নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আগেইতো ভালোছিলাম

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩

আমার পরিচিত একজনের পোস্ট দেখলাম দেশে যা সমস্যা আগেই ভালো ছিলাম।

কেও সমস্যা সমাধানে ভূমিকা রাখবে না, শুধু সমালোচনা। আর পারলেই যে যার যায়গা থেকে লুটেপুটে খাওয়ার ধান্দা।

কতরকমের যে ধান্দাবাজি থাকতে পারে তা পরিস্থিতির স্বিকার না হলে কেওই বুঝতে পারবে না।

কিছু লোক, এমন যা সামনে পাচ্ছে তা থেকেই ধান্দা করছে। পকেট ভরছে।

মানুষের পাশে দাঁড়ান লোকের আজ বড্ড অভাব।

বিএনপি যদি ক্ষুধার্ত নেকড়ের মতো যা সামনে পাই তাই শেষ করতে থাকে। মানুষের মাঝে দলিয় বিবেচনায় বিভাজন সৃষ্টি করে ফায়দা আদায় করতে চাই। তবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জীবনে বড্ড খারাপই আছে।

সর্বোপরি, মহান মালিকের কাছে প্রিয় মাতৃভূমির জন্য অনেক দোয়া। সবাইকে কল্যাণ দান করুন মালিক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৪

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু আমরা করি এর উল্টো।

২| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: গত দুই মাসে কোন সেক্টর হাসিনার রেজিম থেকে ভালো অবস্থায় উন্নীত হয়েছে? ডেঙ্গু, জিনিসপাতির দাম, বিদ্যুৎ সমস্যা, বেকার সমস্যা, সিলিন্ডার গ্যাসের দাম বাড়া, খুন , ধর্ষণ, ডাকাতি কোনটা কমে তো নাই বরং বেড়েছে। কথা হলো কেনো বাড়ছে?

৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪১

আজব লিংকন বলেছেন: সব এই সরকারের ব্যর্থতা। যা তা হচ্ছে। কোন কন্ট্রোল নাই... সেনা শাষণ চাই।

৪| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৩

অনুসরণ বলেছেন: কেন আমাদের উল্টোটা করতে হবে? survival race

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.