![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা,আমি জানি যে বাংলাদেশ সেদিন বিশ্বকাপজয়ী না হলেও ভারতের বিপক্ষে জিততো।কিন্তু কেনো এরকম ধরনের হতাশা বইতে হলো???জাতি হিসেবে আমাদেরকে আর কতো পেছনে ফেলানো হবে???আমরা কি অপয়া??না,আমি তা কখোনই মনে করি না।কিন্তু কাটাতারের ঐপাশের বুলি শুনলে এমনই মনে হয় বৈ কি?আমরা কি একটু মাথা উঁচু করে দাড়াতে পারবো না?? নাকি কি?? স্বাধীনতার প্রায় ৫০ বছর ছুই ছুই এখোনো আমরা আমাদের আমিত্ব কে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্যর্থ। এ ব্যর্থতা শুধু গুটিকয় মানুষের না, সম্পূর্ণ জাতির এ ব্যর্থতা।
©somewhere in net ltd.