নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আগামী ২০২৩ এর নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অতিত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা প্রেক্ষিতে কিছু কথাঃ
♦বিএনপি শুধুই অগ্রীম কথা বলে, কাজের সময় কিছু করতে পারেনা। যেমনঃ ১০ ডিসেম্বর থেকে কি জানি শুরু করবে। কাগুজে বাঘের মতো এমন অনেক বলে, কাজের বেলায় ঠনঠন।
♦বিএনপি কাজ করে ২% আর স্বপ্ন দেখে ১০০%
♦ আসলে কর্মী বাহিনীকে সম্ভাবনা না দেখাতে পারলে তারা হতাশ হয়ে পড়ে। আর হতাশা গ্রস্ত কর্মী দিয়ে কোন আন্দোলন সফল করা সম্ভব নয়।
♦বিএনপির সব চেয়ে বড় ভুল আ'লীগের পাতানো ফাঁদে পা দেওয়া। যা এখনো চলমান।
♦সচেয়ে বড় যে সমস্যা তা হলো একটা যোগ্য নেতার অভাব, মাঠপর্যায় থেকে হেড অব কমান্ড পর্যন্ত।
➤আ'লীগের বড় সফলতা হলোঃ
★ডিফেন্স, মিডিয়া ও বিরোধী দল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারা।
★যা বলেছে তা বাস্তবায়ন করতে সমর্থ হওয়া।
সর্বপরি এঅবস্থা চমলান থাকলে আগামী নির্বাচনে আ'লীগ এগিয়ে থাকবে।
২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: যা শেয়ার করলাম এটা আমার অলস মস্তিষ্কের চিন্তা ভাই।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সব নিয়ে চিন্তার কিছু নাই। শেষ মুহূর্তের জন্যে অপেক্ষা করেন।
২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা
মন্দ বলেন নি
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
কামাল৮০ বলেছেন: খারাপ বলেন নাই।বিএনপির আন্দোলনে জনগনের অংশ গ্রহন থাকে না।নির্বাচনে সবথেকে বড় লাভ তারেক রহমানের।