নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

যখন তেল ও ঘি এর দাম এক হয়...

১৫ ই জুলাই, ২০২৪ রাত ১:২০

যখন আপনি ন্যয় অন্যয় বিচার না করে। ভালো মন্দ বিচার না করে। স্বাদ ও গন্ধ বিচার না করে এক ঢালা, এক নিয়মে একই কথা বলবেন। তবে সেখানে কি ন্যয় বিচার ও আইনের শাসন আছে বলে মনে করেন?

এটা একটা দেশ ও জাতীর জন্য দুঃখ ও দুর্ভাগ্যের বিষয় যে, আপনি যাকে তাকে যা-তা বলবেন।

আপনার কথা বা কাজ পছন্দ হলো না, আপনাকে রাজাকার তকমা দিয়োদিলাম। ব্যাচ, আপনাকে আমি মারবো, পিটাবো এমন কি আপনার সাথে অন্যয় করবো তবুও আমার কিছু হবে না। কারণ আপনি রাজাকার আর আমি মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।

তাহলে কি এই, সংবিধান, আইন আদালত, প্রশাসন সবই লোক দেখানো।

বাংলাদেশের মানুষ কি ইংরেজ প্রেতাত্মাদের ভাগকর শাসন করো নীতির বলি। নাকি হিন্দু সম্প্রদায়ের উচু বর্ণ, নিচু বর্ণ প্রথার স্বীকার। নাকি সাধারণ মানুষ এদেশের নাগরিকই নয়।

এদেশের নাগরিক হলো সরকারি দলের লোক, আর মুক্তি যোদ্ধার আত্মীয় স্বজনরা।

১৯৭১ সালে মুক্তি যুদ্ধ কি পাকিস্তান হানাদার বাহিনীর বৈষম্য, নির্যাতন বিরোধী আর সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য ছিলো না।

সাধারণ জনগণ কি রাজাকার নাকি ছাগলের তিন নাম্বার বাচ্চা।
হায়রে বাংলাদেশ।

দমন নিপীড়নের সহজ মাধ্যম রাজাকার তকমা।

জয়হোক নির্যাতীত মানুষের, জয় হোক জাগ্রত মানুষের।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৪:০৮

কামাল১৮ বলেছেন: মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলার অধিকার রাজাকারের বংশধরদের নেই।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: এই ক্ষমতা কে দিয়েছে আপনাকে?

আপনারা তো চোরের বাচ্চা চোর।

২| ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৪:১১

কামাল১৮ বলেছেন: কে লাইক দিয়েছে দেখতে গিয়ে ভুলে লাইক দিয়ে ফেলেছি।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার কমেন্টে লাইক দিয়ে পরিশোধ করে দিলাম।

৩| ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৫:০৬

আরেফিন৩৩৬ বলেছেন: কে বলেছে কে বলেছে? কামালদের মতো স্বৈরাচার।
শেখ হাসিনা স্বৈরাচার।
একাত্তরের চেতনা, দেশটা কারো বাপের না।
রাজাকার ট্যাগ দেয়ার দিন শেষ, লড়বে এবার বাংলাদেশ।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কামাল আবল তাবল কথা বলে।

৪| ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৫:২১

এক্সম্যান বলেছেন: কামাল১৮ বলেছেন: মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলার অধিকার রাজাকারের বংশধরদের নেই।

আপনার মত লোকদের বাংলাদেশ নিয়ে কিছু বলার অধিকার নেই। বাংলাদেশে কি হবে এটা বাংলাদেশিরাই ঠিক করবে।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: কামাল হলো রাজাকারের সন্তান।
কথায় আছে
চোরের মার বড় গলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.