নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫১

আমার কয়েকটি কবিতার লিংক:
খুজে ফিরি বিশ্বাসে,
মোমবাতির ধারাপাত,
সোনালি সকালের প্রতিক্ষায়,
লাড়কির পরিণতি,
স্বধীনতার জন্য,
সেই স্মৃতিময় দিনগুলি,
মেঘ,
জীবনের এই ক্ষণে,
বন্ধু হতে চাই,
মনের রঙে অাঁকি,
ইচ্ছে করে,
ইচ্ছে (অষ্টিকা)



অপেক্ষা
সামিউল ইসলাম বাবু

অপেক্ষার গুনছি প্রহর
মাঝে মাঝে দেখছি সময়
এই বুঝি অাসছো তুমি
পথ চেয়ে অাছি সেই

রোদ বৃষ্টি কত ঝড়
দমকা হাওয়ার খেলা
ঝরে গেলো কত পাতা
তবুও বসে অাছি এই

ঝরা পাতা জানাই বিদায়
বৃক্ষকে শুধু কাঁদায়
ঝরে গেলে পাতা
নতুন কুড়ি অাসবেই

তোমারই অপেক্ষায়
পথ চেয়ে এ হৃদয়
বিশ্বাস শেষ পুজি করে
অাশা ফের জাগবেই

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

ধ্রুবক আলো বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হোক...

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাসলে সবাই কাংক্ষিত মানুষের জন্য প্রহর গোনে।

এখানে জাতীর কোন কান্ডারির জন্য প্রহর গোনা

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫

খায়রুজ্জামান সাদেক বলেছেন: বেশ লাগল

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

ভালোলেগেছে জেনে ভালোলাগলো

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫

ফারহানা শারমিন বলেছেন: জানি ফের জাগবেই
ভাল লাগল।

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন যেনে খুশি হলাম।

শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আশাবাদী থাকাটা সব সময়ই ভালো, সুন্দর ছন্দময় আশাবাদী কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন যেনে খুশি হলাম।

শুভেচ্ছা জানবেন

মাঝে মাঝে খুজেই পাইনা অাপনাকে

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ +

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: শেষে এসে একটু ছন্দ পতন ঘটেছে। মোটামুটি লাগল !

* উপরে আবার কবিতার লিংক কেন?

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ঐ কবিতা গুলা অামার বেশি ভালোলাগে তাই লিংক দিলাম।

শুভেচ্ছা জানবেন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতা গুলা অামার বেশ ভালোলাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.