![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
তোমাদের এ মৃত্যু মিছিলে শোকাতুর
আত্নায় কত সপ্নের ইতি টেনেছে
ঐ গনগনে ধোঁয়া।
মধ্যরাতের নীরবতায় জুবুথুবু ঝিমিয়ে পড়া
বলে দেয় কান্নার অতিসহ্যে
ধরণীও আজ সংজ্ঞাহীন ।
চুরিহাট্টা থেকে কামাল আতাতুর্ক
কত প্রানের মিছিলে পুরে ছাই
কত রং সাদা কালো মহাকালে হারিয়ে গেছে ।
শিখা অনির্বাণের মত কত প্রানে
এই মহাপ্রয়াণের লেলিহান শিখা
জ্বলে রইবে অনন্তকাল ।
শূন্যতার দ্বারপ্রান্তে দাড়িয়ে দেখেছি
মরীচিকার আলোয় কত মিথ্যে
মঞ্চের কলাকুশলী আমরা।
চিরবিদায়ের ঘণ্টা বাজিয়ে
সভ্য প্রতিযোগিতায় কত প্রানের উচ্ছ্বাসে
মাতোয়ারা এ জনশূন্য ভূখণ্ড ।
তোমাদের এ বিয়োগযন্ত্রণা লাখো প্রানে জ্বেলে
দিক সাদা কালো চিরন্তন বাস্তবতা ।
এ বিদায় ঘাসফুল হয়ে ফুটে থাকুক লাখো হৃদয়ে।
০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৬
কামভাখত কামরূখ বলেছেন: বাংলায় আমি খুব একটা ভাল না আবার টাইপ করি অভ্রতে কাজেই দুইটা মিলে যা হয় আরকি
২| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
ঠিক কার অনুপ্রেরণায় এই লিখা লিখেছেন?
০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৪
কামভাখত কামরূখ বলেছেন: পুরনো লিখা ডাইরিতে কিংবা টেক্সট ফাইলে ওয়ালে ড্রাইভে লিখা ছিল মেবি ১৯শের দিকের পুরান ঢাকা এবং বনানীতে অগ্নিকানড সময়কার ঘটনাকে কেন্দ্র করে লিখা আমি কবিতা লিখা মনের গভীর ভাব প্রকাশের জন্যে প্রফেশনাল কোন ইচ্ছা কিংবা সময় নাই
৩| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংলায় আমি খুব একটা ভাল না আবার টাইপ করি অভ্রতে কাজেই দুইটা মিলে যা হয় আরকি
আমি নিজেও অভ্র ব্যবহার করি।
৪| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন একটা কাব্য পাঠ করলাম।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: দুই একটা বানান এডিট করে ঠিক করে নিবেন।