো শ্বাশুড়ি পায় না, আবার নিজে শ্বাশুড়ি হলে ভালো বৌ পায় না, তাদের সবার জন্য সমবেদনা এবং নারী দিবসের শুভেচ্ছা।
ভেবেছিলাম নারী দিবস উপলক্ষে কোন ইসটাটাস দিবো না।
সারাবছর নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে মাত্র একদিন বিশেষ কোন দিবস পালনের আমি পক্ষপাতী নই।
একজন মেয়ে মাত্রই আমার কাছে সম্মানিত মা, স্ত্রী, বোন এবং সন্তান।
মাত্র একদিন ঘটা করে এইসব গ্যালারী শো-অফ না করে সারাবছর তাদের সবজায়গায় সবসময় যথাযোগ্য সম্মান দিন।
ফেসবুকে সহ সোশাল মিডিয়া গরম করে, বাসায় যেয়ে কাজের মেয়ে পিটিয়ে, বৌ'কে মুখ খারাপ করে গালি দিয়ে, সুযোগ পেলেই অন্যমেয়েদের যৌন নির্যাতন করে এইসব নারী দিবসে যত ইচ্ছে বাণী দিতে পারেন, কোনই লাভ হবে না।
ইসলামে সুস্পষ্ট ঘোষনা করা হয়েছে, মায়ের পদতলেই প্রতিটা সন্তানের জান্নাত।
কোন পুরুষ'কে এই সম্মান দেয়া হয়নি।
নারীদের এই সসম্মান সারা বছর ধরে, সারাজীবনের জন্য।
ইসলামের সারা বছরের বিধান পরিপূর্ণভাবে না মেনে, একদিন মাত্র ঢাকঢোল পিটিয়ে উদযাপন করার নামে সোশাল মিডিয়া এসে ভণ্ডামী করে বেড়ানো ধৃষ্টতার সামিল।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ ২০২১
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬
নীল আকাশ বলেছেন: সারা বছর দেশের ভিতর কত শত মেয়ে নির্যাতনের স্বীকার হয় তাদের নিয়ে কোন দিবস কি পালন করা হয়?
একদিন নারী দিবস পালন করে কী উদ্ধার করবেন আপনার সেটা আগে বলে যান!
তনু হত্যার বিচার কি এখনও হয়েছে?
২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
নারী নবী আসার সম্ভাবনা আছে, নাকি আল্লাহ নারীদের পছন্ড করেন না?
আপনার এইসব পোষ্ট মেয়েরা পড়লে, আপনি চির কুমার হয়ে থাকার সুযোগ পাবেন।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:২০
নীল আকাশ বলেছেন: কিছুদিন আগে বাসায় নিয়মিত আয়না মুখ দেখতে বলেছিলাম। এভাবে যে অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন ভাবতে পারি নাই !
৩| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: “ মায়ের পদতলেই প্রতিটা সন্তানের জান্নাত।”
রেফারেন্স দিবেন।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩১
নীল আকাশ বলেছেন: সবাইকে এককাতারে ফেলে দিবেন না। আমি সবার মতো না। আমাকে প্রশ্ন করার চিন্তা করে করবেন।
নিন নীচে এই হাদিসের পূর্ণাঙ্গ বিবরণ দিলামঃ
خْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ طَلْحَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ، أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»
হযরত মুআবীয়া ইবনে জাহিমা সালামী (রা.) বলেন, আমার পিতা জাহিমা একদা রাসূল ﷺ এঁর খেদমতে এসে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছে করেছি। তাই আঁপনার নিকট পরামর্শ করতে এসেছি। রাসূল ﷺ বললেন, তোমার মা (জীবিত) আছেন কি? তিনি বললেন,হ্যাঁ। রাসূল ﷺ বললেন «فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»
তার খেদমতে লেগে থাকো। কেননা জান্নাত তার দু’পায়ের নিচে।
*****দলিল*****
*১. সুনানে নাসাঈ শরিফ,৬/১১ পৃ: হাদিসঃ৩১০৪
*২. বায়হাকী,শুয়াবুল ঈমান,১০/২৪৮ পৃ:, হাদিসঃ৭৪৪৯
*৩. হাকিম,আল- মুস্তাদরাক,২/১১৪ পৃ. হাদিসঃ ২৫০২ ও ৪/১৬৭ পৃ. হাদিস: ৭২৪৮।
*৪. আবি শায়বাহ,মুসান্নাফ,৫/২১৯ পৃ. হাদিসঃ ২৫৪১১ ও ৬/৫১৮ পৃ: হাদিসঃ ৩৩৪৬০
*৫. নাসাঈ,আস্-সুনানিল কোবরা,৪/২৭২ পৃ. হাদিসঃ৪২৯৭
*৬. মুসনাদে আহমদ, ২৪/২৯৯ পৃ. হাদিসঃ ১৫৫৩৮
★হাদিসের মান যাচাই★
*(ক.) অসংখ্য ইমামগণ হাদীসটিকে সহীহ তথা প্রমাণযোগ্য বলে মন্তব্য করেছেন।ইমাম হাকেম ও হাফেজ যাহাবী (রহ.) বলেন:
المستدرك على الصحيحين للحاكم (2/ 114)
هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ ”
[التعليق – من تلخيص الذهبي] 2502 – صحيح
হাদিসটি সহীহ। যদিও সহীহ বুখারী ও মুসলিম এর মাঝে সংকলন করা হয় নি-ইমাম হাকেম।
হাদিসটি সহীহ-হাফেয যাহাবী। মুসতাদরাকে হাকেম-২/১১৪, হাদীস-২৫০২।
এখন সন্তুষ্ট হয়েছেন?
৪| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:২৯
সোহানী বলেছেন: যদি প্রতিটি দিন নারীর জন্য নিরাপদ হতো তাহলে এ ধরনের দিবস পালন হতো না !
যদি প্রতিটি দিন নারী তার প্রাপ্য অধিকার বুঝে পেতো তাহলে এ ধরনের দিবস পালন হতো না !
যদি প্রতিটি দিন নারী তার কথা মুখ ফুটে বরতে পারতো তাহলে এ ধরনের দিবস পালন হতো না !
ভালো থাকুন।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:২২
নীল আকাশ বলেছেন: এটাইও তো পোস্টের মূল প্রতিপাদ্য বিষয়।
মেয়েদের কেন অধিকার আদায় করার জন্য সংগ্রাম করতে হবে?
মেয়েদের অধিকার তো ইসলামে সুস্পষ্টভাবে বলে দেয়াই আছে।
সেটা না মেনে আউল ফাউল বুঝালে কোন কাজই হবে না।
৫| ০৯ ই মার্চ, ২০২১ ভোর ৪:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নারী অধিকার বঞ্চিত।
উন্নত দেশেও নারী এখনো অনেক ক্ষেত্রে বঞ্চিত।
এসব স্মরন করতে একটা দিনে সবাইকে সচেতন করা হলে কারো সমস্যা হওয়ার কথা না।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:২৫
নীল আকাশ বলেছেন: এখানেই তো ভুল করলেন!
সচেতন করবেন কারণ এটা করতেই হবে । কিন্তু মাত্র একদিন কেন ৩৬৫ দিনের মাঝে?
নারীদের সম্মান করতে শিখুন পরিবারের ভিতর থেকে, বাল্যকাল থেকে । এবং সেটা চলবে জীবনের বাকি দিনগুলি জুড়েই।
৬| ০৯ ই মার্চ, ২০২১ ভোর ৬:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী আপনি কেমনে জানিলেন আপনার নেমেসিস্ এখনো চিরকুমার আছেন ?
০৯ ই মার্চ, ২০২১ রাত ৯:৫০
নীল আকাশ বলেছেন: ভাইরে, পাগল ছাগলের কথার কোন ইস্টেশন আছে? আমি ইতিমধ্যেই তিন বাচ্চার বাপ!
বেশ আগের একটা পোস্টে ব্লগার পান-সুপারি বলেছেন: .... নিকের মালিক একজনই। বর্তমানে ব্যক্তিজীবনে সে পেশাগত এবং পারিবারিক জীবনে চরম ব্যর্থ একজন মানুষ। নিজের ব্যর্থতা ভুলার জন্য ব্লগে সে একরকম সাইকোপ্যাথের মত আচরণ করে। যারে তারে খোঁচানি তার ব্লগিয় স্বভাব যেইটা বাস্তবজীবনে করতে সে কোনদিন সাহসও পায় নাই: কথাটা তাকে ব্যক্তিজীবনে চিনে এরকম একজনের বলা।
৭| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৯:২০
নেওয়াজ আলি বলেছেন: গতকাল নারী দিবস নিয়ে যেত সুন্দর সুন্দর লেখা আসছে সবার মন এমন সুন্দর হলে নারী নিরাপদ থাকতো ন্যায্য অধিকার পাইতো
১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৬
নীল আকাশ বলেছেন: সহমত। এবং নারীদের অধিকার নিয়ে আর কোন তর্ক বিতর্কও উঠে আসতো না। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।
৮| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নারী ও পুরুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দেয়ার জন্য এই দিবস। পুরুষকে নারীর প্রতিপক্ষ বানানোর জন্য এই দিবস। পরিবার প্রথাকে চ্যালেঞ্জ করার জন্য এই দিবস যেন আমার বউ আমাকে বিরোধী পক্ষ ভাবে।
১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৯
নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন। পাশ্চাত্য এইসব সংস্কৃতির আসল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বাসার বাইরে করে আনার এবং লোভী গাদাগাদা পুরুষের হাতে ভোগ্যপন্যের মতো তুলে দেয়া।
এইজন্যই এই পোস্টের মাধ্যমে আমি প্রতিবাদ করলাম।
৯| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৮
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ভাল লিখেছে। এইসব দিবস আসলে ভুয়া জিনিস। এইগুলি হচ্ছে বিরাট মার্কেটিং। এই দিবসের নামে কত বেচা বিক্রি হয় তার হিসাব দেখুন যেয়ে।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:১৮
নীল আকাশ বলেছেন: পাব্লিক তো না বুঝেই বেহুদাই হাউকাউ করে।
সারা বছর বাসায় কিংবা রাস্তাঘাটে নারী নির্যাতন করে ফেসবুকে এসে নারী দিবস নিয়ে ইসটাটাস দেয়!
১০| ০৯ ই মার্চ, ২০২১ রাত ৯:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে।
শুভেচ্ছা জানবেন।
১০ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ সহমত হবার জন্য।
শুভ কামনা এবং শুভ রাত্রী।
১১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সারা বছর দেশের ভিতর কত শত মেয়ে নির্যাতনের স্বীকার হয় তাদের নিয়ে কোন দিবস কি পালন করা হয়?
একদিন নারী দিবস পালন করে কী উদ্ধার করবেন আপনার সেটা আগে বলে যান!
তনু হত্যার বিচার কি এখনও হয়েছে?
নির্যাতনের শিকার হয় প্রচুর নারী কথা সত্য। অনেক নির্যাতনকারী কিন্তু শাস্তি পাচ্ছে।
একটা ইট দিয়েই বিশাল অট্রালিকার ভিত্তি স্থাপন করা হয়। কাজেই একদিন নাঈ দিবস পালন করে অনেক কিছুই পাওয়া যায়।
ফেনীর নুসরাত হত্যার বিচার কিন্তু হয়েছে। বরগুনার রিফাত হত্যার বিচার হয়েছে।
০১ লা মে, ২০২১ বিকাল ৩:২৭
নীল আকাশ বলেছেন: বরগুনার রিফাত হত্যার বিচার হয়েছে।
কিসের মধ্যে কী নিয়ে আসলেন?
এর সাথে নারী নির্যাতনের সর্ম্পক কী?
এখানে তো নারী নিজের ঘাতক!
১২| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:১০
ওমেরা বলেছেন: ইসলাম নারীকে সর্বোচ্চ অধিকার দিয়েছে , তার জন্য কোন দিবসের প্রয়োজন নেই । প্রয়োজন হল ইসলাম সম্পর্কে জানা ও মানা প্রতিটা মানুষের ।
তাহলে কেউই কারো অধিকার হরন করবে না। অধিকার আদায়ের জন্য কোন আন্দোলন করতে হবে না ।
১৪ ই মার্চ, ২০২১ রাত ১:১২
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপু।
আমার পোস্টের মূল থীম এতাই। মেয়েদের অধিকার এর জন্য মাত্র একদিন কেন? তারা তো সারাজীবন ঘরেই সম্মানিত থাকার কথা। ইসলামের আর্দশ আগে বাস্তবায়ন করতে হবে।
শুভ কামনা।
১৩| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাউকাউওয়ালারা যদি বুঝতো আর জানতো ইসলাম
বেগুনি রঙ শাড়ী আর কপালে বড় টিপ দিলেই নারী দিবস পালন হয়ে যায়
০১ লা মে, ২০২১ বিকাল ৩:৩১
নীল আকাশ বলেছেন: বেগুনি রঙ শাড়ী আর কপালে বড় টিপ দিয়ে তো যায় আকাম কুকাম করতে, বিক্রি হতে। ইসলাম তো আর এইসব বেহেল্লাপণা এবং নোংরামী সমর্থন করে না। এই জন্য এদের সকল সমস্যা মূল বিন্দু হচ্ছে ইসলাম। ধরে ধরে ফতোয়া অনুসারে পশ্চাতদেশে দোররা মারতে মারলে কাজ হয়ে যেত।
১৪| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩১
করুণাধারা বলেছেন: আমি নারী দিবস নিয়ে এতটাই বিরক্তবোধ করি যে এ সংক্রান্ত কোন পোস্ট পড়ি না।
হাউকাউ তো হবেই, খালি কলসিই বেশি বাজে... বেগুনী কাপড় পড়ে ঘোরাঘুরি করাই এখন নারীর মহিমা।
০১ লা মে, ২০২১ বিকাল ৩:৩৫
নীল আকাশ বলেছেন: খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। নারী দিবস হচ্ছে আসলে একটা বিশাল মার্কেটিং। এর সাথে অনেক কিছু বানিজ্য সংযুক্ত। হোটেলে রুম ভাড়া থেকে দোকানে কাপড় বিক্রি সবই জড়িত।
সারাবছর বাসায় কাজের বুয়া পিটীয়ে এরাই বাইরে এসে বড় বড় গলায় নারী দিবস নিয়ে বক্ততা দেয়।
১৫| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
জুল ভার্ন বলেছেন: নারী ও পুরুষ বিভাজনের জন্য এই দিবস।
০১ লা মে, ২০২১ বিকাল ৩:৪১
নীল আকাশ বলেছেন: দারুন বলেছেন এবং এটা ইচ্ছেকৃতভাবেই করা হয়েছে।
শুভ কামনা।
১৬| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: এগুলো সব কর্পোরেট মার্কেটিং এর কারসাজি। নারীকে ঘটা করে সম্মান জানানোর জন্য কোন বিশেষ দিবসের প্রয়োজন নেই, যেমন নেই বাবাকে এবং মাকেও। ওনারা এমনিতেই চির সম্মানীয়।
আপনার পোস্টে এবং মন্তব্যে হাদিসসহ বিষয়টি ব্যাখ্যা করেছেন, সাড়ে চুয়াত্তর এর মন্তব্যটাও স্বব্যাখ্যাত।
০১ লা মে, ২০২১ বিকাল ৩:৪৭
নীল আকাশ বলেছেন: দুঃখিত অনেক পরে আসার জন্য। ইদানিং ব্লগে আসা হচ্ছে না ব্যস্ততার জন্য।
আমি উপরে সবাইকেই বলেছি, এটা বানিজ্যিক স্বার্থেই বানানো হয়েছে এবং সুবিধাবাদীর এটা নিজের প্রয়োজনে ব্যবহার করে।
ব্লগার নুরুলইসলা০৬০৪ এর ইসলাম নিয়ে বিশেষ চুলকানী আছে। উনি আমাকে উনার নিজের মতো কপি পেস্ট লেখক মনে করেছে। ইসলাম নিয়ে পড়াশুনা আমার খুব পছন্দের বিষয়। এটা উনি ভুলে গিয়েছিলেন।
এটা ধর্মীয় পোস্ট না দেখে হাদিস লেখার ভিতরে দেই নি।
ধন্যবাদ এবং শুভ কামনা।
১৭| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: নারী দিবস , পুরুষ দিবস এগুলো কোন ভাল কাজের কিছু না। মিডিয়া এমনভাবে এগুলো প্রমোট করে যে এটা না হলে নারীরা মানুষের সম্মান পেত না।
আর কিছু লোক এটা নিয়ে মাতামাতি করে দিন শেষে সেই নারীর শত্রু।
০১ লা মে, ২০২১ বিকাল ৩:৫২
নীল আকাশ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। নারী ও পুরুষ বিভাজনের জন্য এই দিবস সৃষ্টি করা হয়েছে । আসলে আর মাধ্যমে নারীদের শত্রু বানানো হয়েছে। সারাবছর দেশের ভিতর কত শত মেয়ে নির্যাতনের স্বীকার হয় তাদের নিয়ে কোন দিবস কি পালন করা হয়?
একদিন নারী দিবস পালন করে কী উদ্ধার করবে এরা সেটা আগে জানা দরকার?
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: মা বোনদের জন্য একটা দিবস আপনার কাছে হাউকাউ লাগছে???!!!
আপনি মানুষ না জালিম??