নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অাসুন ভালোচিন্তা করি

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৭:১৬



মানুষের ব্রেণ একটি অাজব ও বিষ্ময়কর যতো জিনিস মহাবিশ্বে অাছে তার মধ্যে অন্যতম।

অামি যদি অামার মস্তিস্ককে কোন কাজ (চিন্তা) না দিই তবে সে একটা চিন্তা নিয়ে কাজ শুরু করে দিবে।

কাজ করা মস্তুিস্কের অন্যতম গুন। সার্বক্ষণিক কাজ করেই যাবে।

তাই অামরা যদি ভালো কিছু করতে চাই তবে অামাদেরকে অবশ্যই ভালো কিছুর চিন্তা করতে হবে।

পৃথিবীতে যা কিছু অাবিস্কার হয়েছে, তৈরী হয়েছে এবং পরিবর্তন হয়ে তার পিছনে কাজ করেছে উৎসাহ,পরিকল্পোনা, দৃঢ় মনবল এবং একটি সু-চিন্তা বা ভালো চিন্তা।

তাই অাসুন অামরা মনটাকে কাজ দিই। ভালো কিছু চিন্তা করি এবং ভালো কাজ করি।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:১৩

সুমন কর বলেছেন: কত জন আর তা করে বলুন !!!! সবাই তো আছে এর-ওর পিছনে লেগে......

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা

ঠিকই বলেছেন দাদা।

তবে অামাদের উচিৎ ভালোচিন্তা করা এবং নিজের মঙ্গলের জন্যই।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: ধন্যবাদ, ভাল চিন্তা করার আহবানের জন্য ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যে জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

"তাই অাসুন অামরা মনটাকে কাজ দিই। ভালো কিছু চিন্তা করি এবং ভালো কাজ করি।"- এখানেই থাকতে চাই ভাই। ভালো একটা পোষ্ট দিয়েছেন। আমাদের চিন্তা শক্তিকে ভালো কাজে লাগানোই উচিৎ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি ভাই।

শুভেচ্ছা জানবেন।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: আসুক দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৫| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: ভালো কিছু চিন্তা করি এবং ভালো কাজ করি।
এটা আমাদের বাংগালীর জন্য প্রযোজ্য নহে । নরকের বাংগালীদের এলাকায় নাকি পাহারাদারও নেই শুনেছি এক কৌতুকে ।
তবুও আপনার আশার বানী শুনে ভালোলাগলো সামিউল ইসলাম বাবু ।
+

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার মন্তব্যটা অামার অনেক ভালোলেগেছে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

কৌতুকটা ভালোলাগলো। হাসলাম।

তবুও অাশাবাদী হওয়া ভালো।

শুভেচ্ছা নিরন্তন।

৬| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৩

প্রবাসী দেশী বলেছেন: " অামরা যদি ভালো কিছু করতে চাই তবে অামাদেরকে অবশ্যই ভালো কিছুর চিন্তা করতে হবে "

কথাটা খুবই তাৎপর্য পূর্ণ।উপল্বধি টাই আসল সেটা হলে ফলাফল আসন্ন।

২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা চিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.