নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ভোট, সামনে নির্বাচন আসছে

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

আমরা ছোট বেলায় বেশ মজা করতাম নির্বাচন এলে। ভ্যান ভাড়া করে দিত এলাকার মাতবর বা নেতারা। সবাই ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসতো।

নির্বাচনের সময় চা, চকলেট বিস্কুট দিয়ে যেতো প্রার্থীরা। মিছিল হতো বাচ্চাদের ও বড়দের। অনেক সময় মিছিল একগ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতো। আমিও গেছি হাতে হাতে...

নিজে নিয়ে খুব গর্ব করি। মাঝে মাঝে গর্বে গর্ভবতী হয়ে যায়। আমার বয়স ৩৩ চলে, কিন্তু আজও ভোট দেওয়ার দূর্ভাগ্য হয়নি।

তবে এটাও ভালো। কারণ ছোট বেলায় শুনতাম, যারা লেখাপড়া করে তাদের রাজনীতি করা ঠিক না। করণ রাজনীতি করে সমাজের খারাপ মানুষ, অশিক্ষিত ও মূর্খ মানুষ। তাই ভোট না দেওয়া টাই ভালো।

কিন্তু, যখন অনান্য দেশে দেখি, সৎ, যোগ্য পরোউপকারী মানুষ বেশি রাজনীতিতে সুযোগ পাই, তখন আমাদের দেশের সাথে হিসেব মেলে না।
আসুন ভোটকে উৎসবমুখর করে তুলি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

সোনালি কাবিন বলেছেন: ভোট জমছে না

০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: আপনাকে খুঁজছিলাম।
আজ পেলাম।

কেমন আছেন?
নিয়মিত থাকবেন।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা।

ব্লগ আগের মতো লাগেনা।

পুরাতন অনেকেই নেই তাই

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: এবার ৬৫% লোক ভোট দিতে কেন্দ্রে যাবে না।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পার্সেন্ট এরও বেশি হবে। আমার জানা মতে

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভোট না কি জানি কইলেন?
হেইটা আবার কি? =p~

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.