নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

২০২৩ নির্বাচনে প্রার্থী হচ্ছি

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৫

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচনী এলাকা সকল বাঙ্গালী জনপদ। ভোটচাই ভোটারের। দোঅ চাই সকলের।
সম্মানিত পাঠক ভাই ও বোনেরা, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনার একভোটেই হতে পারে আমার জয়। তাই, নাই কোন ভয়।
নির্বাচনী ওয়াদা ভিডিও রেকোর্ডি ও ইউটিউবের মাধ্যমে জাতীর উদ্দেশ্যে জানানো হবে। !:#P !:#P
সকল নিরিহ বাঙ্গালীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণীঃভোটদিতে কেও কিন্তু কারপন্য করবেন না। ভোট একটা মহামূল্যবান সম্পদ।
আমার কিন্তু চুরি-দারি ও মারামারি করার কোন উদ্দেশ্য নাই। তাই যোগ্য দেখে পক্ষ্যনিন।
:-B :-Bছবি সূত্রঃ
নেট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

ভুয়া মফিজ বলেছেন: আমার কিন্তু চুরিদারি ও মারামারি করার কোন উদ্দেশ্য নেই। আলহামদুলিল্লাহ। তবে, আপনার প্রতি অনুরোধ থাকবে, সংসদে যাওয়ার আগে বাংলা ভাষায় দখল আরেকটু বাড়ানোর!!! :)

একটা প্রশ্নঃ ভারতের বাঙ্গালীরাও কি আপনার ভোটার?

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: জি দাদা।

সামুতো দুই বাংলারই


টাইপোর জন্য দুঃখিত। বিজয়ী হলে বিষয়টি বিবেচনা করবো :D :P

২| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: দাঁড়াইয়া যান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ছাড়া আর কোথাও এমপি মন্ত্রী হওয়া যায়না।

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওই ধান্দাই আছি। ভাবছি ফুটপাত থেকে একটা কোট কিনে গায়েদিমু

৩| ১৮ ই মে, ২০২২ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: রাজনীতি থেকে দূরে থাকাই ভালো।

২১ শে মে, ২০২২ সকাল ১১:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: তবে ভালো মানুষের রাজনীতিতে খুব বেশি প্রয়োজন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.