নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ভুল

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮



মনের অজান্তে
সকাল বা দিনান্তে
চলতে ফিরতে
হাসতে খেলতে
ছোট কিবা বড়
যদি ফাদে পড়
হয়ে যাবে ভুল
সন্দেহ নেই এক চুল
সাবধানে পথ চলা
মেপে মেপে কথা বলা
ছোট্ট একটি ভুল
তারও তো নেই মাশুল
ভুল করে তাই
ভুল করলে ভাই
ভুল বুঝোোনা এই অামায়
দিও একটু ঠাই

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কানিজ রিনা বলেছেন: দাঁদ খানি চাল মসুরের ডাল চিনিপাতা দই
ডিমভরা কই দুটি পাঁকা বেল। পথে হেটে
চলি মনে মনে বলি পাছে হয় ভুল,
মা তবে রাগ করে ছিরে দিবে চুল।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: দাঁদ খানি চাল
মসুরের ডাল
চিনি পাতা দই
ডিম ভরা কই
দুটি পাঁকা বেল।
পথে হেটে চলি
মনে মনে বলি
পাছে হয় ভুল,
মা তবে রাগ করে
ছিরে দিবে চুল।


সুন্দর একটি কবিতা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

...........শুভেচ্ছা জানবেন।






২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:


জনাবা, কানিজ রিনা অাপু। অাপনি অার নতুন ব্লগ লিখোন না কেন, জানতে পারি কি?

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭

জিসান অাহমেদ বলেছেন: ভালোলাগা...........

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন:




মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ভুল তো হবেই ভাই কারন মানুষ মাত্রই ভূল

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন:





ধ্রুবক অালো সহমত।


তবে ভুল করে কখনো ভুল করলেই
অালেয়ার অালোতে পথ হারালেই

মনকে যে বোঝানো হয়ে যায় দায়
কোন পথে কি করি পাইনা উপায়।


ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.