নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কিছু কথা ভাবতেই বুক ভেঙ্গে যায়,
দুচোখে অশ্রুর দল বাধা ঢল নামে-
শত অাহাজারি অার শোকের মাতমে,
নিঠুর মন তাই ঠাই দাঁড়িয়ে রই।
কেমনে অাছি অাজ পাষাণে বেধে বুক,
কাঁন্নারা অশ্রু ঝরায় ভাসিয়ে নয়ন।
দুচোখের পাতা অাজ ভারি হয়ে যায়,
স্মৃতি গুলো নাড়াদেয় কাঁদায় ভীষণ।
ভুলে থাকার চেষ্টাটা কেন বারে বার,
চাইলেই ভুলে থাকা যায়,সহজ কি?
কষ্টকে বুকে নিয়ে শুধুই হেসে যায়,
হাসি মুখ তাই বলে ক্ষ্ট এ নয় কি?
অাপন জনের প্রিয় হাসি মাখা মুখ,
অাজকে তারা বহুদূর হারিয়ে গেছে।
কষ্ট অনলে হৃদয় জ্বলে ভাঙ্গে বুক,
মনের অাগুন অাজ রাখি কার কাছে।
কাঁন্নারা এসে রোজ ভীড় করে দুয়ারে,
পাইনা যে তোমাদের অাজ কোন খোঁজ।
সেই স্মৃতির পাতা গুলো কেমনে ভুলি,
তোমাদের কথা রেখেছি হৃদয়ে তুলি।
অাজ চাঁপা কাঁন্নারা হয়েছে নিত্য সাথী,
গুমরে কাঁদে মন সারাক্ষণ এ তিথী।
ভালো থেকো কামনা চিরদিন অরণ্য,
প্রার্থনা রইলো অাজ তোমাদের জন্য।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তন
২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০
ইমরান আল হাদী বলেছেন: অাপন জনের প্রিয় হাসি মাখা মুখ,
অাজকে তারা বহুদূর হারিয়ে গেছে।
নাড়া দিয়ে গেল, শুভেচ্ছা রইল।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন
৩| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩
বিলিয়ার রহমান বলেছেন: সে কঠিন দুঃখ বোধের মধ্যেও শুভকামনা জানানো!
শেষটা বেশ হয়েছে!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: বিলিয়ার রহমান ভাই শুভেচ্ছা জানবেন।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭
ইউনিয়ন বলেছেন: আপনার আগের কবিতা থেকে এটা পরিপূর্ণ হয়েছে। ভালো লাগা জানিয়ে গেলাম। সাথে লাইকও দিলাম।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইউনিয়ন অাপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা জানবেন।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, অাপনার পোষ্টে মন্তব্য করতে গিয়ে লজ্জায় পড়ে গিয়েছি।
পোষ্ট করছি কিন্তু অাসছেনা।
লজ্জা পেয়েছি।
স্যরি
৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭
ওমেরা বলেছেন: আমার অনেক কষ্ট আছে কষ্ট ।
তাদের নিয়ে আমি হাসি,খেলি ,গাই ।
রংমেখে দুনিয়ায় সং সেজে রই ।
কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ওমেরা অাপনাকে অনেক ধন্যবাদ।
পাঠ করেছেন জেনে ভালোলাগলো।
শুভকামনা।
৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
ভাবুক কবি বলেছেন:
ভালো থেকো কামনা চিরদিন অরণ্য,
প্রার্থনা রইলো অাজ তোমাদের জন্য।
খুব ভাল লাগল কবিতা
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাবুক কবি।
শুভেচ্ছা নিরন্তন।
৭| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
ইউনিয়ন বলেছেন: # বাবু ভাই,
আপনার মন্তব্য প্রকাশিত হয়েছে এবং তা নজরেও এসেছে।
ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
লিখছি কিন্তু দেখাচ্ছে না।
পরে খারাপ লাকছিলো।
ধন্যবাদ।
৮| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল ভাই।
অনেক সুন্দর একটা কবিতা পড়লাম।
শুভকামনা রইল
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবি নয়ন ভাই।
শুভেচ্ছা জানবেন।
৯| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা । কবিতা পড়ে সব সময় মনের ভেতরে উচ্চারিত কথা গুলি বলা যায় না। আমার কাছে তা কঠিন মনে হয় । তাই ভাল লেগেছে এতটুকু ছাড়া আর কিইবা বলার থাকে।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর মন্তব্য। ভালোলেগেছে।
শুভেচ্ছা
১০| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬
কানিজ রিনা বলেছেন: ভাললাগারইল।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালোলেছে জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা +
১১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১
জোকস বলেছেন:
অাপন জনের প্রিয় হাসি মাখা মুখ,
অাজকে তারা বহুদূর হারিয়ে গেছে।
কষ্ট অনলে হৃদয় জ্বলে ভাঙ্গে বুক,
মনের অাগুন অাজ রাখি কার কাছে।
ভাল লাগলো।
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: জোকস ভাইয়া অামার ব্লগে অাপনাকে স্বাগতম।
অাপনার ভালোলেগেছে জেনে অামার অনেক ভালোগলো।
শুভেচ্ছা নিরন্তন।।
১২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৭
ধ্রুবক আলো বলেছেন: চাপা কান্না খুব কস্ট দায়ক, ঝেড়ে ফেলুন।
কবিতা ভালো লেগেছে
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধ্রুবক ভাইয়া অাপনার মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ।
অাপনার ভালোলেগেছে জেনে অামার অনেক ভালোগলো।
শুভেচ্ছা নিরন্তন।।
১৩| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৪| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে বাবু ভাই
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৫| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা নিরন্তন
১৬| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবনে সুখ দু:খ আছে; তবে, সমাজ বা রাস্ট্রের বিশৃংখলা মানুষের জীবনকে বিষন্ন করে তোলে।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভালো লেগেছে
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা নিরন্তন
১৮| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৪
নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
১৯| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রইল কবিতায়।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা জানবেন
২০| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল আর ছবিটা অসাধারন , বড্ড বেশী জীবন্ত । আপনার তোলা ছবি ?
আর হ্যাঁ বানানের উপর আর একটু সচেতন হতে হবে । আমি ব্লগে আছি খাদ্য দ্রব্য নিয়ে । খেতে না পারলেও দেখতে পারবেন এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন রকম রান্নার সঠিক সহজ পদ্ধতির রেসিপিটা পাবেন আর স্নেহ ছাড়া কিছুই দিতে পারবো না । ভাল থাকুন সারাক্ষন সারাবেলা ।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
অামার ব্লগে এসেছেন এজন্য ভালোলেগেছে।
বানান গুলা একটু দেখিয়ে দিলে ভালোহতো।
২১| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪০
এনায়েত হোসাইন বলেছেন: কবিতাটা খুবই সুন্দর ! এত সুন্দর কবিতা পোস্ট করার জন্য ধন্যবাদ !
০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্যে ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
২২| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
দৃষ্টিসীমানা বলেছেন: কাদায় -কাঁদায় ,
দোয়ারে - দুয়ারে ,
খোজ - খোঁজ ,
শত আপনি কি ভাবে শত তে ও কার লাগালেন আমি পারলাম না ,ক্ষট অর্থ বুঝলাম না । স্নেহের ব্লগার ভুল বুঝবেন না , আমারও ভুল হতে পারে , আপনি
সম্ভবত সনেট লিখেছেন , কবিতাটি অনেক ভাল হয়েছে । শুভ কামনা রইল ।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার অান্তরিক মন্তব্যে অানেক খুশি হয়েছি।
ভাইয়া, অাসলে লিখেই পোষ্ট করেছিতো তাই ভুল থাকারই কথা। অসাবধান বসতঃ কিছু ভুল অাছে। কিছু লিখার ভুল অাছে। ঠিক করে নিচ্ছি।
এটা সনেট নয়।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: মোবাইলে ব্লগিং করি। তাই একটু ...
শুভেচ্ছা নিরন্তন
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
শোভন কুমার বর্ধন বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে।