নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
ডিপার্টমেন্ট থেকে ঘুরে এলাম। অনেক দিনপর হলো অামাদের সফর।
ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র থেকে ৪/৫ কিলোমিটারের মধ্যেই কবি জসীম উদদীনের বাড়ী।
ভালোই লাগলো পল্লীকবি জসীম উদ্দীনের (উদ্ দীন, অর্থ্যাৎ কবির নামের বানানে দ্ দ অালাদাভাবে লেখা দেখলাম, যেটা সাধারণত ভুল হয়ে যায়) বাস ভবন। স্মৃতিময় কবিরভবন।
প্রবেশ পথের দেওয়াল থেকে।
কবির নিজ হাতে লাগানো গাছ। কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে অাছে অাজও।
কবি জসীম উদদীনের সমাধী।
বাড়ীর সব জায়গাই ছবি, কবিতা, গান, পেইন্টিং দিয়ে সাজানো।
পুরা ডিপার্টমেন্টের ভিতর অামাদের ব্যাচ একটু ব্যতিক্রম। সবাই খুব বন্ধুত্বসুলভ। অামাদের ব্যাচের নেতৃত্ত্বে যতো সফর হয়েছে অন্যকোন ব্যাচ তা পারেনি। বন্ধুদের খুব মিস করছি। সকল বন্ধুর জন্য শুভ কামনা।
সস অাসছেন উগান্ডা থেকে। কবির ছেলে উনার বন্ধু। উদ্দেশ্য বাংলাদেশ ঘুরে দেখা।
শ্রদ্ধেয় ডিপার্টমেন্ট প্রধান। খুব ভালোলাগে উনাকে।
কবির পারিবারিক কবর স্থান। বাড়ীতে ঢুকতেই পথের ধারে।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামার ব্লগ বাড়ীতে এসেছেন ভালোলাগলো।
পাঠ করেছেন জেনে খুশি হলাম।
শুভেচ্ছা নিরন্তন।
২| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯
মানবী বলেছেন: চমৎকার! প্রিয় কবির স্মৃতি বিজড়িত স্থানের ছবি দেখে খুব ভালো লাগলো।
সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ সামিউল ইসলাম বাবু ।
*পোস্ট এডিটে গিয়ে ছবি গুলোর মাঝে কিছুটা স্পেস দেয়া সম্ভব হলে দেখতে আরো ভালো হবে মনে হয়*
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুন্দর পরামর্শ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
এডিট করেছি।
শুভেচ্ছা জানবেন।
৩| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৮
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার মন্তব্য পেয়ে ধন্য হয়েছি।
অাপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭
বাঁকখালির বাঁকে বলেছেন: অসাধারণ পোষ্ট..........
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা নিরন্তন।
৫| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৯
আরণ্যক রাখাল বলেছেন: ভালই ঘুরাঘুরি করলেন!
পোস্টে আরও কথা যুক্ত করে দিন, বেটার হবে
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
সময়পেলেই যুক্ত করে দিবো।
শুভকামনা।
৬| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ছবির মধ্য দিয়ে দেখে নিলাম পল্লী কবির বসত বাড়ির কিছু অংশ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামার ব্লগ বাড়ীতে এসেছেন ভালোলাগলো।
দেখেছেন ছবি গুলা জেনে খুশি হলাম।
শুভেচ্ছা নিরন্তন।
৭| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯
ওমেরা বলেছেন: আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার আব্বু উনার কয়েকটা কবিতা পাঠ করে আমাকে ঘুম পারাত । খুব ভাল লাগল উনাকে নিয়ে আপনার পোষ্ট । ধন্যবাদ ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অাপুমনি।
শুভকামনা।
৮| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
ছবিতে কোনটি আপনি?
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
নিজের ছবি দিতে ভালোলাগেনা ভাই।
অামি একটু চুপচাপ প্রকৃতির। নিসঙ্গ থাকতে ভালোলাগে। তাই ছবি দেয়না।
৯| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭
জুন বলেছেন: বিখ্যাত নকশী কাথার মাঠের রচয়িতা কবি জসীম উদ্দীনের বসত ভিটে টুকু দেখা হলো আপনার সৌজন্যে । । ধন্যবাদ শেয়ার করার জন্য সামিউল ইসলাম বাবু ।
+
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপু অাপনি অামার ব্লগ বাড়ীতে এসেছেন ভালোলাগলো।
পাঠ করেছেন জেনে খুশি হলাম।
শুভেচ্ছা নিরন্তন।
১০| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮
রফিকুল ইসলা৯৩ বলেছেন: ছবি ও বিবরণ অনেক ভাল লেগেছে ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা নিরন্তন।
শুভকামনা জানবেন।
১১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ অাপু।
শুভেচ্ছা কানবেন।
১২| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
অভিজিৎ সমদ্দার বলেছেন: খুব ভালো লাগলো ছবি ও বর্ণনা।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ অভিজ্যিৎ সমদ্দার।
শুভকামনা জানবেন।
১৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫০
তামান্না আক্তার কেয়ামনি বলেছেন: খুব ভালো লাগলো ছবি ও বর্ণনা।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কেয়ামনি অাপু।অামার ব্লগ বাড়ীতে স্বাগতম।
শুভকামনা জানবেন
১৪| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
রাশিদা রাজাপুর বলেছেন: আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার আব্বু উনার কয়েকটা কবিতা পাঠ করে আমাকে ঘুম পারাত । খুব ভাল লাগল উনাকে নিয়ে আপনার পোষ্ট । ধন্যবাদ ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার মন্তব্যটা অনেক ভালোলাগলো। খালোলাগলো অাপনার শৈশব স্মৃতি।
ব্লগবাড়ীতে স্বাগতম।
১৫| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পোষ্টটি ভাল লাগল কবির ভিটে বাড়ি দেখার সুযোগ করে দিলেন ধন্যবাদ আপনাকে।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুজন ভাই অাপনি অামার ব্লগ বাড়ীতে এসেছেন ভালোলাগলো।
পাঠ করেছেন জেনে খুশি হলাম।
শুভেচ্ছা নিরন্তন।
১৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২০
টুনটুনি০৪ বলেছেন: খুব সুন্দর পোষ্ট করেছেন।
লাইক দিলাম।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও একটা বড় লাইক দিলাম।
শুভেচ্ছা জানবেন।
১৭| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
ক্লে ডল বলেছেন: সুন্দর! কবর কবিতাটি দেখতে পেলে আরো ভাল লাগত। সম্ভবত শেষ ছবিটির আশে পাশেই লেখা ছিল কিছু চরণ। যদিও বেশ আগের কথা।
১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই কবর কবিতাটি চোখে পড়েনি।
তবে সারা বাড়ীতে কবিতা ও বিভিন্ন ছবি টানানো অাছে।
১৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৬
নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল ছবি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে এরকম পোষ্টের জন্যে
২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাপনাকেও ধন্যবাদ অামার ব্লগে এসে মন্তব্য করার জন্য।
শুভেচ্ছা নিরন্তন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫
ধ্রুবক আলো বলেছেন: পল্লী কবি জসিমউদ্দিন এর বসত বাড়ি, খুব ভালো লাগলো ছবি ও বর্ণনা।
আশা আছে একদিন যাবো পল্লী কবির গ্রামে।