নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
সারাদেশের প্রশাসনিক অবস্থা ভেঙে গেছে। এভাবে চললে সামনে অনেক সমস্যায় পড়বে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষ।
বিএনপি যে সকল কাজ করছে এটা খারাপ করছে।
০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: যে সুযোগ পাচ্ছে সেই করছে। দায় এসে পড়ছে বিএনপির।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭
আহলান বলেছেন: বিএনপি কি করছে ডিটেইল বল্লে ভালো হতো।
০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন: আলীগ কর্মীদের মারধর, বাড়ীতে হামলা।
অথচ দেশে এখনো কোন সৃংখলা নিশ্চিত করা যায় নি। দেশে আগে শৃঙ্খলা নিশ্চিত ও সকলের নিরাপত্তা বিধান করা জরুরী।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুলিশের মনে ভয় ঢুকেগেছে- এটাই সমস্যা।
০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: এটাতে জনগণের ক্ষতি হবে।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুলতান আওয়ামী লীগের লোক। আরিফ আওয়ামী লীগের লোক। উপজেলা ভোটে আরিফের লোক সুলতানের লোকের উপর অত্যাচার করেছে। আন্দোলেনে আরিফ ভয় পেলে সুলতানের লোক আরিফের বাড়ীতে ভাংচুর করে ও আগুন দেয়। সুতরাং বিএনপির উপর ঢালাওভাবে দোষ দেওয়া ঠিক না।
০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: দায়ভারতো বিএনপির হচ্ছে।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩২
জ্যাক স্মিথ বলেছেন: আওয়ামলীগ যা না করেছে গত ১৫ বছরে বিএনপি-জামাত তা করেছে গত ৩ দিনে।
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা অনেক বড় হিসাব অল্পতে বলা কঠিন।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: লোকাল লোক জন সবাই সবাইকে চিনে। বিএনপি ভোটের মাঠে ছিলো না। আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট করেছে। তাদের একপক্ষ অন্য পক্ষকে মেরেছে। ঘোলা পানিতে সুযোগ পেয়ে অপর পক্ষ প্রতিশোধে নেমেছে। এভাবে অনেকেই শত্রুতা উদ্ধার করেছে। কিছুক্ষণ পূর্বে এক হিন্দু ভদ্রলোক আমার নিকট আসলেন। তিনি বললেন, যারা মাইরের কাজ করেছে তারা মাইর খেয়েছে। তথাপি আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না।
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেটাও ঠিক। মাদারীপুরে শাহজাহান খান এমপির গাড়ী, পাম্প, ও বাড়ী পুড়িয়েছে তার দলের লোক
তবে কিছু কিছু জায়গায় বিএনপিও করছে...
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১
রাজীব বলেছেন: বিএনপি তো সবাই পলাতক, এলাকা ছাড়তে হয়েছে ওদের । অনেকেই বিদেশে। ওরা তো ৯০% এখনো এলাকায় ফিরতে পারেনি।
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম।
হামলাতে আলীগ বিএনপি উভয়ই আছে...
৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু ব্যতিক্রম ছাড়া দুষ্ট আওয়ামীলীগ কর্মীদের মারধরের দরকার আছে।
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: তবে আইন হাতে না নেওয়ই উত্তম
৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫২
বিষাদ সময় বলেছেন: @ সাড়ে চুয়াত্তর-
কিছু ব্যতিক্রম ছাড়া দুষ্ট আওয়ামীলীগ কর্মীদের মারধরের দরকার আছে।
ঝেড়ে কাশার জন্য ধন্যবাদ। অর্থাৎ আইন বহির্ভুত কর্মকাণ্ড বৈধ!
এক্ষেত্রে নীতিমালাগুলো ঠিক কি রকম হবে?
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১০| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ বিষাদ সময় - ছাত্রলীগ যখন ছাত্রদের উপরে গুলি করলো অবৈধ অস্ত্র দিয়ে পুলিশের পাশে দাড়িয়ে তখন আইন কোথায় ছিল? এই কারণেই অনেক পুলিশ এবং ছাত্রলীগকে রাস্তায় পেটানো হয়েছিল আন্দোলন চলাকালীন সময়ে। ঐ সময়ের প্রেক্ষাপটে সেটাই ঠিক ছিল। আওয়ামীলীগ এখনও ডাকাতি করছে, খুন করছে (আজকে পেপারে দেখলাম বিএনপির একজন খুন করেছে)। এই কারণেই রাতে লাঠি হাতে এদের পেটানো হচ্ছে। বর্তমান পরিস্থিতে এটাই স্বাভাবিক। যুদ্ধের সময় সব কিছুই বৈধ। এখন অনেকটা যুদ্ধ অবস্থা চলছে। দেশে পুলিশ নাই এখনও সেটা খেয়াল করতে হবে। আপনি কি পুলিশের জন্য বসে থাকবেন।
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: বর্তমানের অবস্থা অনেক জটিল।
গতকাল খুলনাতে হিন্দু সমাবেশে অধিকাংশ আলীগ নেতা কর্মী ছিলো।
ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে গেম খেলছে আলীগকে দিয়ে।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩
সোনাগাজী বলেছেন:
এগুলো কি বিএনপি'র লোকজন, নাকি কোমলমতিদের লোকজন, যারা গত ২দিন সারা দেশে আক্রমণ চালাচ্ছে?