নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

একটি অডিও

০৩ রা জুন, ২০১৮ ভোর ৫:৩৫



একটি অডিওর কথা বলছি
এইতো কদিন হলো,
ভাইরাল হয়েছে অনলাইনে
কারও অজানা নয়তা
কি নির্মম? একবারও কি নাড়া দিয়েছে চেতনায়!
অাসলে অামরা অার মানুষ নই।
ই্ট পাথর অথবা পশু

সফিয়া চেনেনা কে মানুষ অার কে পিশাচ
মানুষ রুপি হায়েনা কিম্বা
মানুষ খেকো রাক্ষস।
মানব জাতি অার সমাজের ভিন্নতা
চোখের অশ্রু অার্তনা অথবা রক্তে কখনও
এখনও ভিন্নতা দেখা যায়না।

অামি রোবট সোফিয়া অন্যের কষ্ট
অামার হৃদয়ে নাড়া দেয় না।
পৃথিবীর সকল মজলুমের অার্তনাদ
হে ঘুমন্ত!
হৃদয়টা বেঁচে আছেতো?



অামার কিছু ব্লগ এখানে যুক্ত করলামঃ

কবিতা
কবিতা ০২
আমার কয়েকটি কবিতার লিংক:
খুজে ফিরি বিশ্বাসে,
মোমবাতির ধারাপাত,
সোনালি সকালের প্রতিক্ষায়,
লাড়কির পরিণতি,
স্বাধীনতা
স্বধীনতার জন্য,
সেই স্মৃতিময় দিনগুলি,
মেঘ,
জীবনের এই ক্ষণে,
বন্ধু হতে চাই,
মনের রঙে অাঁকি,
ইচ্ছে করে,
ইচ্ছে (অষ্টিকা)
মাতৃভাষার জন্য

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর

২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটাই বাস্তবতা।।

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: অডিও টা বুকের মধ্যে এসে লেগেছে।

৪| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: লক্ষ কোটি মানুষ কষ্ট পেয়েছেন।

৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: অডিও শুনছে দেশ, জনগণ কিন্তু নিস্তব্ধ।

৬| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বা্হ!
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.