নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আত্ম স্বীকৃত চোর

১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:০৬



জীবনে অনেক চুরি করেছি। তাই আত্ম স্বীকৃত চোর আমি। তবে ধরা খেয়েছি একবার..
রাত ১১ঃ৩০ মি এ
তাও মহিলার হাতে ধরা খেয়েছি।
ভাগ্য ভালো আমার বৌ আমারে কি বলেনি...


আমার চুরির জন্য লজ্জিত। আসলে এমন ভাবে ধরাখাবো নিজে, কিছুতেই বুঝতে পারিনি...
তাও এমন একজন এই চুরির সাক্ষী। যা ভাবতেও কষ্ট লাগছে...

তবে জীবনে শিক্ষার কোন শেষ নেই। আমি ভুলবোনা। এটা স্মৃতি হয়ে থাকবে আজীবন।

সব কিছুতেই একটা নিয়ম শৃঙ্খলা ঘোষিত ও স্বীকৃত থাকা উচিৎ...
Sorry for this...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানে কী । কিছুই বুঝলাম না

১৪ ই জুন, ২০২১ রাত ১২:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মনে কষ্ট লেগেছে তাই পোস্ট করলাম। আসল ঘটনা আর নাই বা বললাম্।

ব্লগ বাড়িতে আসার জন্য ধন্যবাদ

২| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৪০

এস এম মামুন অর রশীদ বলেছেন: লেখা কি শুধু এটুকুই, না কেটে গেছে বাকি অংশ?

৩| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: কনগ্র্যাচুলেশানস!!!

আপনার চোর জীবন সুখের হোক!!! =p~

১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: |-) |-) |-)

৪| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৫১

ভুয়া মফিজ বলেছেন: আচ্ছা!! মন্তব্য করার সময়ে পরের অংশটা ছিল না। যাকগে, একবার লজ্জা যখন পেয়েছেন, আশা করি ভবিষ্যতে আর চুরি করবেন না। ;)

আপনার চোর জীবন সুখের হোক!!! কথাটা উইথড্র করা হইলো। :)

৫| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে আর চুরি করবেন না।

৬| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কী ধরনের চুরি? রূপক বা রহস্যময় কিছু না তো? সত্যি সত্যি চুরি করে থাকলে এভাবে বলা ঠিক না, ওটা নিজের মধ্যে রেখে নিজেকে পরিশুদ্ধ করতে হয়। এভাবে প্রকাশ করার মধ্যে বিনয় বা সততার চাইতে অতি-সততার বড়াই চলে আসে, যেটা পজিটিভ কিছুই প্রকাশ করে না।

তবে কিছু কিছু চুরি যত বেশি করা যায় ততই মঙ্গল। যেমন এটি - যে চুরিটি করেছিলাম আমি নিজে।

৭| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:১৭

জটিল ভাই বলেছেন:
লিখা পড়ে মনে হলো নতুন কোনো ধারা প্রবর্তনের চেষ্টা করছেন। স্বগতম :)
তবে ধারাটা পাঠকদের জন্য ব্যাখ্যা করলে ভালো হতো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.