নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সমকালীন ফ্যাক্ট

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮

আপনি যেখানে বাস করছেন সেখানকার মানুষ অতিউৎসাহী, প্রশাসন,পলিসি মেকার সবাই অতিউৎসাহী।
ফেসবুকের পোস্ট মানুষের চিন্তা কে নিয়ন্ত্রণ করে। অধিকাংশ মানুষ কথা বলে কারো না কারো মাধ্যমে প্রভাবিত হয়ে। এই প্রভাবিত যে হচ্ছে এইটা আবার নিজেরা বোঝেও না ঠিকঠাক।
চায়ের দোকানে বসে যে হুদাই তর্ক করতো, সে জিনিস তেমনই আছে শুধু প্লাটফর্ম পালটে ফেসবুকে শিফট করেছে।

আলোচনা সমালোচনা করাই যায়। সব বিষয়ে কথা হবে এইটাই হওয়া উচিত।
কিন্তু, সেই আলোচনা যখন প্রশাসন, ল-মেকিংয়ে প্রভাব ফেলবে। অধিকাংশের আকাংক্ষা অনুযায়ী বিচার হবে, তখন তো ভাই সেই ব্যাপার টা সিম্পল থাকে না।অন্য ডাইমেনশন পায়!!

আর এইটাই সমস্যা! আপনার আশেপাশের অতিউৎসাহীরা অন্যের বিচারও করসে। সে বিচারের রায়ও তারা দিচ্ছে। রাস্ট্র কাঠামো আবার সে রায়ের ভিত্তিতে ব্যবস্থাও নিচ্ছে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৭

Salina Alam বলেছেন: সহমত

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৫৪

Tommy বলেছেন: আপনি যেখানে বাস করছেন সেখানকার মানুষ অতিউৎসাহী, প্রশাসন, পলিসি মেকার সবাই অতিউৎসাহী। ফেসবুকের পোস্ট মানুষের চিন্তা কে নিয়ন্ত্রণ করে। অধিকাংশ মানুষ কথা বলে কারো না কারো মাধ্যমে প্রভাবিত হয়ে। এই প্রভাবিত যে হচ্ছে এইটা আবার নিজেরা বোঝেও না ঠিকঠাক। চায়ের দোকানে বসে যে হুদাই তর্ক করতো, সে জিনিস তেমনই আছে শুধু প্লাটফর্ম পালটে ফেসবুকে শিফট করেছে। ওহ, আর কিছুটা মজার দিক বলি—যেমন ব্রেইনট্রট ক্লিকার গেমে আপনি নিজের ছোট ছোট চ্যালেঞ্জ এক্সপ্লোর করতে পারেন, ঠিক তেমনই বাস্তবের এই “অতিউৎসাহীদের রাজ্য” এক্সপ্লোর করা যায় (https://brainrot-clicker.io)

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.