নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পুতুল, পুতুলদের কোন বয়স থাকে না।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

ঋফায রহমান

Sun will forget to shine, Stars will forger to bright, But I will not forget you.. নটরডেম কলেজে পড়ছি। ২য় বর্ষ। বিজ্ঞান বিভাগ। জন্ম ২রা জুন, ১৯৯২। জন্মস্থান রাজশাহী জেলার মিশন হাসপাতাল।

ঋফায রহমান › বিস্তারিত পোস্টঃ

জীবনটা কেমন যেন ব্যস্ত হয়ে যাচ্ছে। না চাইতেও বড় হয়ে যাচ্ছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৬

সত্যিই আগে কখনো এমনটা হতোনা। আগে যে কোন কিছু করতে যেতে আনন্দ লাগত, কোন চিন্তার ছাপ সেখানে ছিলো না। কিন্তু এখন প্রতিটা বিষয়কেই কেমন যেন জটিল মনে হয়। মাত্র তো কয়েকদিন বা কয়েকমাস। তাতেই এতটা পরিবর্তন কি করে হয় জানতে খুব ইচ্ছে হয়। বুঝতে পারছি না, কেন এই সময়টাতে এতটা পরিবর্তন নিজে থেকেই উপলব্ধি করতে পারছি। অনেক দিন কোন কিছূ লেখা হয় না, আসা হয় না ব্লগে। আজ হঠাৎ কিছু লিখতে ইচ্ছে হল। কিন্তু কিছুই তো লিখতে পারলাম না।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-১

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪০

খোশনবীশ বলেছেন: এখানে তো দেখছি অনেক কিছুই লিখেছেন!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১২

ঋফায রহমান বলেছেন: তাই নাকি!

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪১

আনহা বলেছেন: "আগে যে কোন কিছু করতে যেতে আনন্দ লাগত, কোন চিন্তার ছাপ সেখানে ছিলো না। কিন্তু এখন প্রতিটা বিষয়কেই কেমন যেন জটিল মনে হয়। "
...ঠিক ...ঠিক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৩

ঋফায রহমান বলেছেন: কেন সব কিছু এমন হয়ে যায়!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৫

কষ্ট শিকারি বলেছেন: ভাল লিখছ। সত্য কথা।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: তুমারে মেসেজ দিছিলাম মোবাইলে কতগুলান, পাইছ? একটারও রিপ্লাই পাই নাই। :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১২

ঋফায রহমান বলেছেন: ভাইয়া একটা ও তো পাইনাই মেসেজ! আমি তো ভাবলাম আমাকে ভুলেই গেছেন মনে হয়।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৪

অলস ছেলে বলেছেন: বড় হইতেছ স্বাভাবিক, পাসওয়ার্ড বদলাই ফেলো আর আপুদেরকে তুমার একাউন্ট ব্যবহার করতে দিউনা বড় হইতেছ না :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৬

ঋফায রহমান বলেছেন: আমার মস্তিষ্কে কিচ্ছু ঢুকল না। খুব জটিল।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৬

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ধ্যাৎ! হারামী মোবাইল কোম্পানীগুলান দেহি পুরাই বাশ দিতাছে।

ব্লগে লেখা ইষ্টাট কইরা দেও আবার। বাজ মারছি আই এম দেখ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৩

ঋফায রহমান বলেছেন: কি করব সেটা বুঝতেই পারছি না। আই এম এ ঢোকা হল না।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৫

এরশাদ বাদশা বলেছেন: আজ থেকে ঠিক ৬ মাস আগের জীবনটার জন্য আফসুস করতে করতে মারা যাচ্ছি আমি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সবাই দোয়া পড়েন। এরশাদ বাদশা ভাই মারা যাচ্ছেন। আসেন আমরা হাত তুলি এবং দোয়ায় শামিল হই। B-))

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৫

এরশাদ বাদশা বলেছেন: কেউ মারা গ্যালে তারে পানি মুখে দেওয়া হয় শুনছি। হাততালি দিতে এই পরথম শুনলাম...দুনিয়াডার হৈলো কি??????

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১১

ঋফায রহমান বলেছেন: ৬ মাস আগের কাহিনী কি!

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫২

একলোটন বলেছেন: কতটুক বড় হলেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৯

ঋফায রহমান বলেছেন: ৫ ফুট ৯ ইঞ্চি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.