![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
একেই বলে ভাগ্য..
গার্লফ্রেন্ড নাই দেখে একাউন্টে ২১৬ টাকা ২৩ পয়সা থাকা সত্যেও ব্যাল্যান্সের মেয়াদ শেষ হয়ে গেছে.. ঠিক কয় মাস
আগে টাকা লোড করছিলাম মনে নাই..!!
অবশ্য একা থাকতেই ভালো লাগে এখন.. কেউ এখন আর ডিস্টার্ব করেনা আমাকে.. আর ফ্রেন্ড যারা আছে তারা ফোন
দিতে দিতে ক্লান্ত হয়ে এখন আর ফোন দেয়না.. মেসেজ দিয়ে গালি দেয়..
আজ বিকালে দেখলাম কে যেন সকালে মেসেজ দিয়েছিলো যেইটা এভাবে ছিল "ভাই, দেখ তোমাকে আমি অনেক সময় কল দেই
কিন্তু তুমি আমার কল ধরনা.. জানি তুমার অনেক টাকা হয়ে গেছে এখন.. কিন্তু যাদের সাথে আমার এক দিনের ও সম্পর্ক
তাঁকেও আমি মনে রাখি.." ভাগ্যিস কারো দুঃখ দেখলে এখন হাসি পায়.. হি হি হি.. তাই মেসেজ টা পড়ে একটু
হাসলাম..
আমি জানিনা আমার মত স্টুপিড মানুষকে কেউ মনে রাখে কেন ?? নিজেকে আর কত আড়াল করলে সবার
থেকে আলাদা হতে পারবো.. জানিনা রে ভাই কে তুমি ?? তোমার নাম্বার আমার মোবাইলে সেভ করা নয়.. তাই তোমার
মেসেজ দেখেও কল ব্যাক করিনি..
অবশ্য এখন মোবাইল তেমন দরকার পড়েনা.. ঘরে থাকার সুবাদে আম্মা ও ফোন দেন না.. মাঝে মাঝে বিকেলে হাঠতে বের
হলে পাশের বাড়ির এক ফ্রেন্ড কে কল দেই.. সেও বুঝে গেছে যে কল দিলে বের হতে হবে তাই কল রিসিভ না করেই
ঘর থেকে বেরিয়ে আসে..
মানুষের সাথে মিশে কিইবা হবে ??
সময়ের প্রয়োজনে বা ভাগ্যের টানে আমরা মিলিত হই আবার সময়ের প্রয়োজনে বা ভাগ্যের টানে দূরে চলে যাই আর বুকের
বাম পাশে রেখে যাই এক গভীর ক্ষত.. তার থেকে কথা না বলেই থাকাই কি ভালো না ?? হয়ত কেউ
মনে করবে অনেক অহংকারী আমি.. তো কি হল ? মনে করুক তাতে আমার কি আসে যায় ??
কিছুদিন আগে এক ফ্যামিলি পার্টিতে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলাম.. সাথে আম্মা ও ছিলেন.. স্বভাবত আমি চুপচাপ
বসে আছি.. কোন এক মেয়ে আমাকে হয়ত কিছু বলেছিলো কিন্তু আমি উত্তর না দেওয়ায় আম্মাকে গিয়ে বললো "আপনার
ছেলে মানুষের সাথে কথা বলতে পারে না ??"
আম্মার উত্তর টাও ছিল সেই রকম.. (..উত্তর টা বলা যাবেনা..)
চক্ষে ঘুম নাই তাই প্যাক প্যাক করি..
বিরক্ত হলে এই স্ট্যাটাস পড়া বাদ দেন..
তো কথা হইলো আমি এমন ছিলাম না.. কেমনে এরকম হইছি ওইটা জানি কিন্তু আপনাদের বলমু না (নট ইন্টারেস্টেড)..
নিজের দোষ নিজে কখখন ও স্বীকার করি নাই আর জীবনেও স্বীকার করমুও না.. গলাবাজি করে হোক আর অন্যের উপর দোষ
চাপিয়ে হোক জিত অলওয়েজ আমার-ই চাই.. কারো দুনিয়া উল্টাই গেলেও আমার কিছু যায় আসেনা.. আমি তো জিতছি..
অনেকটা পৈশাচিক মন.. এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা.. যদিও তারা লাস্ট কবে দেখসি এইটাও
মনে নাই..
এখন আগের থেকে আরো বেশি রাত জাগি কিন্তু আগের মত রাত জাগা হয়না.. (নাহ আমার মাথা ঠিক আছে, কথাটার অর্থ
বের করা টা যদিও একটু কষ্টের :p) এখন রাত হারিয়ে যায় ল্যাপটপ আর কি-বোর্ডের সীমানায়.. ঘড়ির কাঁটা কখন
যে ভোরের সূর্যকে ছোঁয়ে যায় খেয়াল-ই থাকেনা.. মানুষ ভোঁরে ঘুম থেকে উঠে চা খায় আর
আমি ভোঁরে চা খেয়ে ঘুমাতে যাই.. পৃথিবীর কোন গৎবাঁধা নিয়ম আমাকে স্পর্শ করেনা.. তবুও নিজেকে সুখী বলি আমি..
অনেক সুখী..
তুই নামক একটা নিরিহ প্রাণীকে অনেক মিস করি.. মিস করি নিজের বাচ্চামিকে.. মিস করি বিড়ালের মিউ মিউ
শব্দ..
মিস করি...
©somewhere in net ltd.