নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
যথেষ্ট চাপাবাজী হয়েছে এবং হচ্ছে ও হবে।
এসব বাদদেন। আপনি যেই হন, যে মতাদর্শের- সমস্যা নেই। তবেঃ-
" যদি দূর্নীতি না করেন।
সন্ত্রাস ও হাংগামা না করেন।
জননিরাপত্তা নিশ্চিত করেন।
অসহায় মানুষের অধিকার আদায়ে কাজ করেন।
তেলবাজি ও পেটনীতি বন্ধ করে দেশের স্বার্থে কাজ করেন।
তবে:-
আমি আপনাদের সাথে আছি। দয়াকরে চিটারি বাটপারি বন্ধ করে দেশ ও দশের কল্যানে কাজ করেন। জনগন ও আল্লাহ তায়ালা আপনাদের সাথে আছেন।
২৬ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনি বসে বসে কি ডিমে তা দেন। আপনিও আসুন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫৬
কামাল১৮ বলেছেন: মানুষ আর এদের টাকা দেবে না।বারোকুটি টাকা মেরে বসে আছে।এখন চাঁদা তোলতে গেলে দৌড়ানি দিবে।
২৬ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন: কারা টাকা মারলো, আর কাদের বলছেন?
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫
কামাল১৮ বলেছেন: সমন্বয়কের বলছি। বন্যার জন্য টাকা তুলে সেই টাকা তাদের দেয়া হয় নাই।
২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ওওও আচ্ছা।
যাহোক, আমি বুঝাতে চেয়েছিলাম- "রাজনীতির সাথে মানব সেবা, দেশপ্রেম থাকা দরকার। যেটা এখন কমে যাচ্ছে। এটা দরকার।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টিএসসিতে চাঁদা তোলা শুরু করুন।