নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন পড়ে রয় তোরই কাছে...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

নীলতারা

নিশিদিন আমি যেনো কার আশায় আশায় থাকি...

নীলতারা › বিস্তারিত পোস্টঃ

লাভ ইস নাথিং জাস্ট মিসিং..১০

২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৬

ভেবেছিলাম দিনে দিনে আমিও ভুলে যাবো সব। হয়ে যাবো তোমার মতো। নিরুত্তাপ। তোমার মতো করেই ভুলে যাবো- আমি কী ছিলাম। আমি কোথায় ছিলাম। কে আমার জন্য পাগল ছিলো। কে আমার জন্য সারারাত জেগে থেকে গল্প লেখতো। কবিতা পড়তো। আর কে-ই বা আমাকে না পাওয়ার যন্ত্রণায় কেঁদে মরতো।



কিন্তু আদতে হচ্ছে উল্টো। তোমার সাথে শেষ দেখা হওয়ার দিনটা যতো দূরে সরে যাচ্ছে। তুমি যেনো ততো বেশি করে স্পষ্ট হয়ে উঠো আমার কাছে। আমার স্মৃতিতে। আমার শরীরের ভাজে ভাজে যেনো ছড়িয়ে পড়ছে তোমার শরীর। যন্ত্রণারা তাই ক্রমশই বড় হচ্ছে। আরো বেশি ক্ষমতাধর হচ্ছে।



আমাদের মধ্যে ভালোবাসা বলে কিছু ছিলোনা। যা ছিলো তা কেবল তোমার আমার হেয়ালীপনা। জীবন নিয়ে। প্রেম নিয়ে। ভালোবাসা আর মন নিয়ে। ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা ছিটকে পড়েছি মহাকালের অতল গহ্বরে। আমার হেয়ালীপনা হারিয়ে গেছে আরো বেশি গভীরতর অতলে। তারপর যা হওয়ার তা-ই হয়েছে। হয়ে চলেছে। তুমি ভুলে গেছো সব কিছু। তুমি হয়ে গেছো নতুন একজন।



তবে আমি পারিনি তোমার মতো হতে। ভুলতে পারিনি কিছুই। বরং যা ঘটেছে তা তো মনে রেখেছিই, সেই সাথে আরো বেশি মনে রেখেছি তোমাকে নিয়ে ভাবা আমার বিকলাঙ্গ স্বপ্নগুলোকে। এসবকে যতোটা না আমি মনে রেখেছি তার চেয়ে বেশি মনে রেখেছে আমার মন।



এমনই যদি হতে থাকে, জানিনা কী হবে সামনে। তোমার দেখা আর কোনোদিন পাবোনা, আমি তা জানি। মন তো জানেনা! মনকে জানানো যায়না কিছুই...



০২

খুব মিস করছি তোমাকে। আমার ভালোবাসা কেবল তোমাকে মিস করার মধ্যেই সীমিত হয়ে গেছে। লাভ ইস নাথিং জাস্ট মিসিং...

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৩৬

ডি মুন বলেছেন: যন্ত্রণারা তাই ক্রমশই বড় হচ্ছে। আরো বেশি ক্ষমতাধর হচ্ছে। :( :(( :((

২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

নীলতারা বলেছেন: কী আর করা!

২| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৩৬

খালি ব্যান খাই বলেছেন: মিস করছি আমার জানটাকেও কারণ কিছুক্ষণ আগে ও সাথে ঝগড়া করলাম

২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

নীলতারা বলেছেন: দয়া করে ঝগড়া করবেন না।

৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লাভ ইস নাথিং জাস্ট মিসিং...

সত্যরে ভাই!! :)

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

নীলতারা বলেছেন: জি ভাই।

৪| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

সুখি বালক বলেছেন: tarpor o she shukhe thak....

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

নীলতারা বলেছেন: থাকুক, আমার কী!

৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

এরিস বলেছেন: মনে হল কারো ডায়েরীর একটা পাতা পড়লাম। খুব কষ্ট পেয়ে চট করে কলম তুলে লিখে ফেলা, আবেগময় আর গভীর বিষাদময়তা। ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫

নীলতারা বলেছেন: বিষাদ থেকেই লেখাটা। চট করে কলম তুলে লেখে ফেলার মতোই আসলে!

ধন্যবাদ, এরিস...

৬| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০০

রাইসুল নয়ন বলেছেন: খুব মিস করছি তোমাকে। আমার ভালোবাসা কেবল তোমাকে মিস করার মধ্যেই সীমিত হয়ে গেছে। লাভ ইস নাথিং জাস্ট মিসিং...

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নীলতারা বলেছেন: এতো অল্প কথায় শেষ করলেন মন্তব্য?!

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

আইয়েবুর রহমান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.