নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ের নিয়ন্ত্রণ সন্ত্রাসী সন্তু লারমাদের হাতে!!!

২২ শে জুন, ২০২১ ভোর ৬:৫৯



আমরা পাহাড়ের অনেক খবরই রাখিনা। এর পিছনে অন্যতম কারণ হলো, আমরা পাহাড়ের অনেক খবরই পাইনা। এই প্রেক্ষিতে যা হয় বাংলাদেশ সম্পর্কে মিথ্যা খবর পশ্চিমা দেশগুলোর মিডিয়ায় প্রচারণা চালান হয়। আমাদের পাহাড়ে অনেক গুলো বিদেশি এনজিও কাজ করে এরা কাজের অন্তরালে সন্ত্রাসী কাজে অর্থায়ন করে।

সরকারের উচিৎ পাহাড়ের বিষয়ে আরো সচেতন হওয়া। না হলে একটা চক্র পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করার চেষ্টায় আছে। এরাই বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থার নামে সন্তু লারমাদের সন্ত্রাসী তৎপরতায় অর্থায়ন প্রশিক্ষণ ও সহায়তা করে থাকে। পাহাড়িদের কাছে বাংলাদেশের অপাহাড়ী মানুষদের শত্রু হিসেবে উপস্থাপন ও প্রচার করে থাকে।

এই কয়দিন আগে ওমর ফারুক ত্রিপুরা নামে এক নওমুসলিমকে হত্যা করেছে সন্তুলারমার সন্ত্রাসী সংগঠন জেএসএস বাহিনী। যারা তাকে দীর্ঘ দিন হত্যার হুমকি দিয়ে আসছিলো। অবশেষে গতশুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গুলি করে হত্যা করে।

সন্ত্রাসী সংগঠন দমন না করলে তারা দেশবিরধী তৎপরতায় আরো সোচ্চার হবে।

ওমর ফারুক ত্রিপুরা হত্যার যথাযথ বিচার চাই।
পাহাড়কে সকলের জন্য নিরাপদ করা সরকারের দ্বায়িত্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.