নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

খুজে ফিরি বিশ্বাসে

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪২




ডাষ্টবিনের ময়লার মধ্যে
হাটতে হাটতে খুজে চলেছি
পাক পবিত্র পণ্য দ্রব্য
কেউ কিছু বলবে
হাসবে কেউ কেউ
তবুও থামবে না পথ চলা
অনেক পথ চলেছি
পথ চলা থেমে যায়নি এখনও

প্রগাঢ় অাশার ঝুলি সম্বল করে
শুরু করেছি পথ চলা
শূন্য থেকে অসীমের দিকে
অামি হতাশ নয়
হতাশ হয়ে পড়িনি
চাতক চোখে চেয়ে অাছি
বৃষ্টি বা শিশিরের জন্য
প্রতিদান দিবেন মহান মালিক
বড় অাশা বুকে বেধেছে বাসা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১১

অরুনি মায়া অনু বলেছেন: সব ছাইয়ের মাঝে অমূল্য দ্রব্য নাও থাকতে পারে

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ অরুনি মায়া অনু। তবে থাকতে পরে এই অাশা নিয়েই পথচলা শুরু হোক। কারণ এতে অন্তত্য কিছুটা হলেও নতুন কিছু সৃষ্টি হবে। অামরা অাশাবাদি হতে চেষ্টা করি

২| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ, মূল্যবান সময় ব্যয় করে মন্তব্য করার জন্য।
শাহরিয়ার কবির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.