নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সামু কি হ্যাং হয়ে গেছে

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭



সামুর পুরাতন সমস্যা নতুন করে শুরু হচ্ছে।

লিখছি প্রকাশ হচ্ছেনা।

উহ!

বিরক্তি কর...

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০

ফরিদ আহমাদ বলেছেন: এইতো প্রকাশ হইছে

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাজ সকালে অনেক চেষ্টা করেও অামার অারেকটি লিখা প্রকাশই করতে পারেনি।

বোঝা যাচ্ছেনা কি সমস্যা।

এর অাগেও এমন অনেকবার হয়েছে।

এ থেকে কি বুঝবো?

কি বোঝার অাছে?

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই বিরক্তি কর...:):)

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

অনেক দিনপর অাপনার সাথে দেখা।

ভালো অাছেন ভাই।

শুভেচ্ছা জানবেন।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

সাদা মনের মানুষ বলেছেন: হচ্ছে তো

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হচ্ছে।

কিন্তু সকলে যখন বারবার চেষ্টা করেও হচ্ছিলোনা। তখন খুব খারাপ লাকছিলো। অাসলে বোঝাই যাচ্ছিলো না এটা হ্যাং করেছে নাকি বিনা নোটিশে ব্লগ বন্ধ অাছে। তারপর যখন অারেকটি পোষ্ট করলাম তখন দেখি ওটা প্রকাশ হয়েছে।

যা হোক।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামুর পুরাতন সমস্যা নতুন করে শুরু হচ্ছে।

লিখছি প্রকাশ হচ্ছেনা।

প্রকাশ ত, করলেন, এইবার মিষ্টি মুখ করান।

(সামুর ক্রান্তি কাল চলছে, এটা বিম্পি, জামাত্যা ক্রান্তি কালের মত না! :D),

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: হচ্ছে।

কিন্তু সকলে যখন বারবার চেষ্টা করেও হচ্ছিলোনা। তখন খুব খারাপ লাকছিলো। অাসলে বোঝাই যাচ্ছিলো না এটা হ্যাং করেছে নাকি বিনা নোটিশে ব্লগ বন্ধ অাছে। তারপর যখন অারেকটি পোষ্ট করলাম তখন দেখি ওটা প্রকাশ হয়েছে।

যা হোক।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: শাহাদাত হুসাইন ভাই মিষ্টিগুলা সব টুকু খাবেন কিন্তু। হুউ ...

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কী একটা মিষ্টি খেতে পারি?

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অবশ্যই

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে মিষ্টিগুলা দেখ অামরই জ্বিহবাই জল চলে অাসে। কি অার বলবো অাপনাদের।

তবে এই অনাকাংক্ষিত সমস্যার জন্য অান্তরিক ক্ষমা প্রার্থনা করছি।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

বিমূর্ত নীল বলেছেন: ডাহা মিত্যা কতা!! :P প্রকাশ হয়েছে তো! লেখক সাহেব

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অনেক কিছুই কালের অাবর্তে সত্য মিথ্যাই পরিনত হয়।

পোষ্ট যদি প্রকাশ না হতো তবে এই এটাই সত্য হতো।


ধন্যবাদ, মন্তব্যের জন্য।

শুভেচ্ছা জানবেন।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

ধ্রুবক আলো বলেছেন: কি আর করার ভাই একটু বেশি ধৈর্য ধরতে হবে,,,,

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সহমত।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
কোন কিছু লিখার পর তাৎক্ষণিক প্রকাশ করতে পারার মজাই অালাদা অার সেটি না হলে বিরক্তিটা ঠিক তার উল্টোটা।

ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: পোষ্ট প্রকাশ হয় না হয় না হয়েছে। যাক আর মনে হয় অসুবিধা হবে না।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: মানে বিষয়টা এমন ছিলোঃ-

লেখা কম্পিলিট করারপর বেশ কবার দেখলাম, কিন্তু প্রথম পাতাই অাসছে না। এ দিকে প্রথম পাতাই যেয়ে দেখি ২ঘন্টা যাবত একই লেখা রয়েছে। তখন কোন হিসাব মেলাতে পারছিনা। বিষয়টা কি! অামার লেখা কেন প্রকাশ হচ্ছে না।

তারপর চিন্তা করলাম অারেকটি পোষ্ট করে পরিক্ষা করে দেখি সেটি প্রকাশ হয় কিনা। তারপর যা হবার তাই হলো।

অবশেষে প্রকাশ পেলো।

এই অারকি...

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আর কোন অসুবিধা চাইনা,
ওহে সামু কর্তৃপক্ষ নজর দিবেন প্লিজ সে সকল সমস্যাবলিতে যা আমাদের কষ্ট দেয়!

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

শুভেচ্ছা জানবেন।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪

দৃষ্টিসীমানা বলেছেন: সত্যি বড্ড বিরক্তিকর । বাবুর ছবিটা খুব সুন্দর , শুভ সকাল ।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার মন্তব্য পড়ে খুব ভালোলাগলো। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.