নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

যাকে অামি বেশি ভালোবাসতাম

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৭:০৬


যাকে অমি খুব বেশি ভালোবাসি,
তবে তার কাছে জোর দাবি নিয়ে অাসি।
কিন্তু অামি পারবো না তাকে কষ্ট দিতে,
অামি চাই তাকে খুব বেশি স্বাধীনতা দিতে।
ইচ্ছে হয়না অামার জন্য কেউ করুক কষ্ট,
তাইতো বলে ছিলাম অামার কাছে যদি কষ্ট
লাগে তবে চলে যেয়ো একদিন দেখি ঠিকই তুমি
চলে গেছো তবে চোরের মতো জানতাম না অামি
অপরাধটা বলে যেতে নিজেকে শান্তনা দিতাম
অথবা নিজের ভুল সংশোধণ করে নিতাম
অামি মুক্ত করে দিতাম কোন শর্ত ছাড়া
যদি বলতে নিজে কষ্ট দিতাম তোমাকে ছাড়া
নিজের কাছে ভালো লাগে এই ভেবে
তুমি সুখে অাছো অাজ অামি অভাবে
অামার জন্য কেও কষ্ট করুক সারা জীবন
অামার বড় অপছন্দ জানিয়েছিলাম পরিচয় যখন
হয়তো অামি তোমাকে ভালোবাসতে পারিনি
তোমার কষ্ট টাও হয়তো বুঝতে পারিনি
যাহোক দাবি করাটা অামাকে দিয়ে হবে না
কাওকে কষ্ট দেওয়াটাও হবেনা
শুধু এই কামনা সুখে থেকো চিরদিন
তোমাকে দোষ দিবোনা অামি কোনদিন

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


পথিকেরা চলে যায় পথের টানে, স্বজনেরা মিশে থাকে সুখে দু:খে

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৭:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভ সকাল

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভাই অাপনি কবিতা লেখেন না কেন?
চমৎকার বলেছেন।

২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৩৭

ধ্রুবক আলো বলেছেন: ভালোবসলে একটু কষ্ট পেতে হয়, আবার অনেকে সুখী হয়।
চাঁদগাজী ভাইয়ের মন্তব্য খানা ভালো লাগছে।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা চিরন্তন।

৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


ভালোবেসে সুখ! এ হয়েছিল কোন কালে!!
সুখের আশায় ভালোবেসে অন্তর যায় পুড়ে,
সামান্য কিছু যদিও থাকে তা কষ্টের ভাঁজে।
এ'বড় কষ্ট সাধন দুঃখ জীবনের বাঁকে বাঁকে।

আপনার কবিতা আমার ভালো লেগেছে, একদম প্রেমিক হৃদয়ের প্রকাশ।
শুভকামনা রইল কবি ♥

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি শুভেচ্ছা জানবেন।

মন্তব্যটা অনেক অনেক ভালোলেগেছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০০

জুন বলেছেন: যাকে মানুষ খুব বেশী ভালোবাসে তার কাছেইতো মানুষের দাবী বা আবদার থাকে বেশী সামিউল বাবু। তবে দেখতে হবে সেও আপনাকে খুব বেশী ভালোবেসেছিলো কি না ? নাকি শুধুই অভিনয় ছিল । ব্লগার চাদগাজীর মন্তব্যে প্লাস । পথিকরা চলে যায় অন্য পথে ।
আবেগীয় কবিতা নাকি আপনার ব্যক্তিগত স্বগোতক্তি যাই হোক মন ছুয়ে গেল ।
+

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠকরেছেন ও ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

কিছু কিছু কথা থাকে বলা যায়না,
কিছু কিছু ব্যথা থাকে দেখা যায়না।

পাশে থাকার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তন।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৪

ওমেরা বলেছেন: যে যাবার সে চলে গিয়েছে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই । ধন্যবাদ

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

নিজেকে কষ্ট দিয়না। কষ্ট সামনে এসে হাজির হয়।
কি অার করা!

ভালো থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৩৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাপনার মন্তব্য সবসময়ই ভালোলাগে।

অাশাকরি এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন সবসময়।

শুভকামনা চিরন্তন।

৭| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,



...হয়তো অামি তোমাকে ভালোবাসতে পারিনি...
যতো গন্ডগোল, এটা বুঝে উঠতে না পারাটাই । ভালোবাসা যেখানে থাকেনা স্পষ্ট কিম্বা অস্পষ্ট , সেখানে "হৃদয়ের কাছে আছো" এমন বলার সম্পর্ক তো দূর , বন্ধুত্বের সম্পর্কও গড়ে ওঠার কথা নয় , পরিচিত বলা যায় ।
তাই কোনও কিছুর দাবীই খাটেনা সেখানে । মাঝে মাঝে "হাই-হ্যালো" করলেও চলে , না করলেও চলে ।
তবে কেন খামোকা ক্রন্দন ??

সুন্দর লিখেছেন ।
+

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ক্রন্দন নয়।

যদি মুখে বলে।
কাজ করেও দেখাই বাট অভিনয়।
তবে কিভাবে বুঝবেন?
এখানে কি করার অাছে?

অার অামাকে দিয়ে জোর করা, চাপিয়ে দেওয়া বাধ্য করাটা হয়না।

এখন সে না বাসুক, অামি অভিনয় করতে পারিনি, অামাকে দিয়ে হবে না।

অাপনি বোঝেন অার না বোঝেন। কবিতা সম্পর্কে কিছু বলুন।

ধন্যবাদ অান্তরিক মন্তব্যের জন্য।

৮| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,



কবিতা সম্পর্কে কিছু বলতে বলেছেন । মহারথীরাই বলতে পারেন নি "কবিতা" কি , কি করে লিখতে হয় । এ ওর সাথে কাইজ্জা করে গেছেন , এ ওর উদাহরণ টেনেছেন জীবন ভর । তারপরেও মীমাংসা হয়নি । কেউ বলেন "এই" তো আর একজন বলেন "ওই"

তবে তাদের কাইজ্জার উপসংহারে বলা যায় ------ কবিতা আসলে শব্দ নয় , বরং শব্দকে ব্যবহার করার একরকম গুণপনা । ভাষার মধ্যে যা কিনা অন্যরকম একটা দ্যোতনা এনে দেয় ।

আপনার এই কবিতায় নেই দ্যোতনার ঘাটতি রয়েছে । শব্দগুলো নিয়ে আরো ভাবুন , কোন শব্দ কোথায় বসালে পরে মনে একটা দোলা দিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন ।

অামি চায় তাকে খুব এখানে " চাই" করুন ।

কেও করুক কষ্ট, এটা "কেউ" হলে ভালো হতো ।

ভালো থাকুন ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।

অনেক কিছু শিখলাম।

অনেক ভালোলাগলো।

শুভেচ্ছা জানবেন।

অামার সমস্যা হলো অামি পড়ি খুবই কম। তাই ভাষা গত ভাবগত সমস্যা বিদ্যমান।

পরবর্তিতে চেষ্টার অাশা রাখছি।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।

পরে শব্দ গুলা ঠিক করে নিচ্ছি।

৯| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

হাতুড়ে লেখক বলেছেন: অনবদ্য ছ্যাকা কাব্য। ;)

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

কিছু ঘটনা থাকে যাকে ছ্যাকা বলা যায়না। সবকিছু এক পাল্লাই মাপা যায়না।

শুভেচ্ছা জানবেন।

১০| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

ইউনিয়ন বলেছেন: :-B ব্লগের কবিরা সব আবেগী। আবেগের টানে মায়াবিনী কে বুঝতে পারেনি। যখন পারেছি তখন সব শেষ।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা

বুঝে ফালাইছেন!!! !:#P !:#P !:#P

তবে সব ঘটনা কিন্তু একনা।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: হয়তো ভালোবাসায় বেশী ভালোবাসা থাকে বলে কস্ট পেতেই হয় কারন ভালোবাসা যে প্রজাপতি,তাকে আকাশে উড়িয়ে দেওয়ায় উচিত !:#P

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

অনেক সুন্দর মন্তব্যের জন্য

১২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।

শুভেচ্ছা জানবেন।

পাশে থাকার জন্য ধন্যবাদ

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৫

টুনটুনি০৪ বলেছেন: খুব ভাল কথা।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
বোঝার জন্য ধন্যবাদ

১৪| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা নিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.