নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
মেহমান বিদায়ের সহজ আপ্যায়ন
এক কাপ চা আর বিস্কুট।
বন্ধু অনেক দিন পর দেখা
আয় চা খাই একটু।
আর আড্ডাতেও চায়ের
বিকল্প একদম নেই
বৃটিশরা ধরাইছে প্রথমে ফ্রিতে
তারপর ইতিহাস
চা ছাড়া আড্ডা কি আর চলে
সবখানে নেই চা।
আর যদি নির্বাচন হয়
নির্বাচন মানেই চা,
যদিও এখন এটা স্বপ্ন মাত্র
বাঙ্গালীর ঘরে
যাই হোক এসেই যখন গেছেন
চা না খেলে কেমন হয়।
ও মনির মা
মেহমানের এককাপ চা দাও,
একটু চিনি বাড়িয়ে দিও
উ..চ উ.. চ... (চা খেতে খেতে )
বলুন তারপর
কেমন চলছে দিনকাল
যাহোক আবার আসলে
এক কাপ চা খেয়ে যেয়েন
সময় সুযোগ করে
আবার আইসেন
এক কাপ চা দিও...
একটু চিনি বাড়িয়ে দিও...
২৯ শে মে, ২০২১ বিকাল ৫:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: কেন কেন?
অবশ্যই আড্ডা হবে...
২| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
কফি?
২৯ শে মে, ২০২১ বিকাল ৫:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৩| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:১২
শেরজা তপন বলেছেন: ভাল লাগল- চা খেতে আসছি আপনার বাসায়, চিনিটা একটু বাড়িয়ে দিবেন
২৯ শে মে, ২০২১ বিকাল ৫:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: মাশাল্লাহ ২ চামচ দিলাম
৪| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: চায়ের আড্ডা এখন বিলুপ্ত প্রায় বিষয়। কবে যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এখন পৃথিবী জুড়ে অনলাইন ই ভরসা।
২৯ শে মে, ২০২১ বিকাল ৫:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেটাই আর কি।৷
আল্লাহ ভরসা। কি আর করার
৫| ২৯ শে মে, ২০২১ রাত ৮:৪০
শেরজা তপন বলেছেন: কি বলেন সেলিম আনোয়ার ভাই- আসেন একদিন আমাদের মিরপুরে।
এখনো প্রতিদিন ঘন্টাখানেক চায়ের আড্ডা না হলে ঘুম আসেনা-রে ভাই
২৯ শে মে, ২০২১ রাত ৮:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে দেখা হবে ভাই
৬| ৩০ শে মে, ২০২১ রাত ২:২৭
রাজীব নুর বলেছেন: আসুন বিশ্বসাহিত্য নিয়ে আড্ডা দেই।
৩০ শে মে, ২০২১ দুপুর ১:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: দেওয়া যায়
৭| ৩১ শে মে, ২০২১ রাত ৩:১৫
মেরুভাল্লুক বলেছেন: ভাই, লেখাটা হবেঃ আসেন চা খাই, খায় নয়। আসেন চা খায় লিখলে অন্যরা খেয়ে যাবে।
০১ লা জুন, ২০২১ রাত ৮:৪৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন দেখে ভালোলাগলো।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৫৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চা খেলাম, তবে আড্ডাটা আর হলো না....!!