নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পার্বত্য চট্টগ্রাম সমস্যা

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০


আমারা সাধারণত বিভিন্ন সংবাদ দেখলে তাকে শতভাগ বিশ্বাস করি না। কারণ, সংবাদ অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক হয়ে থাকে(বর্তমান প্রেক্ষিতে)। তেমনই অনেক সঠিক সংবাদ মিডয়াতেও আসে না। আবার অনেকে অন্যদেশ বা দলের দলাদলি করে। টাকায় বিক্রয় হন অনেকে।


বতর্মানে পাহাড়ে অনেক কিছুই এলোমেলো ঘটে চলেছে।
"কুকি-চিন'দের পাহাড়ে বিচরণ, সামরিক প্রশিক্ষণ ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম।
একাধিক মিশনারী, এনজিও ও ফ্রি সেবা সংস্থা কাজ করছে। তাদের সম্পর্কে সরকারের কাছে বিস্তারিত কোন ইনফরমেশন নেই। নেই সাংবাদিকদের অনুসন্ধানী কোন রিপোর্ট।

যাহোক, আ'লীগ এবং বিএনপির রাজনৈতিক দন্দ্ব নিয়েই সবাই নিউজ ভিউজ কভারেজে ব্যস্ত। আমাদের দেশের একটা অঞ্চল নিয়ে আমার সবাই উদাসীন।

আমরা ব্যস্ত আছি, বিজ্ঞান মনস্ক জ্ঞান বিতরণ ও প্রগতিশীলতা নীয়ে। দেশ, দেশের জনগণের কল্যাণ অকল্যাণ নিয়ে কারও কোন মাথা ব্যাথা নেই। কারণ আমিতো ভালো আছি।

ভারত-চীন, আমেরিকা-রাশীয়া ব্লকের বিশ্বরাজনীতি নিয়ে আমরা শুধু চিন্তায় ব্যস্ত আছি অথবা পরিমনীর বিবাহ ও বিচ্ছেদ গ্রোথ নিয়ে লেখা লেখিতে ব্যস্ত।

পাহাড়ের কোন সমস্যাকেই ছোট করে দেখার কোন সুযোগ নেই। কারণ ছোট খাট কোন সমস্যাই মিডওয়ায় আসেনা। যেকোন সমস্যাই বড় আকার ধারণ করলে কেবল মিডিয়া পাড়ায় হইচই পড়ে। কিছুদিন পরে আবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে চাপা পড়ে যায়।

সরকারের অনেক কিছু করা উচিৎঃ
★পাহাড়ের সামরিক শক্তি বাড়ানো উচিৎ।
★সাধারণ জনগণ তথা বাঙালি ও নিরপরাধ পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
★পার্বত্য চট্টগ্রাম আমেরিকা, রাশিয়া ও চায়নার জন্য হটকেক। সবচেয়ে ইন্টারেস্টের বিষয় হলো ভারতের জন্য।

সরকারের সামান্য অবহেলা ও অদূরদর্শীতার ফল হতে পারে, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতা।

আসুন, আমরা রাজনীতির উর্ধে থেকে দেশকে ভালোবাসি।

নতুবা, নতুন প্রজন্ম ও ইতিহাস কখনো ক্ষমা করবে না।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০১

রিফাত হোসেন বলেছেন: বর্তমানে নয় বরং আগে থেকেই ঝামেলা চলছে। শান্তি চুক্তির নামে সাময়িক প্রশমণ করেছে মাত্র।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: হু সহমত

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:




পাহাড় রক্ষা করার জন্য আপনি একটি ভলনটিয়ার বাহিনী গড়ে তোলেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনারতো ট্রেনিং আছে। আপনি চলে আসেন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:) জেরুসালেম কেড়ে নিয়েছিলেন; আপনি উনার শিষ্য, কিছু একটা করেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: হু অনেক সুন্দর বলেছেন।

তাহলে চেষ্টা করি।

আপনি কিছু লোকদিয়েন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ১৯৯৬ সালে শেখ হাসিনা এই সমস্যার সমাধান করে দিয়েছেন।
এখন যা ঘটছে এগুলো সাময়িক সমস্যা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম।

তবে এখনো ঝামেলা পুরাপুরি মুক্তনয়।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

কামাল১৮ বলেছেন: কুকি-চিন কারা,তারা কি চায়?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পরিচিত একজন বিজিবি সদস্য আছেন বান্দরবানে। উনার মাধ্যমে যতদূর জানছি এরা ইন্ডিয়া ভিত্তিক সশস্ত্র সংগঠন। বাংলাদেশেও এদের তৎপরতা আছে। দলবেঁধে এরা বাংলাদেশে আসা যাওয়া করে।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬

কামাল১৮ বলেছেন: ভারত এখানে কি চায়।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: এর অথেনটিক কোন তথ্য আমার কাছে নেই।

তবে, প্রত্যেক দেশেরই সিক্রেট কিছু বিষয় থাকে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১৫

অহরহ বলেছেন: কিন্তু ভাইয়া, সমতলের বাঙালি মুসলিমরা পাহাড়িদের আদি নিবাস পার্বত্য চট্টগ্রাম করে বসে আছে। অনেক ক্ষেত্রে সমতলের বাঙালিরা পাহাড়িদের উচ্ছেদ করে তাড়িয়ে দিয়েছে। সামরিক আইন জারি করে একটি জাতিকে নির্মূলের পরিকল্পনা শুরু হয়েছে ৭১ এর পর থেকে।

ভারতের কাশ্মীর, মায়ানমারের রহিঙ্গা, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের দরদ উথলে পরে!! আর নিজ দেশে পাহাড়িদের উপর গনহতা। বাঙালি মুসলিমদের দ্বিচারিতা এখানেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, এবিষয়ে একটা পোষ্ট লেখেন। আপনার পোস্টে বিস্তারিত আলোচনা হবে।

পাহাড়ে কতটা বিদেশি এনজিও কাজ করে এবং তাদের উদ্দেশ্য কি আমাকে একটু বলতে পারবেন?

পাহাড়ের গহীনে সামরিক প্রশিক্ষণ হয়, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন?

নিরীহ একটা মুসলিম ছেলেকে হত্যা করে তার মাংস রান্না করে খেয়ে ফেলেছে। আপনি কি তার প্রতিবাদ করেছেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি কিন্তু কোন পাহাড়িকে এখানে কিছু বলিনি।

শুধু একটা সন্ত্রাসী সংগঠনকে ইন্ডিকেট করেছি।


আর আপনি না পড়েই আমার পোষ্টে একটা কমেন্ট করে বসলেন!


আপনি কি কোন পাহাড়ী?

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

বাউন্ডেলে বলেছেন: পার্বত্য বাঙ্গালীদের দোষ আছে। সংখ্যাগুরুর দাপট দেখিয়ে অসৎ বাঙ্গালীরা বার বার সমস্যার উদ্ভব ঘটায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি কিন্তু কোন পাহাড়িকে এখানে কিছু বলিনি।

শুধু একটা সন্ত্রাসী সংগঠনকে ইন্ডিকেট করেছি। পার্বত্য বাঙ্গালীদের দোষ আছে। সংখ্যাগুরুর দাপট দেখিয়ে অসৎ বাঙ্গালীরা বার বার সমস্যার উদ্ভব ঘটায়।


আর আপনি না পড়েই আমার পোষ্টে একটা কমেন্ট করে বসলেন!

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

যবড়জং বলেছেন: আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
আসুন স্যাংশন নিয়ে আলোচনা করি...হটকেক | -)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুরু করেন।
পোস্টে দেখা হবে

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: আসুন, আমরা রাজনীতির উর্ধে থেকে দেশকে ভালোবাসি।

এই কথাটি মনে হয় আমরা প্রায় ভুলতেই বসেছি!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা এখন ম্যাক্সিমাম দল কানা, মুক্তবুদ্ধিহীন। আমারা, আ'লীগ, বিম্পি এর বাহিরে কোন চিন্তা করতে পারিনা। দেশ ও দেশের জনগণ নিয়ে কেও চিন্তা করতে পারিনা।

ভারত যদি আমাদের সব শেষ করেও দেয় আ'লীগ ভারতের বিপক্ষে কথা বলার সাহস রাখে না। দল যা বলবে সেটাই তাদের কাছে চূড়ান্ত।

তারেক জিয়া হাজারও ভুল করলেও আমাদের চোখে পড়ে না। কারণ দলের বাহিরে যেয়ে নিরপেক্ষ কথা বলার মতো সাহস ও জ্ঞান নাই কারও।

এই প্রেক্ষিতে দেশকে ভালোবাসবেটা কে!?

সবাই পেটের ধান্দায় রাজনীতি করে, দেশের জন্য নয়।




পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা জানবেন।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

অহরহ বলেছেন: না ভাইয়া, আমি পাহাড়ি নই। সমতলের বাঙালি মুসলিম পরিবারে জন্ম আমার।

বলেছেন : "পাহাড়ে কতটা বিদেশি এনজিও কাজ করে এবং তাদের উদ্দেশ্য কি আমাকে একটু বলতে পারবেন? পাহাড়ের গহীনে সামরিক প্রশিক্ষণ হয়, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন?"

ঘরবাড়ি হীন বাস্তচ্যুত দুস্থ, দরিদ্র পাহাড়িদের বিদেশিরা মানবিক সাহায্য করতেই পারে, সমস্যা কী? অথচ, আপনারা পাহাড়ের জঙ্গলে ক্যাম্প বানিয়ে সন্ত্রাসী জেহাদীদের ট্রেনিং দিবেন, আলকায়দা আনসারউল্লা আমদানি করবেন, জোরপূর্বক ধর্মান্তরকরণ ঘটাবেন, পাহাড়িদের উপর ইসলামি খেলাফত কায়েম করবেন....... তাতে কোন সমস্যা নেই নাকি??

বলেছেন : "নিরীহ একটা মুসলিম ছেলেকে হত্যা করে তার মাংস রান্না করে খেয়ে ফেলেছে"

ডাহা মিথ্যা কথা, এমন কিছুই ঘটেনি। আপনাদের ওয়াজ ফহফিলে মোল্লারা কী না বলে? অক্সফোডে তিন বার শ্রেষ্ট টিচার হওয়ার গল্প শোনায় নির্ভোদ অডিয়েন্সে। চিল্লায়া কন ঠিক, না বেঠিক। তো, ভাইয়া আপনাদের হাস্যকর কথার যে কোন মূল্য নেই, তা বুঝেন তো? তবে এটা ঠিক সমতলের বাংলাদেশি মুসলিমরা যে ভাবে উই পোকার মত বংশ বিস্তার করেই চলছে, তাতে আর কিছু দিন পর ওরা একে অপরের মাংস খাওয়া শুরু করবে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.