![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ঘরের ফেরার আগ মুহূর্তে তাড়াহুড়া করে বাসায় ফিরতে হবে কারন বাচ্চারা অপেক্ষা করে আছে কখন আব্বা আসবে তারপর একসাথে ইফতার করবে।
রাসেল মিয়া সারাদিন কাজ করার পরে ২৩০ টাকা পাইছে তা দিয়ে ইফাতারি কিনতে হবে এখন টাকাটা বার বার চেক করতেছে বাসের ভিরের মাঝে।
রবিনের মা অসুস্থ জুস ছাড়া কিছুই খেতে পারেনা কিন্তু রবিনের মালিক বলছে মাসের আগে কোন টাকা দিবেনা তাই চিন্তায় পাগল হবার অবস্থা।
রাসেল মিয়া আর রবিন একসাথে বাস থেকে নেমে রাস্তার পাশে একটা খোলা দোকানে যায় যেখানে বেশ কম দামে ইফতারি এবং খোলা জুস পাওয়া যায়।
রবিনভাবে ২৩০ টাকা দিয়ে জুসের সাথে কিছু ইফতারি নিয়ে গেলে মা খুশি হবে।
রবিন দোকানদারকে বলে একটা জুস দিয়া দেন মামা আমার ইফাতারির লগে ঠিক তখনি রাসেল মিয়া রবিনের দিকে তাকিয়ে বলে ভাইজান আমারে একটা জুস দিয়েন আমার মাইয়াডা জুস পাইলে খুব খুশি হয়া যায় কত্তদিন মাইয়াডা জুসের কথা কয় কিন্তু কিনতাম পারিনা।
দোকানদার দুজনকে প্যাকেট করে দেয় বিলের কথা বলে।
রাসেল মিয়া পকেটে হাত দিয়ে শুন্য চোখে দোকানদারের দিকে তাকিয়ে থাকে আর রবিন রাসেল মিয়ার দিকে তাকিয়ে থাকে ভাষাহীন চোখে।
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫০
লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮
নিশাচড় বলেছেন: পড়ে ভালো লাগলো। কিন্তু শেষের বক্তব্যটা অস্পষ্ট থেকে গেলো
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫১
লিওনাডাইস বলেছেন: শেষটা ইচ্ছে করেই এমন রাখা, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৩| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন আরেকজনে পকেট মাইরা দিছে !!
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭
লিওনাডাইস বলেছেন: হম ভাই এটাই, ধন্যবাদ।
৪| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯
কাইকর বলেছেন: আহ.....
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮
লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ কাইকর ভাই।
৫| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটা ভালো লাগার অনুভূতি টের পাচ্ছিলাম
কিন্তু শেষে তা উবে গেলো ! কেন, কারনটা
বুঝতে না পাওয়ার জন্য।
রাসেল মিয়া কি পকেটমার ??
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯
লিওনাডাইস বলেছেন: সবকিছুর শেষ থাকতে নেই তাই এখানেও কোন শেষ নেই, ধন্যবাদ আপনার সুন্দর ভাবনার জন্য।
৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: বাহ !!!
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:০০
লিওনাডাইস বলেছেন: রাজিব ভাই আপনি কিন্তু অনেক ভালো লিখেন, যাইহোক ধন্যবাদ আপনাকে।
৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাসেল মিয়ার পকেটমার হলে রবিনের কী?
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:০১
লিওনাডাইস বলেছেন: খেলাটা তো এখানেই !
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজিব ভাই আপনি কিন্তু অনেক ভালো লিখেন, যাইহোক ধন্যবাদ আপনাকে।
ভাই আমি মোটেও ভালো লিখি না। এটা আপনার মহানুভবতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭
হবা পাগলা বলেছেন: পড়ে হৃদয় ছুঁয়ে গেল।