![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমি তোমাকে,
আমি তোমাকে নদী দেব স্রোত সমেত,
আমি তোমাকে আকাশ দেব মেঘ সমেত,
আমি তোমাকে জীবন দেব স্বপ্ন সমেত,
আমি ইতিহাস দেব,
দেশ দেব,
যুদ্ধ দেব অস্ত্র আর উচ্চাশা দেব
ভালবাসা দেব তোমার জঠর পর্যন্ত,
তোমাদের বাগান কাকে ভারা দিয়েছ ?
পাথরের পাচিল দিয়েছ চারপাশে ?
অহংকার ? আমি ফাটিয়ে দিতে পারি সব।
তোমার পাথর, তোমার সর্ব্বস
আমি আগ্নেগিরি আর জলপ্রপাত দিতে পারি
পাহাড়ের চুরা আর গিরিখাত দিতে পারি।
এমন কিছু দিতে পারি যা কেউ দিতে পারেনি
©somewhere in net ltd.