নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বাল্যবিবাহকে লালকার্ডঃ প্লেয়ার দেখাবেন নাকি রেফারি???

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮



মেয়েদের বিয়ের বয়সঃ একটি ছোট্ট পর্যালোচনা প্রেক্ষিত বাংলাদেশ

শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুলে স্কুলে মেয়েদের হাতে লালকার্ড দিয়ে প্রতিকী ভাবে বাল্যবিবাহকে নিষিদ্ধ করা হয়েছে।
উদ্যোগটি নিঃসন্দেহে ভালো। তবে লাভ হবেতো?

দেখুন জে.এস.সি পরিক্ষার্থী পালাইয়ে এসে বিয়ে করছে।


চিত্রেঃ JSC পরিক্ষা দিতে এসে প্রেমের টানে পাড়ি জমানো ২কপোত কপোতি।

অাবার বাংলাদেশেও অাইন হওয়া দরকার প্রেম করে শারিরিক সম্পর্ক করলে সেজন্য ছেলের কোন দোষ নেই। ভালো সিস্টেম। নারী পুরুষ সমান অধিকার।

ভারতে অাইন হয়েছে, বাংলাদেশেও এই অাইন হোক!!!
ভালোতো, ভালোনা!!!



চিত্রেঃ ভ্রাম্যমাণ অাদালত শাস্তিদিচ্ছেন ২জন লাইণি মজনুকে।

এতো সুযোগ করে দিচ্ছেন, এটুকুও বলে দিন। দেশের সকল নাগরিক স্বাধীন। যে যা ইচ্ছে তাই করতে পারবে। পার্কে হোক বা জনসম্মুখে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।

অামরা কি অার অাগের মতো অাছি। অামাদের প্রবৃদ্ধি ৬.৮, শিক্ষার হার বাড়ছে। এখন যদি অামরা ছেলে মেয়েদের একটু সুযোগ না দিয় তাহলে কি উন্নত বলা চলে। হুমায়ন অাহাম্মেদের একটি বাস্তব ঘটনা, উনি যখন এমফিল গবেষণা করছিলেন অামেরিকায়। তখন, উনার অামেরিকার এক মেয়ে ক্লাসমেট অাক্ষেপ করে বলেছিলেন, অামার অার বিয়ে হবেনা। প্রশ্ন করলে বলেন, বন্ধুদের খুশি করতে যেয়ে যে যা চেয়েছে,তাই দিয়েছি। পরে বলেছে, তুমিতো খুব সুন্দরী, মেধাবী। এমন মেয়ে বিয়ে করলে সুখি হওয়া যায়না। প্রসংগতঃ মেয়েটি ফাস্ট ক্লাস সেকেন্ড ছিলেন। পরে বয়স বেড়েছে মেয়েটি মোটা ও চেহারা কিছুটা মলিন হয়ে যায়। এখন এই মেয়ের ভবিষ্যত কি? (অামেরিকা তাই মেয়েটি হয়তো তার জীবনটা কাটিয়ে নিতে পারবেন। কিন্তু বাংলাদেশে কিছু কু-বুদ্ধিজীবি অাছেন, যারা বলছেন ১৮ বছরের মেয়ে শিশু তাকে বিয়ে দেওয়া যাবেনা। বাংলাদেশের প্রেক্ষা পটে এই ঘটনা ঘটলে ঐ মেয়েতো খাওয়ার কষ্টেই মারা যাবে) - হুমায়ন অাহাম্মেদের বই থেকে।

অাজকে যারা (১৬ বছর বা ১৮ বছরের নিচে) বাল্যবিবাহ নিয়ে অান্দলন করছেন। তারা তনু হত্যার কি অাপনারা বিচারের দাবিতে কি অান্দোলন করেছেন? অার কি করতে পেরেছেন অামাদের কে জানাবেন।

এমন অসংখ্য তনু হত্যা ও ধর্ষণের ঘটনা রয়েছে। খাদিজাকে কোপানো হয়েছে। এই সব সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কি অান্দোলন করেছেন?
অামরাকি একটু জানতে পারি?

এসবের কি সুষ্ঠ বিচার কি হয়েছে অাজও। উত্তর থাকলে দিয়ে যায়েন।

অাপনারাতো লাভ স্টোরি ছাড়া সিনেমা করেন না। প্রেম শেখাবেন। অবৈধ কাজ করা শেখাবেন। কিন্তু বৈধভাবে বিয়ে করলেই সমস্যা।

অামি বাল্যবিবাহের পক্ষে নয়। তবে যদি একটি মেয়ে ১৬ বা ১৭ বছরে বিয়ের উপযুক্ত হন তবে বিয়ে দিলে সমস্যাকি?

দেখুন, কথা বলা, অাইন প্রণয়ন ও কাজের ক্ষেত্রে অবশ্যই অামাদের বাস্তবতা পরিবেশ এবং সমস্যা সমূহ বিবেচনা করতে হবে। নচেৎ এই সামাজিক অবক্ষয় ভয়াবহ রুপ লাভ করবে। তখন কে ঠেকাবে???

জাতীর বিবেকের কাছে প্রশ্ন রইলো...

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

নুর আলম নুর বলেছেন: ভালই বলেছেন অবশ্য

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়লাম তো, কিন্তু শেষের লাইনটাতে এসে গুলিয়ে গেল।
আপনি কি কথা বলার উপরও আইন লাগাতে বললেন কিনা বুঝলাম না।


যথার্থই আলোচনা করেছেন। ভালো দিক তুলেছেন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: কথা বলতে, সেই কথা বুঝিয়েছি যারা ১৮ নিচে বিয়ে নিয়ে কথা বলে। তাদেরকে বাস্তবতা বঝার কথা বুঝিয়েছি

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ম্যাভরিক০৫ বলেছেন: ভালো লাগল। তবে আমার মনে হয় দিন কে দিন বিয়ে করাটা আমাদের জন্যেও খুব কঠিন হয়ে যাচ্ছে। ভালো একটা status বজায় রাখতে আমাদের অনেক বেশি টাকা খরচ করে বিয়ে করতেই হয়, যার ভয়ে অনেকে বিয়ে না করে অন্য ভাবে কাজ চালিয়ে দেয়। অবশ্য আমরা তার প্রচার ও করছি খুব ভালো ভাবে, বলা তো যায় না উদারপন্থি হতে হতে আমেরিকার মত অবস্থা আমাদের হতে খুব বেশি দিন লাগবে না...

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

কাছের-মানুষ বলেছেন: লেখার বিষয়সবস্তু ভাল ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

আহা রুবন বলেছেন: পড়ে কিছু বুঝলাম না, কী বলতে চেয়েছেন! হয়ত আমিই গাধা!

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: আহা রুবন বলেছেন: পড়ে কিছু বুঝলাম না, কী বলতে চেয়েছেন! হয়ত আমিই গাধা!

ভাই, অাপনাদের মতো জ্ঞানী মানুষ গাধা হবে কেনো। গাধাতো অামি। যখন যেটা মনে পড়ে, মনে হয় এটা লেখা দরকার লিখে ফেলি।

তখন ব্যস্ত ছিলাম কিছু ছবি দিয়ে বুঝিয়েছিলাম, অার কিছু লিখেছিলাম। এখন একটু ভেঙ্গে লিখলাম।

অামার লেখার উদ্দেশ্য হলো। বিভিন্ন সংস্থা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষে স্কুলে যেয়ে মেয়েদের হাতে লালকার্ড ধরায়ে বুঝিয়ে দিচ্ছেন। এভাবে অাঠারর অাগে বিয়েকে নিষিদ্ধ করো।

কিন্তু প্রেম প্রীতি, ভালোবাসা, মোবাইলে কথা, ইন্টারনেট, টিভি সিনেমা ইত্যাদি অাপনাকে কায়দা শিখায়ে দিচ্ছে। ফাক পাইলেই তারা অঘটন ঘটাচ্ছে।

অামরা সিরিয়াল বন্ধ করতে পারিনাই।

কই একবারও তো কোন কু-বুদ্ধিপ্রতিবন্ধিরা বলছেনা ছাত্রদের হাতে মোবাইল নিষিদ্ধ করা হলো

কাজ একটা পাইছে বিয়ে বাদ দাও।

অাপনিই বলুন, অাপনাকে যদি বলা হয় এই মেয়ে ১০-২২ টা প্রেম করেছে। অারো ...
অাপনিকি তারে বিয়ে করবেন?

অামি এই কথাটাই বুঝাতে চাচ্ছি।

অামাদের সমাজ বাস্তবতা বুঝতে হবে। তারপর কথা বলতে হবে।

এখন কেও যদি তার মেয়ে বা বোনকে পড়াই তবে সমস্যা কি পড়াক। অাবার মেয়ে বয়স যদি ১৬হয় তবে পরিবার যদি মনে করে তবে বিয়ে দিলে সমস্যা কি।

এখন তো ৪র্থ বা ৫ম শ্রেণীর মেয়েও প্রেম করছে।

অামি এই বিষয়টি বুঝাইতে চেয়েছিলাম।।একটু ব্যস্ত থাকাই সংক্ষেপে লিখেছিলাম।অাপনি যদি না বোঝেন অামার বোঝানোর কোন ক্ষমতা নেই। অাল্পো শিক্ষিত গাধাগরু টাইপের মানুষ। যা মাথাই অাসে তাই লিখি।


মন্তব্য করে সময় নষ্ট করার জন্য ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

চোরাবালি- বলেছেন: শরীর বলে চুলকানির অষুধ লাগবে, আর একশ্রেণীর এনজিও আছে তারা বলে ঝুড়ি আছে।

এ ক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্যটা আমার কাছে চমৎকার লেগেছে।
কথাটা এরকম- তারা ঢাকা শহরে থাকে, বাস্তব সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই।
আসলেই তাই বিবাহ যার যখন দরকার তখন করবে। অন্যের কাছে জিঙ্গেস করে করতে হবে কেন?
উত্তরা হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীও নাকি কনসিপ হয়েছিল।

মোট কথা এসব পুজি করেই তাদের সংসার চলেরে ভাই।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

এইসব এনজিও পত্রিকা এসব বিদেশে প্রচার করে টাকা অায় করে। অামরা এই করছি সেই করছি।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি বাল্যবিবাহের পক্ষে নই। তবে ছেলে মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা হতেই পারে। এটা প্রাকৃতিক নিয়মে হয়। শালীনতা বজায় রেখে একটা ছেলে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালবাসতেই পারে। এতে আমি দোষের কিছু দেখিনা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: একটু ভালো করে দেখেন।

এখনকি অার সেই যুগ অাছে।

সামান্য ১০ বছর অাগের সাথেও এখন অাকাশ পাতাল পার্থক্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, ইউরোপ ও ব্রাজিলের মতো বাংলাদেশেও বিয়ে বন্ধ হয়ে গেলে খুশী হবেন? বিয়ের সংখ্যা কমে আসবে।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

বিয়ে বন্ধ হলো যাদের খুশি হওয়ার তারা খুশি হবে।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

খোলা মনের কথা বলেছেন: স্কুল কলেজের কিশোর কিশোরীরা এখানে ওখানে চুটিয়ে প্রেম করে বেড়ায়, রাষ্ট্রীয় ভাবে এগুলো দমন করার দরকার আছে। ধর্ষন, বাল্যবিবাহ, নারী ঘটিত নানা সমস্যা এখান থেকে জন্ম নেয়। আমাদের চোখের পরে নানা ঘটনা ঘটে যাচ্ছে তারপরও আমরা সচেতন নয়।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

এনজিও, শতশত পত্রিকা এগুলো দেখেও দেখেনা

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: প্রেম করুক দোষ নেই কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে আমি কারন কি,উপযুক্ত বয়স না হলে বিয়ে করা টা শরীরের জন্য ভালো নয়,বিশেষত মেয়েদের জন্যে তো বটেই।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

মন্তব্যের জন্য ধন্যবাদ

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

Reza Tanvir বলেছেন: অল্প বয়সে প্রেম করে শারিরিক সম্পর্ক করলে সমস্যা নাই,বিয়ে করতে বললেই যত সমস্যা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

সেখানে বাচ্চা হচ্ছে। কত সন্তান হাসপাতালে পড়ে থাকে। কে বলবে এ কথা।অার কে শুনবে

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: বাবু ভাই এসব রেয়ার!:)

আমাদের মতো জনবহুল দেশের জন্য অল্প বয়সে বিয়ের আইন করেলে হিতে বপিরীত হতে পারে!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

তবে দেখেন অাপনার অামার মতো গ্রাজুয়েট, পোষ্টগ্রাজুয়েটরাই বিয়ে করতে গেলে ৯ম ১০ম শ্রেণীর মোয়ে খোজে। ছেলের বয়স ৩৫ বা ৪০ মেয়ে নেবে ১৫বা ১৬ বছরে। রেজিস্ট্রেশন হবেনা মৌলভী দিয়ে বিয়ে পড়াচ্ছে।

তার চেয়ে বিষয়টা মাঠ পর্যায়ে জরিপ করে অাইন করে সেইটা বাস্তবায়ন করা উচিৎ নয় কি???

জন সংখ্যা বৃদ্ধিরর কথা বলছেন, এখন সবাই সচেতন। ১টা ২টার বেশি কেও নেয়না।

অাপনি কি এটা বলতে চাচ্ছেন ১৮ নিচে মেয়েদের সন্তান বেশি হয়। ১৮ পার হয়ে গেলে সন্তান কম হয়।

ধনবাদ মন্তব্যের জন্য

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বিয়ের বয়স কত হবে সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে মানুষের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। বাবা মায়েরই আজকাল নৈতিকতাবোধ নেই সেখানে এই ছেলেমেয়েগুলি কি শিখবে। আর যে সমাজের দেখভালের দায়িত্ব নিয়েছে কয়েকটা দালাল মিডিয়া সে সমাজে মানুষের মূল্যবোধ থাকবে কি করে।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: যথার্ত বলেছেন।

সহমত

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৮

কানিজ রিনা বলেছেন: পাশ্চাত্য় স্বাধীনতা আমাদের দেশে ঝড় হাওয়ার গতিতে বয়ে যাচ্ছে। শহর মফস্য়লে। ইন্টারনেট
টেলিফোন ডিস লাইনের নগ্ন মুভি। ফাইভ সিক্সে পড়া ছেলে মেয়েরা ফেচবুকে পর্নগ্রাফী বাবা মার
ফোনে লুকিয়ে দেখে বা মায়েরা বাবারা আহ্বলাদ দেখিয়ে ফোন কিনে দেয়।
বাবা মার অজ্ঞতা আর স্কুল কলেজের স্বাধীনতা মোট কথা আদিমতা। প্রথম সভ্য়তা আসে পোশাকে
এখন সভ্য়তা হল নগ্নতা। সরকারী আইন স্কুলের মেয়ে ছেলেরা প্রেমে বাধা নাই।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলোচনা ভাল লাগলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: অাজকে যারা (১৬ বছর বা ১৮ বছরের নিচে) বাল্যবিবাহ নিয়ে অান্দলন করছেন। তারা তনু হত্যার কি অাপনারা বিচারের দাবিতে কি অান্দোলন করেছেন? অার কি করতে পেরেছেন অামাদের কে জানাবেন।।
একদম আমার মনের কথা বলেছেন, অসংখ +

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
জেনে খুশি হলাম

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

আহা রুবন বলেছেন: প্রথমে আপনার পোস্ট পড়ে পরিষ্কার বুঝতে পারিনি। মন্তব্যের জবাবে আপনার মতামত বোঝা গেল। কিছু বিষয়ে আপনার সঙ্গে সহমত। কিন্তু কিছু খটকা আছে। অভিভাবক ইচ্ছে করলে সন্তানকে বিয়ে দিতে পারবেনঃ
১। কিন্তু সেটার বয়স কত? মেয়ের শারিরীক পূর্ণতা না হলে অপুষ্ট শিশুর জন্ম হতে পারে, শিশু মৃত্যু বাড়বে, মায়ের মৃত্যু ঝুঁকি থাকবে। আমাদের দেশের বেশিরভাগ বাবা-মা-ই অসচেতন। এ-বিষয়ে তারা হয়ত নজরই দেবে না।

২। অল্প বয়সে আবেগে পড়ে পালিয়ে করা বিয়েগুলো সাধারণত টেকে না। আয়-রোজগার না থাকায় সংসারে অশান্তি নেমে আসে। নাবালক বিয়ে হতে দেখে অনেকেই উৎসাহিত হতে পারে পালানো বিয়েতে।

৩। বয়স আঠারোর আগে আমারা ভোট দিতে পারি না, অর্থাৎ মতামতের কোনও মূল্য নেই। তাই আঠারোর আগে বিয়ে দেয়া হলে তার মতামতের কী মূল্যায়ন হবে?

আপনি অন্য যে বিষয়গুলো তুলে ধরেছেন তাতে একমত। আঠারোর আগে তাদের শিশু বলব আবার তাদের সামনে সব উন্মুক্ত করে দিয়ে দেব, এটা ভণ্ডামী!

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামি যা লিখেছি পড়লে বুঝতে পারবেন অাশা করি। বাল্যবিবাহকে কিন্তু অামি কখনোই সমর্থন করছিনা। বর্তমান সময়ে বিভিন্ন এনজিও যে প্রচারনা চালাচ্ছে। সেটা কিন্তু ঠিক নয়। অামি সেটাই বোঝাতে চেয়েছি।

বাংলাদেশের মেয়েরা ১৮ বছরের অনেক অাগেই সাবালিকা হয়ে যায়। যার ফলে অনেক অপ্রিতিকর ঘটনা ঘটে।

অাপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

ভাবুক কবি বলেছেন: কি বুঝি আর আর না বুঝি, এটা বুঝাতে চাই যে, লালকার্ড চলমান থাকবে তো?

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

টমাটু খান বলেছেন: ভাল লাগলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.