নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আর নয় আমেরিকা, আর নয় রাশিয়া কিম্বা মালায়েশিয়া। এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাচ্ছে সয়াবিন তেলের খনি। তাই এখন আর কোন টেনশান নাই। আর প্রয়োজন হবে না এটা বলারঃ
তেলের বদলে পানি খান,
তেলের উপর চাপ কমান
এর আগে যেমন বলাহতোঃ
ভাতের বদলে আলু খান,
ভাতের উপর চাপ কমান।
***
বেগুনের বদলে মিষ্টি কুমড়া খান,
মিষ্টি কুমড়ার উপর চাপ কমান।
এখন প্রতিনিয়ত অভিজান চলছে, আর সয়াবিন তেলের মজুদ পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের তেলের খোনি এক একটা...
যখন, এই সস্তা ডায়ালগ দিয়েছিলেন তখন আপনাদের মনে থাকেনা যে এগুলো সিন্ডিকেটের কারনে দাম বাড়ে?
তবে আপনারা দ্বায়িত্বজ্ঞানহীন বক্তব্য কেনোদেন!
আপনাদের কারণেইতো এই সব জিনিসের দাম বাড়ে।
দেশের দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি দায়িত্ব জ্ঞানহীন কথা বলে তবেতো দেশের অবস্থা এমন হবেই। আমাদের দেশে স্টক থাকার পরেও কেনো জিনিসের দাম বাড়ে?
হ্যাঁ, যদি কোন জিনিস বিশ্ব বাজার থেকে বেশি দামে কেনা পড়ে তবে তখন তার দাম বাড়তে পারে। আগেই কেনো দাম বাড়বে?
তাহলে এই আইন আদালত ও প্রশাসনের কি দরকার ছিলো। কি দরকার ছিলো সুশৃঙ্খল সরকার ব্যবস্থার?
আসুন আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল হই।
দ্বায়িত্বজ্ঞানহীন কথা-বার্তা পরিহারকরি।
আইন সকলের জন্য সমান, এটা কার্যকর হোক।
তবেই দেশে শান্তি আসবে, তখন বলা লাগবে না বেগুনীর পরিবর্তে কুমড়ানী খান।
শুভবুদ্ধির উদয়হোক।
এই কামনায়...
১৫ ই মে, ২০২২ দুপুর ১:১১
সামিউল ইসলাম বাবু বলেছেন: এমন দেশের নাগরিক আমরা, পাশের দেশে বৃষ্টি শুরু হলেই আমাদের দেশে ছাতার দাম বেড়ে যায়
২| ১৫ ই মে, ২০২২ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: যারা দেশে থেকে তেল লুকিয়ে রেখেছে, অভাব আনিয়াছে- তাঁরা অন্যায় করিয়াছে। এদের শাস্তি হওয়া দরকার।
১৫ ই মে, ২০২২ দুপুর ১:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: যে দলের লোকই হোক ২/৩ জোনকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। দেশ এমনেই ভলো হয়ে যাবে।
কিন্তু দেশে যে আইনের শাসন নেই। কিভাবে হবে।
৩| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:১৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কখন বলে ডাইট করা শুরু করেন। এক্কেবারে না খাইলে আরও ভালো।
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: জি ভাই,
আমাদের প্রচুর চর্বি জমেছে। না খেয়ে থাকা দরকার।
৪| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘোলা তেলে মাছ ধরছে
অনেক সুবিধাবাদী ব্যবসায়ী।
দুধের দাম লিটারে বাড়ছে ১০ টাকা
৩৫ টাকার সাবান ৫০ টাকা! খবর
রাঝেন কি?
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা মধ্যবিত্ত।
আমরাই বেশি সাফার করি ভাই
৫| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: একটা দুইটা পন্যের দাম বাড়াত পারে যেকোন দেশে। কমে যাবে। প্যারা নাই চীল......
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: জী ভাই, আপনার মতো লোককে আগামী সংসদে মন্ত্রীর পদ দেওয়া হোক।
আপনি বহুত আশাবাদী লোক
৬| ১৫ ই মে, ২০২২ রাত ৮:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই, এদেশে একবার
কোন পণ্যের দাম বাড়লে ইহ কালেও
তার দাম কমেনা।
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত ভাই
৭| ১৫ ই মে, ২০২২ রাত ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বিনা তলে রান্নার রেসিপির অনেক বই আছে, সেগুলি কিনতে হবে এবার।
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: জি, আমাকে একটা দিয়েন। আপনার ভাবিকে শেখাতে হবে....
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:২২
ঢাবিয়ান বলেছেন: লংকা কান্ড ইফেক্টস। নাইলে বাদাম তেলের সন্ধানেই থাকতে হইত