নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
পত্রিকাই প্রকাশিত অামার একটি কবিতা।
অতৃপ্ত বাসনাগুলো অাজ কুরে কুরে খাচ্ছে
হৃদয় অাকাশে সোনালী স্বপ্ন
কেমন জানি মলিন হয়ে যাচ্ছে।
সুন্দর এক পৃথিবী গড়তে চেয়েছিলাম
চেয়েছিলাম স্বপ্নকে ধরতে
স্টিয়ারিং কাটা গাড়ীর মতো
গতিপথ বদলে চলেছি অজানার দিকে
পথ-ঘাট অপরিচিত
সামনে চলতেই অাছি।
যখন ফিরি প্রভুর দিকে
হৃদয় অাকাশে ভেসে ওঠে
প্রভাতের সোনালী সূর্য
সিক্ত করে প্রভাতের মুক্ত হাওয়া
ভালো লাগে সবই
তুমি ছাড়া এ বন্ধুর পথে
অার কোন পাথেয় নেই।
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: যখন ফিরি প্রভুর দিকে
হৃদয় অাকাশে ভেসে ওঠে
প্রভাতের সোনালী সূর্য
সিক্ত করে প্রভাতের মুক্ত হাওয়া
ভালো লাগে সবই
পড়ে ভালো লাগল ।
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে কিভাবে লিখেন -- দারুন দারুন এবং দারুন
২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ।
অনুপ্রাণিত হলাম।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২২
অরুনি মায়া অনু বলেছেন: আল্লাহ্ মহান,
কেউ নাহি আর তাঁর সমান।
৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য-
ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৬
রক্তিম দিগন্ত বলেছেন:
অভিনন্দন।
ভাল লাগলো কবিতা। +
৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভেচ্ছা জানবেন
অনুপ্রাণিত হলাম।
৬| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫
দূর দ্বীপবাসী বলেছেন: অসাধারণ, কবি প্রতিভা।
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: অভিনন্দন।