নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট গল্পোঃ ভয়

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৯


অামাদের গ্রামে কুস্তি খেলা হচ্ছিলো। এলাকার শ্রেষ্ঠ কুস্তীগির কুস্তি করছিল। মফিজ যাচ্ছিলো সেখানে।
আমিঃ কোথায় যাচ্ছো
মফিজঃ কুস্তি খেলতে
আমিঃ অাবার মার খেয়ে এসোনা
মফিজঃ আমিকি আর অাগের মতো অাছি। দেখিয়ে দেবো অাজ।কাল পত্রিকায় খবর দেখবেন।
আমিঃ সাবধানে। ওরা কিন্তু সাইজ করেদিবে
মফিজঃ আমি কারো ভয় পাইনা...


মফিজ সেখানে গিয়ে কুস্তীগিরদে সাথে চ্যালেঞ্জ করে খেলায় নেমে পড়লো।

আসলে মফিজ পেশাদার কোন কুস্তিগির নয়। একটু আবেগি, ভিতুও বটে। যথারিতি খেলা শুরু হলো। ভয়ে দুর- দুর করে ককাপছে।দুই তিন বার মার খেয়ে দিয়েছে ভৌ দৌড়। আমি বাসার সামনে খাটিয়ায় বসেছিলাম। দেখি সেই রকম দৌড় দিয়েছে।পিছে ফিরা ফিরি নয়। আমি কৌতুহলি হয়ে প্রশ্ন রলাম
আমিঃ দৌড়াও কেন
মফিজঃ দৌড়াবো না ভয় করি কার!!!

শিক্ষাঃ ভয়ে থেকেও নিজের সাহস প্রকাশের চেষ্টা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৭

সিকদার বাড়ীর পোলা বলেছেন: +++++++++++++++

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: :|| :( :D :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.