| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামিউল ইসলাম বাবু
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

কাল রাতে বাঘ দেখেছি জানো
যখন আমি ঘুমিয়ে ছিলাম একা
অমনি তখন স্বপ্নে এসে বাঘ দিয়েছে দেখা
বিশাল আমি ভয় পেয়েছি উড়ে গেছে প্রাণও
বাঘের থাবায় প্রচন্ড যে শক্তি
বনের শান্তি বাঘে করে ভঙ্গ
নিরীহ সব পশুর সাথে করে শুধু জঙ্গ
বনের সকল পশু করে তাই ভক্তি
বনের ভিতর বাঘে অবাধ বিচরণ
সবাই তাকে সাবধানে যায় এড়িয়ে
ওদের মতো সুখি ওরা বনের ভিতর বেড়িয়ে
সহ্য করা যায়না বাঘের এসব বুনো আচরন
তাইতো আমি পণ করেছি
বনবাদড় আর রাখবোনা
স্বপ্নে আমি বাঘের ছবি দেখবোনা
বনকেটে তাই উজাড় করবো মন করেছি
#Save Sundarban #Save Environment #Save Bangladesh 
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
কবির ভাষায় প্রতিবাদ করতে হলে আরো ভাব ঢালতে হবে কবিতায়; ভালো হয়নি তেমন