নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আজ এক নির্বাচনী এলাকায় ঘুরতে গিয়ে হাতপাখা মার্কা পোষ্টার টানানো দেখলাম। প্রধান বিরোধী দলের অন্যতম প্রধান শর্ত সর্বত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা থাকা। সেই দিক থেকে জাতীয় পার্টি ১০০% ব্যর্থ। চরমনাই পারুক আর নাই পারুক সবজায়গায় প্রতিদ্বন্দীত্বা করে। এক্ষেত্রে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেলো। বন্ধু মোজাম্মেল হক খুব পড়াশোনা করতো। ক্লাসের ফাঁকেও পড়তো। চেহরাও অনেক সুন্দর ছিলো। চুল ছিল কোকড়ানো। সমস্যা হলো এতো কিছুর পরেও পিছনের দিক থেকে প্রথম হতো। অর্থাৎ রোলনম্বরে সবার শেষে থাকতো। যাক সেটা বড় কথা নয়। কথা হচ্ছে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই এখন সরকারের অন্যতম প্রধান বিরধী দল। সর্বশেষ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রাণী স্যরি প্রার্থী প্রদান করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশ করুক না করুক বন্ধু মোজাম্মেলের মতো পড়েই যাবে সারাক্ষণ।
তবে এতে কিন্তু একটা লাভ হচ্ছে। সরকারের কিন্তু বিরধী দলে ঘাটতি পূর্ণ হচ্ছে। ধন্যবাদ সরকারের বিশ্বস্ত ইসলামি দল ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই। কারণ তারা নির্বাচনে না এলে সরকারের প্রতিদ্বন্দী খুজা লাকতো। যেভাবে ক্লোজলি ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ ইত্যাদি অনুষ্ঠান তারকা খুজেছে।
এরপর চরমনায়ের ফেসবুক পেজ থেকে কিছু ছবি পেলাম। তার থেকে কিছু ছবি নিম্নে দেওয়া হলঃ
➤ ➤ ➤
২৭ শে জুন, ২০২১ রাত ১:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।
ভোট নেই তবুও প্রার্থী দেয়। এটা কি নির্দেশ করে।
১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত
২| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪১
নীল আকাশ বলেছেন: কথা হচ্ছে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই এখন সরকারের অন্যতম প্রধান বিরধী দল।
বিগত এক বছরের মধ্যে সেরা হাস্যকর লাইন শুনলাম। এদের পাব্লিক কী ভোট দেয়? আমার তো মনে হয় বৌ'রাও নিজেদের জামাইদের ভোট দেয়া না ভোট নষ্ট হবে বলে?
যে নষ্ট বনে বাঘ থাকে না সেখানে ইদুরও মনে খুশিতে চি চি করে করে বেড়ায়।
২৯ শে জুন, ২০২১ সকাল ১১:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: দেখুন, বিএনপি আপাতোত ভেটে নেই। জাতীয় পার্টির সর্বত্র প্রার্থীদেয়ার মতো লোক নেই। কিন্তু চরমনাই পাশ করুক আর না করুক, প্রার্থী কিন্তু থ্রু করছে।
এতে আ'লীগের লাভ হচ্ছে তারা কম্পিটিশন করার দল পেলো, এতে অন্তত্ব পক্ষ্যে নির্বাচন বৈধতা পাবে।
তবে কি চরমনাই সরকারের প্রধান বিরধী দল নয়?
৩| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৩৭
রানার ব্লগ বলেছেন: চরমোনাই
১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
চরমোনাই ঠিক করে দিলাম।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৫৭
দূরের যাত্রী বলেছেন: ইসলামী ঘরানার নমশূদ্র দল। অনেক হুঙ্কার দিলেও দিন শেষে সরকারের কাছ থেকে রহস্যজনক ফেভার পেয়ে থাকে। নেপথ্যের খবর আল্লাহই জানেন।